পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&zostrat বা তত্ত্ব হয়ত সরকারী মনের কোণে উকি মারিয়া থাকিতে পারে । কারণ, দেখিতেছি, বঙ্গের ১৯৩২-৩৩ সালের সদ্যঃপ্রকাশিত শাসনবৃত্তাস্তের প্রথম ভাগের একাদশ অনুচ্ছেদ এই বলিয়৷ আরম্ভ করা হইয়াছে :– “il. While the star of civil disobedience and the prestige of Congress were thus waning, numerous incidents illustrated the strength and the widespread nature of the terrorist movement.” তাৎপৰ্য্য। যখন এই প্রকারে নিরুপদ্রব আইন-লঙ্ঘন প্রচেষ্টায় শুশুগ্রহ ও কংগ্রেসের প্রতিপত্তি ক্ষয় পাইতেছিল, তখন বহুসংখ্যক ঘটন৷ সন্ত্রাসকদিগের প্রচেষ্টার শক্তি ও ব্যাপকতা সপ্রমাণ করিতেছিল। একের হ্রাস ও অন্যটির বৃদ্ধির মধ্যে কারণকার্য্য সম্পর্ক আছে কি ? সরকারী মতে তাহ থাকৃ বা না-থাকৃ, বেসরকারী বিস্তর লোকের মতে তাহ আছে । রাজকুমারী কমল রাজা শিন্দে গোঅলিমুরের মহারাজ শিন্দের ভগ্নী রাজকুমারী কমল রাজা শিদের সহিত শিবাজীর বংশধর অকালকে টের রাজকুমারী কমাল রাজা শিঙ্গে রাজার বিবাহ হইবার পর এক মাসের মধ্যে রাজকুমারী আকস্মিক স্থঘটনায় মৃত্যুমুখে পত্তিত হওয়ায় সমস্ত গোমালিয়র শোকে নিমগ্ন হইয়াছে। এই রাজকুমারীকে র্তাহাজের পিতামাত , কেতাবী শিক্ষা ত দিয়াছিলেনই— তিনি , প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলেন, অধিকন্তু বিবিধ প্রসঙ্গ—স্তর অtশুতোষ মুখোপাধ্যায়ের ব্ৰঞ্জ মূৰ্ত্তি >82 তিনি চিত্রবিদ্যা প্রভৃতি ললিতকলাও শিখিয়াছিলেন। তিনি আধুনিক বঙ্গীয় চিত্রকলার অঙ্গুয়াগিণী ছিলেন। ইঙ্গ ছাড়া মহারাষ্ট্রীম্ব রীতিতেওঁ তিনি শিক্ষা পাইয়াছিলেন । আশ্বারোহণে তিনি পারদর্শিনী ছিলেন এবং সৈপ্তদলে ভৰ্ত্তি হইয় পুরুষ সৈনিকদের মত যুদ্ধবিদ্যা শিথিয়াছিলেন । স্তর আশুতোষ মুখোপাধ্যায়ের ব্ৰঞ্জ মুর্ভি চিত্তরঞ্জন এভিনিউ ও চৌরঙ্গীর মোড়ে স্তর আশুতোষ মুখোপাধ্যাম্বের ব্ৰঞ্জ মূৰ্ত্তিটির প্রতিষ্ঠাকাৰ্য্য সেদিন সম্পন্ন হইয়া -ع چينجي __ সার আশুতোষ মুখোপাধ্যায়ের ব্ৰঞ্জ মূৰ্ত্তি গিয়াছে। ভালই হইয়াছে। অনুষ্ঠানটির বর্ণনা করিতে গিয়া সটেটুসমান কাগজ লিথিয়াছে, মূৰ্ত্তিটি ইটালীতে প্রস্তুত । যাহারা মনে করে ভাল কোন জিনিষ ভারতবর্ষের লোকেরা করিতে পারে না, সটেটুলম্যান চালায় সেই রকম লোকেরা । ঐ প্রকৃত্তির লোকেরাই রটাইয়াছিল, তাজমহল ইটালীর লোকদের