পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেত শ্ৰীঅমিয়জীবন মুখোপাধ্যায় বনমালীবাবু প্রথমটা একটু ইতস্তত: করিয়াছিলেন, কিন্তু না বলিলে চলিৰেই না। নিজের জামাই হইলেই বা কি ? দরদ দেখাইতে গিয়া শেষে গোষ্ঠীসমেত মরিব নাকি ? কবিরাজ যাহা বলিলেন, সে অতি ভয়ানক কথা । এসব ব্যাধি লইয়া ছেলেখেলা নয় । দিবাকর ঘরের ভিতরে বসিয়া কাশিতেছিল। একবার খুব করিয়া খানিকট গয়ের জানাল দিয়া বাহিরে ফেলিল। শব্দটা শুনিয়া বনমালীবাবু পুনরায় শিহরিয়া উঠিলেন। দিবাকর থাকিয়া থাকিয়া কাশিতেছেই। বনমালী আস্তে আস্তে ঘরের সম্ন আসিয়া দিবাকরের দিকে চাহিয়া বলিজেঞ্জশষ্ট্য, বুঝলে দিবাকর, তুমি যে আর এখানে থাক "ার মত নয়। এসব ব্যাধির পক্ষে শহর ঞ্জিনিীরাপ। আমার মতে তোমার এখন দেশে বাওয়াই উচিত। হাজার হ'লেও গ্রামে খাবার জিনিষপত্র প্রচুর মেলে, জিনিষও সব টাটকা। আর কি বলে, ধা, ইস্কুলের চুটির জন্তে একখানা দরখাস্ত করে কি দিয়েছিলে ? দিবাকর বলিল—ষ্ঠাঞ্জে হ্যা । দরখাস্ত করেছিলুম, তিন মাসের ছুটি মঞ্জুর করেছে। —বেশ বেশ । তিন মাস বাড়িতে গিয়ে থাক, ভগবানের কৃপায় এর ভিতরেই সুস্থ হয়ে যাবে। মাইনেটা পুরোই (क्रु उ ? –ইস্কুলের অবস্থা ত তেমন ভাল নয়, প্রথমটা আপত্তি করেছিল। শেখে হেড মাষ্টারকে বলে-ক'য়ে পুরো মাইনেতেই গ্র্যান্ট করিয়ে নিয়েছি। দিবাকর আবার কাশিতে লাগিল । বনমালীবাবু বলিলেন—তাহলে আর দেরি করে দরকার নেই, কালকেই ভূমি চলে যাও। দিবাকর যেন একটু বিপন্ন বোধ করিল। বলিল-যাব তে, কিন্তু বাড়ি গিয়ে কি অবস্থার ভেতরে পড়বঠক दूवrउ शाब्रहि tन । चांद्र मांदूौरु७ निश शंद छांर् हि বাধা দিয়া বনমালীবাবু বললেন-ল না, মাধুরীকে নিয়ে আর কাজ নেই, ওরা সবাই এখানেই থাক। শুধু যে ঝঞ্ঝাট বাড়বে তাই নয়, মাধুরীর এখন যাওয়াও ত অসম্ভব। কোলে ওই কচি ছেলে— একটু থামিয়া পুনরায় বলিলেন—তোমাদের ভিটেয় এখন যে ঠাকুরুণটি বাস করছেন, তোমার একলা মানুষের সামান্ত জোগাড়, তিনিই করতে পারবেন। আর এই ত ক’টা দিন মোটে... শ্বশুর মহাশয়ের কথার উত্তরে দিবাকর আর কিছু বলিতে পারিল না । চুপ করিয়া বসিয়া থাকিল। আবার কাশির বেগ আসিল । রাত্রে খাওয়া-দাওয়া সারা হইয়া গেলে নিজের ঘরে বসিয়া দিবাকর কস্তাকে বলিল—মীরা, তোমার মাকে একবার ডেকে নিয়ে এস ত একটু ! আজ ফু-তিন রাত্রি মাধুরী পুত্রকন্যা লইয়া পৃথক ধরে শোয়, স্বামীর ঘরে থাকে না । কবিরাজ কড়া ভাবে এই রকম থাকিতেই বলিয়া দিয়াছেন। কবিরাজ যেটুকু বারণ করিয়া দিয়াছেন, মধুরী তাহাও ছাড়াইয়া আরও অধিক দূর যায়—সে পারতপক্ষে স্বামীর কাছে ঘেষেই না! এমন ব্যাধির কথা শুনিবার পরমুহূৰ্ত্ত হইতে স্বামীর প্রতি দারুণ বিতৃষ্ণায় তাহার মন পূর্ণ হইয়া গিয়াছে। সনেহ একটু यक उांशद्र७ भूर्ल श्रेष्ठर श्रेशश्गि, ७षन शबौद्र ওই শীর্ণদেহের প্রতি তাকাইয়া মন তাহার সঙ্কুচিত হই। পড়ে, কাশির কুৎসিত শব্দ কানে গেলে গায়ের ভিতরে कैप्ले शिा छै? ! ठिन नि भूर्ल७ वांभौद्र *ांtर्वधक বিছানার গুইরা লে রাত্রি কাটাইয়াছিল, কিন্তু এখন সেই কথা স্মরণ করিতেই যেন আধুরী ভয় পায়। मैौद्रा मारू त्रिग्न दगिण-यांcउमां★ बांश छांकुरु । মাধুরী কোলের ছেলেটির জন্তে দুধ গরম করিতেছিল। भूष फूणिद्र छिखांग कब्लिग-(कन ? ,