পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"8 অজুহাতে সেই অর্ডার পান নাই। এই সম্পর্কে তিনি তখনকার একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সহিত বিশেষ পরিচিত হন এবং এলাহাবাদ জলকল প্রস্তুত করিবার স্বীম ঠিক হইলে, তিনি রাজেন্দ্রনাথকে কোন ইউরোপীয় কোম্পানীর নামে কোটেশন পাঠাইতে পরামর্শ দেন। এই স্থত্রেই তিনি স্যর একুইন মার্টিনের সহিত মিলিত হইয়া মার্টিন কোম্পানী স্থাপন করেন । টেওরি খুলিবার দুই-তিন দিন আগে তিনি ও একুইন মার্টিন এলাহাবাদ গমন করেন এবং পারিপাশ্বিক সমস্ত অবস্থার খোজ করিমু টেণ্ডার দাখিল করেন । টেণ্ডার খুলিবার দিন সকালবেল দেখা গেল, যে-বাক্সে টেণ্ডার ছিল, তাহা খুজিয়া পাওয়া যাইতেছে না। বহু অনুসন্ধানের ফলেও তাহার কোন খোজ পাওয়া গেল না। টেণ্ডার খুলিবার মাত্র দুই ঘণ্টা বাকী । দুই জনে সেই একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সঙ্গে লইয়া ম্যাজিষ্ট্রেটের বাংলায় যান এবং বিকাল পাচটা পৰ্য্যস্ত সময় চাহিয়া লন। নূতন টেণ্ডার-পত্ৰ লইয়া দু-জনে হোটেলে ফিরিয়া আসেন এবং বহুপরিশ্রমে দুই জনে মিলিয়৷ পাঁচ ঘন্টার ভিতর আবার টেণ্ডার-পত্র সম্পূর্ণ করেন। আশ্চর্য্যের বিষয় এই যে, যদিও চার-পাচ লক্ষ টাকার কাজের টেণ্ডার, তথাপি তাহদের পূর্ব টেণ্ডারে যে দর ধরিয়াছিলেন এটাতে তাহাম চেয়ে অতি সামান্য তফাৎ হয় এবং টেণ্ডার খুলিলে দেখা গেল যে, তাহাদের টেণ্ডারই সর্বনিম্ন এবং তাহারাই সেই কাজ পাইলেন । কোন বোম্বাইওয়ালার উপর সন্দেহ হয়, কিন্তু কে যে সেই বাক্স চুরি করিয়াছিল তাহা আজ পর্য্যস্ত জানা যায় নাই । স্তর প্রফুল্লচন্দ্র রায় বলেন যে, বাঙালীর ব্যবসার অবনতির অন্যতম কারণ, পাক ব্যবসায়ীরা মুনাফার টাকা হয় কোম্পানীর কাগজ, না-হয় জমিদারী ক্রয়ে খাটান, কিন্তু রাজেন্দ্রনাথ সম্বন্ধে এ-কথা বলা চলে না । তিনি আজীবন যে-প্রতিষ্ঠানটি স্বহস্তে গড়িয়া তুলিয়াছেন, সেইটি যাহাতে উত্তরোত্তর বৰ্দ্ধিত হইতে পারে এবং তাঙ্কার উন্নতিসাধন হইতে পারে সেই চেষ্টাতেই ব্যাপৃত আছেন । কিছুদিন হইল তিনি বার্ন কোম্পানীর স্বপ্রসিদ্ধ লোহ কারখান। ক্রমু করিয়াছেন এবং তাহার স্থযোগ্য পুত্র বীরেন্দ্রনাথকে তাহা চালাইবার ভার দিয়াছেন । অনেকে জিজ্ঞাসা করেন, কেন তিনি রাজনৈতিক ব্যাপারে যোগদান করেন না। তাহার কারণ, যাহাতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হইতে পারে, তাহাতে তিনি যোগদান করিতে চান না ; কেন-ন, তিনি মনে করেন ব্যবসা-বাণিজ্যের ভিতর দিয়াই দেশের ও দশের প্রভূত কল্যাণ সাধন করিতে পারেন। তাই যখন বাংলার মন্ত্রীত্ব গ্রহণের ডাক আসিল, রা গোলটেবিলের বৈঠৰুে.gযাগদানের নিমন্ত্রণ আসিল, তিনি তাহা গ্রহণে অসম্মত লোক চিনিৰঞ্জর ক্ষমত,"ব্যবসায়ে সততা, তীক্ষ স্মরণশক্তি, ং প্রবামনী ; ه8صته " অধিকন্তু কৰ্ম্মচারীদের প্রতি সহানুভূতিপূর্ণ মিষ্ট ব্যবহার তাহার উন্নতির অন্যতম কারণ। গত বৎসর তাহার অষ্টতিতম জন্মোৎসব উপলক্ষ্যে র্তাহার কৰ্ম্মচারীরা তাহাকে একটি অভিনন্দন পত্র প্রদান করেন, উত্তরে তিনি তাহার কারবারের কৰ্ম্মচারীদের সহিত র্তাহার বন্ধুত্ব ও প্রীতির সম্বন্ধের উল্লেখ করেন । তাহার একথা বর্ণে বর্ণে সত্য। একবার কোন একটি জরুরী কাৰ্য্যোপলক্ষে তিনি আমাকে জলপাইগুড়ি পাঠান এবং ফিরিয়া আসিলে প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেন আমার থাকিবার বা খাইবার কোন অসুবিধ হয় নাই ত। তারপর কাজের কথা জিজ্ঞাসা করেন। কেন তিনি তাহার কৰ্ম্মচারীদের শ্রদ্ধাভক্তি ভালবাস পান, তাহা এই সামান্ত ঘটনা হইতে বুঝা যায় । বাল্যকালে তিনি একান্নবৰ্ত্তী পরিবারের মধ্যে মাতৃ হইয়াছিলেন এবং এখনও একান্নবৰ্ত্তী পরিবারের কৰ্ত্তারূপে বাস করিতেছেন। সব জিনিষেই ভালমন্দের সংমিশ্রণ বিদ্যমান। একান্নবৰ্ত্তী পরিবারেও স্বথে বাস করা যায় যদি পরিবারের সকলে স্বার্থপর না হন । রাজেন্দ্রনাথের পত্নী লেডী যাদুমণি মুখাজী হিন্দু স্ত্রী ও মাতার কৰ্ত্তব্য স্থচারুরূপে সম্পন্ন করিতেছেন এবং তাহার সাহায্য ব্যতিরেকে শুর রাজেন্দ্রনাথ এই উন্নতির শিখরে আরোহণ করিতে পারিতেন কি-না সন্দেহ । ব্রাহ্মসমাজের প্রতি তাহার প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা বিদ} মান। এক সময় এই সমাজ দ্বারা বিশেষ প্রভাবান্বিত হইলেণ্ড তিনি দীক্ষিত হন নাই এবং প্রচলিত হিন্দুধৰ্ম্ম অনুসারেই ছেলেমেয়েদের বিবাহ দিয়াছেন । কলিকাতার বহু জনহিতকর প্রতিষ্ঠানের সহিত তিনি সংশ্লিষ্ট আছেন । বাঙালীদের স্বাস্থ্যোমতির প্রতি র্তাহার চেষ্টায় ও যত্নের কথা কাহারও অবিদিত নাই । বয়স্কাউট, অলিম্পিক এসোসিয়েশুনু, মোহনবাগান ক্লাব, আহিরীটােল ক্লাব, স্পোর্ট ইউনিয়ন ক্লাব ইত্যাদি বহু ক্লাব তাহার সাহাফ লাভ করিয়াছে । কলিকাতা শু্যামবাজারে একটি অতি পুরাতন অনাথ আশ্রম আছে। প্রায় চল্লিশ বৎসর যাবৎ রাজেন্দ্রনাথ এই প্রতিষ্ঠানটিকে বহু যত্নে রক্ষা করিমু আসিতেছেন । অল্পদিন হুইল ইহার অধিবাসীদের জন্ম একটি হাসপাতাল থোলা হয়। ডাক্তাররা তাহার অসুস্থতার জন্য সিড়ি দিমু| উঠা-নাম বারণ করা সত্ত্বেও তিনি উপরে না উঠিম| স্থির থাকিতে পারিলেন না, পাছে অনাথ বালক বালিকাদিগের জন্য স্ববন্দোবস্ত না হয়। এখানে যে-সব অনাথ বালিকাদিগকে পালন করা হয় তাহদের কয়েক জনের উপযুক্ত পাত্রের সহিত গুজরাটে বিবাহ হয়। অন্ত কোন একটি প্রতিষ্ঠানের মেয়েদের প্রতি ভাল ব্যবহার হ্য নাই এবং নানা রূপ গোলযোগের স্বষ্টি হইয়াছে গুনিয়