পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولاه ذ “যাহার স্মরণে এই শিক্ষায়তন প্রতিষ্ঠিত হইয়াছে, তাছার পূত চরিত্রের মাধুর্ঘ্য তোমাদের অস্তুক্সে-প্রতিফলিত হউক ৷” হুগলী জেলার ঐতিহাসিক অনুসন্ধান ও সাহিত্যিক সমিতি— গত মাসে চুচুড়ায় একটি ঐতিহাসিক অনুসন্ধান ও সাহিত্যিক সমিতি স্থাপিত হইয়াছে। সমগ্র হুগলী জেলা আপাততঃ ইহার কার্য্যক্ষেত্র হইবে। যুক্ত হরিহর শেঠ ইহার সঙ্গপতি ও যুক্ত মুীন্দ্রদেশ রায় মহাশয় ইহার সম্পাদক নির্বাচিত হইৰাছেল । সভ্য নির্বাচিত হইয়াছেন চুচুড়া বার্তাবহের সম্পাদক মুক্ত নিতাইটান মুখুজ্যে, খ্ৰীযুক্ত বলাইচাঁদ আচ, এযুক্ত তারকনাথ মুখুজ্যে, যুক্ত কানাইলাল গোস্বামী, খ্ৰীযুক্ত স্থবোধ রায়, যুক্ত উপেন্দ্রনাথ বঁাড় জ্যে, জীযুক্ত দেবেন্দ্রনাথ মণ্ডল, জযুক্ত দুর্গামোহন মুখুজ্যে ও যুক্ত ফণীন্দ্রনাথ চক্রবর্তী। রাজশাহীর ৰয়েন্ত্র-অনুসন্ধাম-সমিতি অনেক ঐতিহাসিক গবেষণা করিয়াছেন এবং একটি মিউজিয়মে প্রাচীন মুপ্তি, শিলালিপি প্রভৃতি রাখিয়াছেন। হুগলীর সমিতিটিরও ক্রমে ক্রমে এইরূপ কাজ করিতে পারা উচিত । চুচুড়ায় প্রাচ্যকলা প্রদর্শনী— চুচুড়ায় স্ত্রীযুক্ত রমেশচন্দ্র মণ্ডলের চণ্ডীমণ্ডপে একটি প্রাচ্যকলা-প্রদর্শনী গত মাসে খোলা হয়। তাহাতে অনেক ছবি, কাঠের কাজ, কাপড়ের উপর সেলাইয়ের কাজ এবং চামড়ার কাজ প্রদর্শিত হয় । চিত্রশিল্পী ঐযুক্ত যামিনীরঞ্জন রায় ইহা উদঘাটন করেন । মকস্থলের সর্বত্র এইরূপ প্রদর্শনী হওয়া উচিত । চুঁচুড়া দেশবন্ধু স্মৃতিরক্ষক বিদ্যালয়— চুচুড়ায় দেশবন্ধু স্থতিরক্ষক বিদ্যালয় একটি স্বপরিচালিত বিদ্যালয় । ছাত্র ভিন্ন ইহা হইতে একটি বালিকাও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে এবং আরও কয়েকটি ছাত্রী এখানে পড়িতেছে । তালতলায় সাহিত্য-সম্মেলন-- তালতলা সাধারণ পুস্তকালয়ের উদ্যোগে এ-বৎসরও কুমার সিহ হলে অধ্যাপক বিজয়চন্দ্র মজুমদারের সাধারণ সভাপতিত্বে সাহিত্য-সম্মেলনের অধিবেশন হইয়াছিল । ইহাতে অনেকগুলি ভাল অভিভাষণ ও প্রবন্ধ পঠিত হইয়াছিল। প্রতি বৎসর কুমার সিংহ হল ব্যবহার করিতে দিয়া শ্ৰীযুক্ত পূরণটাদ মাহার সর্বসাধারণের কুতজ্ঞতাভাজন হইয়াছেন । বোড়াল গ্রামে রাজনারায়ণ বস্তু স্মৃতি-বার্ষিকী— চব্বিশ পরগণার বোড়াল গ্রামে স্বৰ্গীয় রাজনারায়ণ বস্ত মহাশয় জন্মগ্রহণ করেন । জীবনের শেষ ভাগ তিনি বৈদ্যনাথ-দেওঘরে যাপন করেন। বেড়ালে এখনও তাহার বাসগৃহের বৈঠকখানা অংশের দেওয়ালগুলি দাড়াইয়া আছে । চারিদিকের বাগান জঙ্গলময় হইয়াছে । বোড়ালের মিলনসঙ্ঘ তাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্ত বাধিক সভা করিয়া থাকেন, গত মাসেও কস্ক্রিয়াছিলেন । সজা যদি বসু মহাশয়ের বাড়ির ভগ্নাবশেষ মেরামত কল্পাইয়া তাছাতে কোন গ্রামহিতকর প্রতিষ্ঠান স্থাপন করেন, তাহা হইলে ভাল হয় । বস্তু মহাশয়ের বাংলা ও ইংরেজী গ্রন্থাবলীeাহারা তাহার দৌহিত্র গ্ৰীমতী কুমুনীি বহু ও লৌহিত্র ইযুক্ত স্বকুমার মিত্রের সহযোগিতায় পুনৰুপ।" একটি DDBB BBB BBS BBB BB BB BD DD DD LDDDD DD নির্নিহিত হইবে। উছার আনুমানিক বায়ু,স্থির করিয়া উদ্যোক্তারা যদি পাট শত জন গ্রাহক সংগ্রন্থের চেষ্টা করেন, তাহ সফল হইবে মনে করি। আমরা গ্রাহুৰ-সংগ্ৰহ কাণ্ডুের সাহার্য বিজ্ঞাপন প্রকাশ আর করিতে পারি। সুবিখ্যাত স্ত্রীঅরঙ্গি ঘোৰ বহু মহাশয়ের দৌহিত্র । ఏ98ు তিনি মাতামহের গ্রন্থাবলী প্রকাশে তাহার প্রভাবের সাহায্য { কাজ অগ্রসর হইতে পারে। বসু মহাশয় যে কিরূপ খাটি স্বাঞ্জা:ি ছিলেন, তাহ আজকালকার তরুণেরা জানেন না । তিনি ধৰ্ম্ম-সংস্কারক সমাজ-সংস্কারক ছিলেন বলিয়া তাহায় অনাদর হওয়া উচিত নয়। কোম্নগরের বিদ্যালয়ে পারিতোষিকবিতরণ উৎসবে লোকনৃতকোন্নগর ইংরেজী বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের পুরস্কার-বিত উপলক্ষ্যে শ্ৰীযুক্ত গুরুসদয় দত্ত প্রবৰ্ত্তিত কিছু লোকনৃত্য বালকে দেখাইয়াছিল । নৃত্যগুলি ফুৰ্ত্তিব্যঞ্জক, ফুৰ্ত্তিজনক ও নির্দোষ আমোদপ্রঃ যে অল্পস্বল্প পরিবর্তন আবগুক মনে হইল, তাহা দুঃসাধ্য নহে । চট্টল দিয়াশলাই কারখান--- চট্টগ্রামে "চট্টল দিয়াশলাক্ট কারখানা" নাম দিয়া একটি কারখা প্রতিষ্ঠিত হইয়াছে । তিনটি জাপানী কল ছাড়া ইহার আর সমস্ত ক কলিকাতার ভবানী এঞ্জিনিয়ারিং ট্রেডিং কোম্পানী নিৰ্ম্মাণ করিয়াড়ে ইঙ্গ লক্ষ্য করিবার বিষয় । এই কারখানায় দিয়াশলাই শীঘ্রই বাঢ়া বাহির হইবে । ক্লতী বাঙালী ছাত্র— শ্ৰীযুক্ত রুক্মিণীকিশোর দত্তরায় সম্প্রতি জাৰ্ম্মেণী হইতে দেশে প্রত্যাব করিয়াছেন। জাৰ্ম্মেণীর হেনোফের টেক্‌নিকাল বিশ্ববিদ্যালয় (Tri nical University, Hannover) oro fisfä কুতিত্বের সহি জীৰ্ম্মেনীর সৰ্ব্বোচ্চ 硫 fgift (State Degree) ডক্টর অব ইঞ্জিনিয়া শ্ৰীযুক্ত রক্মিণীকিশোর ক্তেরায় (1\r. Ing) লাভ করিয়াছেন। তিমি তথাকার ক্ষেমিক্যাল اجيين লজিকেল ইনষ্টিটিউশনের ডিরেক্টর প্রথিতযশা অধ্যাপক ডাঃ কেপলার