পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবার টাকার জন্ত আসিয়াছে। সে কাঠ হইয়া বলিয়া রহিল। ণে মনে শক্ত কথার সারি সাজাইয়া তুলিতেছিল সে । —একটু আগুন দাও দেখি । তয় চমকিয়া উঠিল—মুখ ফিরাইয়া দেখিল—বিপদতারণ নিলা ভাবে ষ্টাত মেলিয়া হালিতেছে। হিহি করিয়া হাসির বিপদতারণ বলিল-চকে উঠলে যে—ভূত নাকি আমি ? দেওয়ালে ঠেস দিয়া তয় কাঠের মত দাড়াইয়া রহিল। তারণ বলিল—বেশ ঘরদোর হয়েছে । তা আমাকে একদিন নেমস্তন্ন-টেমস্তন্ন কর । তরু এবার বলিল—না । তারণ কৃত্রিম ভয়ে একটু পিছাইয়া আসিয়া বলিল— ও রে বাপ রে! সাপিনী রে—নাগিনী রে ফেঁাস! তয় কিন্তু এ রসিকতায় হাসিল না। তারণ বলিল—ত হ’লে কবে নেমস্তন্ন করছ বল ? তরু বলিল-বললাম ত—ন । —লা ; কেন শুনি ? তরু অনুচ্চ কণ্ঠে দৃঢ়তার সহিত বলিল—চোরকে আমি বড় ঘেন্না করি । এক মুহূৰ্ত্তে তারণের কাল মুখও কেমন অস্বতাবিক বর্ণ ধারণ করিল। মাথাও নত করিতে হইল। তরু বলিল-মাকড়ী তুমি আমায় চাইলে না কেন ? তারণ খলিল—চাইলে তুমি দিতে ? —চেয়ে দেখলে না কেন তুমি ? মুখে মাটির ছাঁচ ভুগেছিলে, তবু ত আমি রাগ করি নি! তাহার ছুটি চোখ জলে টল টল করিতেছিল। ठांब्र१ श्रांजिब्रो ठांशंद्र शुं झांउ शद्रिब्रां उषक्लबिय স্নেহপূর্ণ স্বরে খলিল-আমাকে মাফু কর তরু। उन्नै क्षेत्रकद्र कब्रिग्नः कामिन एवू । उॉब्र१ ठांशहरू বুকে টালিয়া গইল বার-বার তাহাৰে চুম্বন করিল। ७fञ्च भद्र दंॉऍषांब्र गंमग्न सजिण-ब्रांtब श्रांमग्रं ८नभरुग्न রইল এখানে " স্বাধন এই দ্বতীয় খঙ্গে নাটাকার সুখের চিত্র

انیسه مد -

কুলীনের মেয়ে ૧ના স্বামীর মতই ধরা দিল। অর্থ চাহিল নী—সম্পদচাহিল না— আপনার মত করিয়াই সমস্ত জোতজমার তদারক করিল, তরুর সেবাও লইল—শাসনও মানিল। মাল-চারেক পর সেদিন তারণমাঠ হইতে ফিরিয়া দেখিল তঙ্ক শুই আছে। প্রশ্ন করির জানিল তাহার জর হইয়াছে। তারণ নিজেই রান্না করিতে বসিল । তরু বলিল—ছোটবোঁ যে নেমস্তয় ক’রে গিয়েছে সকালেই। জর দেখে বললে—ঠাকুরজামাই তা হ’লে আমার বাড়িতেই খাবেন। - ছমু করির কড়াটা নামাইয়া দিয়া তারণ বলিল— বঁাচলাম বাবা । একটান তামাক থাই বরং—কাজ দেখবে। আজ কিন্তু একটা টাকা দিতে হবে—অনেক দিন মদটা থাই নাই । কে—কে গে৷ ” তরুর ননদ প্রবেশ করিয়া বলিল—তোমাকে একবার ডাকছে দাদা। কটি লোক এসেছে বাড়িতে । দাদা আজ বাড়িতেই থাবে বউ । 像 তারণ বলিল—লোক—কে রে বাপু ? কার ধার ধারি আমি ! তরু বলিল—দেখেই এস না বাপু ! তারণ গেল, কিন্তু সমস্ত দিনের মধ্যেও আর ফিরিল না। অপরাহ্লে ছোটবধু আসিয়া বলিল—ঠাকুরঞ্জামাই ফেরেন নি ঠাকুরবি ? তরুর জর ছাড়িয়া আসিতেছিল—সে বলিল-সেই জলখাবার বেলাতেই গিয়েছে বাড়ি—কে লোক এসেছে। এখনও ত ফিরল না। কাউকে যে পাঠাব এমন লোক নাই । কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বউ বলিল—তোমার ঝুলকার সতীন এসেছে। তরু চমকিয়া উঠিয়া বলিল—কে বললে ? অপরাধিনীর মত বউট বলিল—পাড়াতেই শুনলাম— খবর সত্যি । w: * ভক কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল—দেখি কিছুক্ষণ। তুমি ছোটাকে একবার ডেকে দিও ভাই। " ডাকিতে কিন্তু পাঠাইতে হইল না-তারণ নিজেই সম্ভার পূৰ্ব্বে ফিরিল। * ,