পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরাজ্য-দলের পুনরুজ্জীবন কংগ্রেস যখন রাজনৈতিক বিষয়সমূহে গবন্মেন্টের সহিত অসহযোগ নীতি অবলম্বন করেন, তখন সমগ্রভারতীয় এবং প্রাদেশিক ব্যবস্থাপক সভাসমূহের সভ্য হওয়াও কংগ্রেস ওয়ালাদের পক্ষে নিষিদ্ধ হয়। পরে, ব্যবস্থাপক সভাগুলিতে সদস্যরূপে প্রবেশ করিয়া সেখানেও গবন্মেন্টের কোন কোন প্রকার আইনপ্রণয়নাদি কাৰ্য্যে বাধা দিবার জন্য অনেক ংগ্রেসওয়ালা ব্যবস্থাপক সভার সভ্য হওয়া বাঞ্ছনীয় মনে কংগ্রেসের এই দলের নেতা হন চিত্তরঞ্জন দাস । বস্বতঃ, তিনিই এই স্বরাজ্য-দল গঠন করেন এবং এই দলের মতের প্রবর্তকও তিনি। র্তাহার মৃত্যুর পর পণ্ডিত মোতীলাল নেহরু এই দলের নেতা হন । করেন । অসহযোগ নীতির অনুসরণ দ্বারা যেমন, তেমনই এই স্বরাজ্য-দলেরও নীতির অনুসরণ দ্বারা কংগ্রেসের বাঞ্ছিত পূর্ণ স্বরাজ্য লব্ধ হয় নাই, ডোমিনিয়ত্বও লব্ধ হয় নাই । কিন্তু অসহযোগ নীতির অনুসরণ দ্বারা পরোক্ষ লাভ অনেক হইয়াছে এবং ব্যবস্থাপক সভায় স্বরাজ্য-দলের সভ্যের যত দিন ছিলেন, তত দিন তাহারা জাতীয় স্বাধীনতা, প্রগতি ও উন্নতির প্রতিকূল আইনাদির বিরুদ্ধ আচরণ করিতে পারিয়াছিলেন । ব্যবস্থাপক সভাসমূহে স্বরাজ্য-দলের উদ্বেগু সফল না হওয়ায় তাহার কোন্সিলপ্রবেশ নীতি পরিত্যাগ করেন। এখন, কিছু দিন হইতে কংগ্রেস বিশেষ কিছুই করিতেছেন না দেখিয়া অনেক কংগ্রেসওয়াল আবার স্বরাজ্য-দলের পুনরুজ্জীবন দ্বারা ব্যবস্থাপক সভাসমূহে প্রবেশের সমর্থন করিতে ছিলেন। এ বিষয়ে দিল্লীতে র্তাহাদের কনফারেন্স হইয়া গিয়াছে। কনফারেন্সে কৌন্সিল প্রবেশের সপক্ষে প্রস্তাব গৃহীত হয় । এ-বিষয়ে মহাত্মা গান্ধীর সহিত আলোচনাও ডাক্তায় আন্সারী, প্রযুক্ত, জুলাভাই দেশাই 扈"。" 叫牌球"婿霍 | 州"( !!!!ാ - : এবং ডাক্তার বিধান চন্দ্র রায় কনফারেন্সের পক্ষ হইতে পাটনায় করিয়াছেন। তাহার ফলে গান্ধীজী ডাক্তার আসারীকে এক খানি ইংরেজী চিঠিতে লিথিয়াছেন :– I have no hesitation in welcoming the revival of the Swarajya party and the decision of the meeting to take part in the forthcoming election to the Assembly, which, you tell me, is about to be dissolved. My views on the utility of the legislatures in the present state are well known. They remain on the whole what they were in 1920, but i feel that it is not only right but it is the duty of every Congressinan, who for some reason or other does not want to, or cannot take part in, civil resistance and who has faith in entry into the legislatures, to seek entry and form combinations in order to prosecute the programine which he or they believe to be in the interest of the country. Consistently with my view above mentioned, i shall be at the disposal of the party at all times and render such assistance as it is in my power to give. তাৎপৰ্য্য। স্বরাজ্য-দলের পুনরুজ্জীবন এবং ব্যবস্থাপক সভার আগামী সভ্যনিৰ্ব্বাচনে আপনাদের যোগ দিবার সিন্ধান্তকে ‘স্বাগত বলিতে আমি দ্বিধা বোধ করিতেছি না । বৰ্ত্তমান অবস্থার ব্যবস্থাপক সভাগুলির েদেশের পক্ষে ) উপকামিতা সম্বন্ধে আমার মত সুবিদিত । তাহা ১৯২০ সালে যাহা ছিল এখনও মোটের উপর তাহাই আছে । কিন্তু আমি অনুভব করি, যে, যে-সব কংগ্রেসওয়াল যে-কোন কারণে নিরুপদ্রব প্রতিরোধে যোগ দিতে চান না বা পারেন না, এবং ব্যবস্থাপক সভায় প্রবেশে BBBBB BBB BBS BBBBB BBD DD BBBB BB BB BBB পক্ষে যাহা তাহারা হিতকর মনে করেন সেক্ট কৰ্ম্মপন্থার অমুসরণ করিবার নিমত্ত ব্যবস্থাপক সভায় প্রবেশ করিতে চাহিবার শুধু যে অধিকার তাহাদের আছে, তাহা নহে, তাহা শহীদের কৰ্ত্তব্যও বটে। আমার উপরি উল্লিখিত (ব্যবস্থাপক সভাসমুহের উপকারতা সম্বন্ধীয় ) BBB BBB BBB BB BBBS BB BBBB BBBS BBB BBBB থাকিব এবং আমার মেরূপ সাহায্য করিবার ক্ষমতা আছে তাহা করিব । গান্ধীজীর চিঠিটির মানে ধিনি যেরূপ বুঝিতে চান বুঝুন, আমরা এ-বিষয়ে কোন তর্ক করিব না। যত কংগ্রেসওয়ালার মত কাগজে বাহির হইয়াছে, তাহাদের প্রায় সকলেই স্বরাজ্যদলের পুনরুজ্জীবনের পক্ষেই মনে হইতেছে। বড় নেতাদের মধ্যে শ্ৰীমতা সরোজিনী নাইডু কিছু কিন্তু করিমাছেন। তিনি মনে করেন, সমগ্রভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে এবিষয়ে কোন নির্ধারণ না-হওয়া পৰ্যন্ত দিল্লী-কনফারেলের