পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b*్ఫక్చా পাইয়াছিল, তাহার অত্যাশচর্য্য বিবরণী দিতে আরম্ভ করিলেন। যে লোক ডুবিয়া যাইতেছে, একটি তৃণ পাইলে সে চাপিয়া ধরে, দিবাকর কিছুই অবিশ্বাস করিল না ; কিছুই অস্বীকার করিল না। বলিল—সবই ত বুঝলাম সরাদিদি, কিন্তু আসল কথা, সেখানে যাই কেমন ক’রে । পথ তো আট-নয় মাইলের কম হবে না । কিছু ক্ষণ ভাবিয়া স্বর্ণদিদি বলিলেন—তাতেও আটকাবে না, ডুলীতে ক’রে যাবি।-- নরেশও শুনিয়া বলিলেন—ই্যা হ্যা, আমিও সেদিন শুনলাম বটে—নওপাড়ার সেই ভৈরবীর কথা । যে-সব আশ্চর্ষ্যি কথা তার সম্বন্ধে শুনলাম, উড়িয়ে দেওয়া যায় না ! দিৰাকর ওর কাছে গিয়ে ঘুরে আসে, এতে আমারও মত আছে । স্বর্ণময়ী দিবাকরের নওপাড়া যাওয়া স্থির করিয়াই ফেলিলেন। রওনা হইবার আগে দিবাকর স্বর্ণদিদির পায়ের ধূলা গ্ৰহ করিলেন, তাহার মাথার উপরে হাত রাখিয়া মনে মনে আশীৰ্ব্বাদ করিয়া স্বর্ণময়ী চক্ষু মুছিতে লাগিলেন । মাঠের ভিতর দিয়া চলিতে চলিতে প্রচণ্ড রৌদ্র আর ভুলীর অনবরত ঝাকানি। নওপাড়া আদিয়া যখন দিবাকর পৌছায়, শরীরের আর তাহার কিছু অবশিষ্ট নাই। লোকের নিকটে জিজ্ঞাসা করিতে করিতে আগাইয়। ভৈরবীর ঘরের পাশ্বে আসিয়া বেহরোরা ভুলী রাখিল । অন্ত কোন এক গ্রাম হইতে আরও একথান। ডুগী আসিয়াছে। ভুলীখানা কাপড় দিয়া ঘেরা, ভিতরে কে আছে দিবাকর বুঝিতে পারিল না । সেই ভুলীখানা ছাড়াও স্ত্রী-পুরুষে আরও দশ-বারো জন লোককে তথায় দেখা গেল । সকলেই হয়ত ভৈরবীর নিকট কোনো-নাকোনো প্রার্থনা লইয়া আসিয়াছে ! কালীর ঘরের দরজা বন্ধ । দিবাকর জিজ্ঞাসা করিয়া জামিল ভৈরবী ভিতরে আছেন, সন্ধ্যার আগে তিনি नव्रझ cश्वttणन.लों । - বাহার সহিত দিবাকরের কথা হইল, সেই লোকুট্টই অপর ভুলীৱ সহিত আসিয়াছে। ভুলীৰ ভিতৰঞ্জার বিন্ধিত হইয়াই নি ছিল। পূর্ব ইঃ SS8ు. ভগ্নী, কোনো একটি শক্ত ব্যাধিতে ভুগিতেছে । ভৈরবী ময়ের যদি কৃপা হয় 1, সন্ধ্যার পরে ভৈরবী ঘরের দরজা খুলিলেন । একে সমস্ত লোক গিয়া বীরালার উপরে সারি সারি বসিল । দিবাকরও ধীরে ধীরে গিয়া সকলের সহিত বসিল । একটি আধা-বয়সী কৃষ্ণবর্ণ স্ত্রীলোক। পরনে লালরঙের ছোপানে কাপড়। কপালে একটি প্রকাও সিঙ্গুরের ফোট । স্থলশরীরা । - সম্মুখেই মৃন্ময়ী কালীমূৰ্ত্তি। মুক্তকেশী, গলায় মুণ্ডমালা, হাতে খড়গ, বুকের উপর দিয়া রুধির বহিয়া যাইতেছে, চক্ষুর দৃষ্টি ভীষণ । শিবের বুকের উপর পা রাখিয়া জিহবা দংশন করিয়া দাড়াইয়া আছেন । প্রায় এক ঘণ্টা ধরিয়া ভৈরবী কালীমায়ের পূজা করিলেন । সহসা কিরূপ একটি গো-গো শব্দ শোনা গেল । পরক্ষণেই ভৈরবীর হাত-পা কি রকম কঁাপিতে থাকিল, একৈ ক্রমে মাথাটা প্রবল বে:গ ঝাকাইয়া উঠিল। সকলে তটস্থ হইয়া বসিয়া রহিল। ভৈরবী উচ্চারণ করিলেন—বমুদেব মাইতী । –এই যে ম...•••একটি লোক সন্মুখের দিকে আগাইয়া গেল । দিবাকর লক্ষ্য করিয়া বুঝিল থে-লোকটির সঙ্গে তাহার কথা হইয়াছিল, সেই । —বোনের ব্যামো ? দুই হাত জোড় করিয়া বহুদেব কহিল—ধ্যা মা •••••• - ठू | 4. ভৈরবী একটু ক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিলেন । হঠাৎ মাটি হইতে কি একটু কুড়াইয়া पशब्द হাতে দিয়া বলিলেন, যts— বন্ধদেব পরম ভক্তিভরে হাতের মুঠাট কপালে ¢¢कहेण । : }. এই লোকটির সাম বসুদেব এবং ੋਵੇ। অসুখ, ভৈরবী কেমন করিয়া ট্রেয় পাইল ? কল্প একটু জানিত