পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহেন, ৰঙ্গের অধিবাসীও নহেন। NGO - প্রবাসী; ফেলব সাওতাল ও বাঙালী বহু শতাব্দী ধরিয়া তথা বাস করিতেছে, তাহারা কি অপরাধে কটাক্ট পাইবে না ? বাংলা দেশে পূৰ্ব্বোক্ত প্রস্তাব অম্বায়ী নিয়ম প্রচলিত নাই, কিন্তু হওয়া উচিত । বঙ্গের সূৰ্ব্বত্র এরূপ অবাঙালী লোকেরা কষ্ট,াক্ট পাইয় থাকে, ব'হারা বঙ্গেয় স্থায়ী ggBB BBS BBBS BS BBS BBB BB বপিন। একটা বড় দৃষ্টান্ত দিতেছি। ধখন বহু কোটি টীকা

  • ব্যয়ে বালী ব্রিজ প্রস্তুত হইতেছিল,তখন একটা বড় কণ্ট, স্ট্র

রায় বাহাদুর জগমল রাজীকে দেওয়া হয়। তিনি বাঙালী ডক্টর গণেশপ্রসাদ ভক্টর গণেশপ্রসাদ বহু বৎসর ধরিয়া কলিকাতাবিশ্ববিদ্যালয়ের “হার্ডিং গণিত অধ্যাপক" ছিলেন । এইটি উহার গণিত-বিভাগের সৰ্ব্বোচ্চ ও সৰ্ব্বাপেক্ষা অধিক বেতনের পদ অধ্যাপক গণেশপ্রসাদ আগ্রী-অযোধ্যা প্রদেশের মাধুৰ। গণিত বিজ্ঞানে তাহার বিশেদ পণ্ডিত্য ও প্রতিষ্ঠা ছিল। তিনি উচ্চ গণিত সম্বন্ধে কয়েকখানি বিশ্ববিদ্যালয়পাঠ্য পুস্তক এবং উচ্চ-গণিতবিষয়ক মৌলিকগবেষণাপ্রস্থত বহু প্রবন্ধের রচয়িতা । মৃত্যুকালে প্তাহার বয়স মাটের উপর হইয়াছিল। আমি যখন এলাহাবাদে কায়স্থ পাঠশাল কলেজের প্রিলিপ্যাল ছিলাম, তখন অধ্যাপক গণেশপ্রসাদ ঐ কলেজের স্বল্পতম গণিতাধ্যাপক নিযুক্ত হন। ঐ কাজ তিনি কিছুকাল করিয়ছিলেন। তিনি ডক্টর অবসায়েঙ্গ, (গণিতচিার্য) উপাধি গাইবার পর এলাহাবাদের মেয়ে রোডের একটি বাড়িতে থাকিতেন। sista șittora ssie wrg fsf Dr. Ganesh Prasad কথাগুলি একটি কাঠফলঙ্কুে লিখাইয়া ঝুলাইয়। দিয়াছিলেন। কথিত আছে, তাহাতে কোন কোন লোক প্লীহার কাছে রোগের চিকিৎসার জষ্ঠ আসত। তাছার ভূক্তকে তাহাদিগকে বুঝাইয়া দিতৃে হইত, যে, তিনি চিকিৎসার ডাক্টর লছেন, হিসাবের ডাক্টর। > ডক্টর হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়ের মূতন দান কলিকাতা-ধিবিদ্যালয়ের কলেজসমূহের ইন্সপেক্টর অধ্যাপক ডক্টর হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়, এম এ, পিএইচ জিপ্রয়েট টান যুবকদের শিক্ষার সহধাৰ্থ ইতিপূৰ্বে 懿 ১২-২, আপার সারকুলার-এড কলিকাতা, প্রবাসী গ্রেস হইতে প্রমাণিকচন্দ্র স্বাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত । b98్స কলিকাতা বিশ্ববিদ্যালয় পিতামাতার নামে প্রায় হইa' লক্ষ ট কীর ফণ্ড স্থাপন করিরাছেন । তিনি সম্প্র সাধার ঐ উদ্দেশ্য কলিকাতা-বিশ্ববিদ্যালয়ের হাতে আরও পঞ্চাশ হাজার টাকা দিয়াছেন । এই টাকার স্বদ হইতে প্রটেষ্টাণ্ট খ্ৰীষ্টিান যুবকদিগকে কলকারখানর শিল্পসম্পঞ্জ কাৰ্য্যকরী শিক্ষা লাভের জন্ত বৃত্তি দেওয়া হইবে। শিক্ষামূঃ কস্তু কার্য্যে নিযুক্ত লোকদিগকে প্রায় এরূপ বৃহৎ দ্বান করিতে দেখা যায় না। হরেন্দ্র বাবু ও তারার পঞ্জী অত্যন্ত সদাসি ভাবে থাকেন এবং হৃদয়ে মহৎ উদ্দেশা পোষণ করেন বলিয়) এইরূপ দান করিতে সমর্থ হইয়াছেন । ভারতে দেশী ও বিদেশী সৈনিক ভারতবর্ষের সেনাদলে গেরি সৈনিকের বেতন ও ভাভা জন-প্রতি বার্ষিক ৮৫০ টাকা এবং দেশী সিপাহীর বার্ষিক বেতন ও ভাতা জন প্রতি ২৮৫ টাকা । অর্থাৎ যে বেতন ও ভাতায় এক জন গোর" রাখা ধায়, সেই বেতন ও ভাতায় ষ্টিন জন শিপার্থী রাখা যায়। অথচ সিপাহীরা সাহলে, শারীরিক বলে কষ্টসহিষ্ণুতায় ও রণদক্ষতায় গোরাদের চেয়ে বিদুমাত্রও নিকৃষ্ট নহে। অধিকন্তু তাহার দেশের লোক । তাহাদের পেন্সন প্রাপ্তির পর তাহীদের সঞ্চিত অর্থ ও অভিজ্ঞতা দেশেই থাকে এবং দেশের কাজে লাগিতে পারে । , , কিন্তু তথাপি, গোর রাfখতেই হইবে। তাহার কারণ “ডিফেন্স” কথাটির আমরা যে ব্যাখ্যা পূৰ্ব্বে করিয়াছি, তাহার মধ্যে পাওয়া যাইবে । ভারতীয় সৈন্তদলে ব্রিটিশ সেনানায়ক ( অফিসার ) আছে ৫৩৭৩ জন, "ভারতীয় সেনানায়ক আছে ১৯৩ জন । তাৱতীয়ের সবাই নিম্নপদস্থ । | " 劇 * পরীক্ষান্তে ছাত্রছাত্রীদের কাজ * , যে ২৫০০০ ছাত্রছাত্রী মাষ্ট্ৰ,কুলেগুন পরীক্ষা দিতেছেন, পরীক্ষত্তে তাহারা তিন মাসেয়ও অধিক অবকাশ পাইবন। প্তাহাদের অধিকাংশ গ্রামের ও ক্ষুদ্র ক্ষুদ্র শহরের অধিবাসী। তাহারা যদি প্রত্যেকে এই তিন মাসে অন্ততঃ তিন জন নিরক্ষর লোককে লিখিতে পড়িতে শিখাইয়া দেন, তাহা হইলে দেশের কল্যাণ হইবে, এবং তাহারাও আত্মপ্রসাদ লাভ করিবেন। এই অনুরোধ বৃক্ষ করা য়োজা । তাহারা অনুরোধ রক্ষা কয়িবেন না কি ?