পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র - বাংলা বাণীবন বালিকা বিদ্যালয়— ुश् विाशिरङ्गङ्ग छैडिविवाग्नङ्ग झश्च s१ बथ्मन्न शृंदं अकर्हि বোডিং থোল হয় । এই বেড়িঙে বৰ্ত্তমানে ৫টি বালিকা আছে । ইহাদের মধ্যে একটি বালিকা হুদুর মাত্রাজের অন্তর্গত পীঠপুরম হইতে আসিয়াছে। অবশিষ্ট ঢাকা, ফরিদপুর, বরিশাল, যশোহর, খুলনা, পবন, দিনাজপুর, শ্ৰীহট্ট, ত্রিপুর, বৰ্দ্ধমান, মুণাঁদাবাদ, নদীয়া, ২৪ পরগণা, কলিকাতা, মেদিনীপুর প্রভৃতি পনেরটি জেলা হইতে আসিয়াছে । এই বালিকাদের মধ্যে তিনটি বিবাহিত ও তিনটি বিধবা অমুল্লত শ্রেণীর বালিকায় সংখ্যা পাচটি। এই ছাত্রী-নিবাসটিই এই বিদ্যালয়ের বিশেষত্ব, বাংলা দেশের আর কোনও মধ্য ইংরেজী বালিক বিদ্যালয়ের ছাত্রী-নিবাস নাই। স্ত্রী-শিক্ষা সহজলভ্য করিবার জন্ত বোর্ডিং ফি স্কুল ফি সহ মাত্র ৭ টাকা করা হইয়াছে'। বোর্ডারগণকে স্বতন্ত্র বেতন দিতে হয় না । ব্রাহ্ম ব্যতীত স্থানীয় বালিকাগণ সকলেই এ পর্যান্ত বিন বেতনে পড়িয়া আসিয়াছে। বিদ্যালয়ের মোট ছাত্রী সংখ্যা বর্তমানে ৮২টি, তার মধ্যে २ िशूनलभन । अझै दिनालग्न श्रल झड़े द९भद्र भश्। ३१tबस्नी शूखि পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকার করিয়ছে। কয়েক বৎসর হইল এই বিদ্যালয়ে একটি চরকা ও বয়ন বিভাগ খোলা হইয়াছে। একজন অভিজ্ঞ শিক্ষক ইহাতে শিক্ষাদান করিয়। থাকেন। এখানে গাম্‌ছ, তোয়ালে, চাদর, শাড়ী, ধুতী, টেবিলঢাকৃন, বাড়ন ও জামার কাপড় বোনা শিক্ষা দেওয়া হইয় থাকে। এই বিদ্যালয় বাংলা দেশের একটি বড় অভাব পূরণ করিয়া আসিয়েছে । ইহা গভর্ণমেণ্টের ও জনসাধারণের সাহায্য পাইবার সম্পূর্ণ উপযুক্ত। ইহা অনেক গয়াৰ বিধবা ও অনুন্নত শ্রেণীর বালিকাদিগের স্বাধীনভাবে উন্নত জীবন যাপনের পথ শুধু উন্মুক্ত করিয় দেয় নাই, এখানে আসিয়া না পড়িতে পারিলে অনেক বালিকার কোনরূপ শিক্ষালাভের স্থযোগই মিলিত না । কিন্তু খুবই দুঃখের বিষয় যে, র্যাহারা আসিতে চায় তাহাদের সকলকেও কর্তৃপক্ষ স্থান দিতে পারেন না । এই জন্ম অবিলম্বেই একটি পুখক স্কুল বাড়ি অত্যাবগুকি হইয়াছে। তাহ হইলে এই সমগ্র বাড়িটাই বোর্ডিঙের জন্ম ব্যবহৃত হইতে পায়ে । স্থানাভাব ছাড়াও একই বাড়িতে স্কুল ও বোর্ডিং থাকতে বোর্ডারদিগের অনেক অহবিধ হইয়া খাকে । এই সকল অভাব ও অসুবিধা দূরীকরণ-উদেখে স্কুল কমিটি বিদ্যালয়ুসংলগ্ন উত্তরদিকের জমির উপর বিদ্যালয়গুহ নিৰ্ম্মাণের জঙ্ক আট বৎসর পূৰ্ব্বে গভর্ণমেণ্টের নিকট আনুমানিক ব্যয়ের পরিমাণ সহ একটি নক্স পেশ করিয়াছেন । কিন্তু টাকার অভাবের জন্ম গভর্ণমেন্ট কিছুই কৰিতে পারেন নাই। এই গৃহ নিৰ্ম্মাণের জন্ত ठूल कीि श्रङ क्थ्गद्र २०°- ३ देिउड করিয়াছেন, এখন গভর্ণমেণ্টেয় আশ্বাস পাইলেই কার্য আরম্ভ করিতে পায় যাইবে । বাইলিকে দিল্লী গমন— চারিটি বালক খাইলিকে দিল্লী গিয়াছিলেন । তাহাদের भांभ मौणभाथक् क्रमांगीशाॉब्र, अण्णांककूभाग्न ब्राग्न कोयूझै, স্বৰোধকুমার মুখোপাধ্যায় ও বিশ্বনাথ চট্টোপাধ্যায়। উহাদের ছবি দেওয়া হুইল । দেশ-বিদেশের কথা-বাংলা দওয়মান-শ্লঅলোককুমার রায় চৌধুরী, ন হ:বাধকুমার মুখোপাধ্যায়, ঐবিশ্বনাথ চট্টোপাধ্যায় শ্ৰীনীলমাধব বঙ্গ্যোপাধ্যায় পরলোকে প্রেমলতা দেবী— হগায়িক প্রেমলত দেৰী মহোদয় গত ২৩এ পৌৰ ইহধাম ত্যাগ করিয়াছেন। তিনি স্তর রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়