পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به قم و تهیه .* | গোপাল চলোর বাৰু ওদিকে পিটাপট করে তাকিলে রয়েছেন আর তুমি তার সামনে..বলিতে বলিতে মুখ-চোখের ভাব কেমন এক অদ্ভুত ধরণের হইয়া উঠিল। ব্যাকুল দুই বাহু প্রসারিত করিয়া সে রতনের দিকে ছুটিল— —এস, এস,-মাণিক এস, সোনামণি এস । ভয় কি রে পাগল ? সোনার লাটিম গড়িয়ে দেব, সোনার বাটের ছাতি—। রতন ততক্ষণ এক ছুটে একেবারে ঘরের বাহির । অমরনাথ ধপ করিয়া আসনের উপর বসিয়া পড়িয়া হতাশ কণ্ঠে সুকেশীর দিকে চাহিয়া বলিল—এল না। লুকেশী বলিল—আর আসবে না। পালিয়ে গেছে । —কোথায় গেল ? অশ্রীরূদ্ধ কণ্ঠে সুকেশী বলিতে লাগিল—অনেক, অনেক দুর । কত দেশ-বিদেশ ছাড়িয়ে বাতাসে মিশে সে চলে গেল, আর আসবে না । —কেন ? —তুমি তাকে ভালবাস না –তুমি কেবল সোনা সোনা ক’রে বেড়াচ্ছ, তার দিকে ফিরেও চাইতে না । তাই সে রাগ ক’রে গেছে । আর আসবে না। --অশ্র ঝর ঝর করিয়া মুকেশীর গাল বাহিয়া ঝরিতে লাগিল। বলিতে লাগিল—সে নেই, সে আর আসবে না । তুমিও ভুলে গেছ । এক আমি থাকি কাকে নিয়ে ? —ন আসে না-ই এল । বয়ে গেছে। হা-হা করিয়া উন্মাদ হাসির স্রোতে অমরনাথ ঘর ফাটাইতে লাগিল । বলিল—মুখ কিসের মুকেশী ? থোকা গেছে, তোমায় আমি সোনার খোকা গড়ে দেয়-একেবারে পাক স্রোম, কষ্টিতে ক’ষে দেখো— , • * চলিতে টলিতে পাগল বাহির হইয় গেল । স্বকেশ তখন রতনকে খুজিয়া সানিয়া একেবারে চিলেকোঠায় গিয়া দোর দিল। ৰায় খুলা খোকা প্লেকের বোঝা টানিয়া আনিল। তিন বৃত্নর আগে খোকা গিয়াছে, তিন বৎসর ধরি কৃষ্ণ পুটে পাট সল্লী রাধা-সে জামা রতনের গাৰু কুলানা, তবু টারি ছিক্রিয় কেী স্বধীর আগ্রহে বৰ পাছতে, পৃগিল। স্থিল-সব

רצו তোর—সমস্ত। আরও কত দেব। তুই এখানে থাকনিবুঝলি ? - রতন বলিল—ইr ! -- or —সন্ন্যাসীরা সব ঠক জোচ্চোর। ভাল মানুষকে পাগল ক’রে দেয়—ওদের পিছনে ঘুরে মানুষ ঘর-সংসার উচ্ছন্ন ক’রে দেয় । ওদের সঙ্গে যাবি নে –বুঝলি ? রতন বলিল—স্থ্যা । এমনি সময়ে—মুকেশী ! মুকেশী ! উপর-নীচে মা চীৎকার শব্দে ডাকিয়া বেড়াইতেছেন। পোষাক খুলিতে রতনের মন সরে না।~হলিয়া মুকেশী বলিল—কি পাগল তুই ! এ গায়ে লাগে নি— সবাই যে হাসবে। আমি তোমাকে নতুন নতুন কত পোষাক কিনে দেব, বাবা । এ-ও থাকবে । চল, নীচে যাই । s سن فانتقنية - সন্ন্যাসী তীক্ষ্ণ চোখে একবার দু-জনের দিকে চাহিলেন, তার পর রতনকে প্রশ্ন করিলেন—কোথায় ছিলি রে রেট ? —মীর কাছে । সে সুকেশীকে দেখাইয়া দিল । সন্ন্যাসী হাসিয়া বলিতে লাগিলেন—ত বুঝেছি। অন্নপূর্ণার ভাণ্ডার উজাড় করছিলে। কম পেটুক তুমি! কিন্তু এদিকের সে সব— г —সমস্ত ঠিক আছে ঠাকুর ? —উত্তরসাধক ? রতন বুলিল—ছ । —শব ? করোটি ? কারণবারি ? : রতন বলিল-সমস্ত জোগাড় আছে, উত্তরসাধক সে সব সঙ্গে ক’রে নিয়ে আসবেন। - সন্ন্যাসী নিশ্চিন্তু হুইয়া নিঃশ্বাস ফেলিলেন। উঠিয়া দাড়াইয়া বলিলেন—অার বেলা নেই—চলু বেটা - কিন্তু মাৱে এদিকে কি মুস্থিলে ফেলেছেন দেখ । আমি রলছি, এস্লমন্ত কি করে— , * - ৯ সালে নৈৰেয্যের মন্ত্র করিল রাজানো খান-পঞ্চাশেক নিৰা-বারকোশের উপর চালু ভাল ভৱকান্ধী একটা