পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

T &psiiet বিবিধ প্রসঙ্গ—সংবাদপত্র পরিচালনে বাঙালী St' চিরস্থায়ী বন্দোবস্তের সময় যে খাজনা ধাৰ্য্য হয় তার চেয়ে বেশ কখনও ধাৰ্য্য হয় নাই, বরং ইহা অনেক স্থলে পূর্ববৰ্ত্তী মুসলমান ও ইংরেজ গবন্মেন্টের সৰ্ব্বোচ্চ আদায়ের চেয়ে বেশী ! কথিত হইতে পারে, যে, বঙ্গের অনেক জমি খুব উর্বর, কিন্তু তাহ ত অন্য অনেক প্রদেশের পক্ষেও সত্য । অন্ত দিকে বঙ্গের দুটা অন্ধবিধা আছে, যাহা অন্ত প্রদেশগুলির নাই। যথা—বাংলা দেশকে অল্পতম জমীর দ্বারা অধিকতম কৃষিজীবী লোকদিগকে পালন করিতে হয়, এবং অন্য বহু প্রদেশ কোটি কোটি টাকা ব্যয়ে নিৰ্ম্মিত সরকারী জলসেচনের খালের যে স্ববিধা পাইয়া থাকে, বঙ্গের তাহ নাই। স্ত্যর লালগোপাল মুখোপাধ্যায়ের অবসর গ্রহণ এলাহাবাদ হাইকোর্টের জজ স্তর লালগোপাল

  • গুৰু লালগোপাল মুখোপাধ্যায়

মুখোপাধ্যায় অবসর গ্রহণ করিতেছেন । সেই উপলক্ষ্যে র্তাহাকে গত মাসে এলাহাবাদে বিদাম্ব-ভোজ দেওয়া হইয়াছে। ভোজ-সভায় এলাহাবাদ হাইকোটের প্রধান বিচারপতি ও অন্ত অনেকে তাহার বিচারকার্য্যদক্ষতা ও অন্ত গুণাবলীর প্রশংসা করেন । তিনি সৌজন্যের জন্ত এবং স্ববিচারক বলিয়া সকলের শ্রদ্ধাভাজন । মুখোপাধ্যায় মহাশয়কে দেখিলে মনে হয় না, যে, তাহার বয়স ৬০ হইতে যাইতেছে। শুধু চেহারায় নয়, তিনি কৰ্ম্মিষ্ঠভাতেও অপেক্ষাকৃত অল্পবয়স্ক কৰ্মিষ্ঠ লোকদের মত । সুতরাং তিনি জজিমতী আরও কয়েক বৎসর বেশ করিতে পারিতেন । র্তাহার অবসর গ্রহণে এলাহাবাদ হাইকেট ক্ষতিগ্রস্ত হইবে এবং তাহারও আয় কমিবে। কিন্তু তিনি অন্য প্রকারে দেশের হিত করিতে পারিবেন । প্রবাসী বাঙালীর তাহার নেতৃত্ব দ্বারা উপকৃত হইবার আশা রাখে। তিনি আগে হইতেই প্রবাসী-বঙ্গ সাহিত্যসম্মেলনের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট আছেন । এখন অবসর গ্রহণের পর ইহার কাজে আরও বেশী সময় দিতে পারিবেন । বঙ্গে ও বঙ্গের বাহিরে সর্বত্রই বাঙালীদের বিজ্ঞ সুবিবেচক পরামর্শদাতা ও নেতার খুব আবশুক । ংবাদপত্র পরিচালনে বাঙালী এলাহাবাদের দৈনিক ইংরেজী কাগজখানি আজকাল এলাহাবাদে ষে-দিন বিলি হয়, কলিকাতাতেও সেই দিন বিকালে সন্ধ্যায় উহার বিতরক দ্বারা বিলি হয় । খাস কলিকাতায় চারি লক্ষের উপর হিন্দীভাষী উর্দুভাষী লোক আছে । তাহদের মধ্যে অধিকাংশ নিরক্ষর হইলেও কয়েক শত —সম্ভবতঃ হাজারথানেক—লোক ইংরেজী জানে, এবং তাহারা সবাই সচ্ছল অবস্থার লোক। তাহার যে-ষে প্রদেশের লোক তথাকার খবর ও খবরের উপর মন্তব্য তাহার কলিকাতার চেয়ে পশ্চিমের কাজে বেশী পাইবার আশা করে বলিয়া এলাহাবাদের কাগজখানার সুবিধা হইয়াছে। পাটনার দৈনিকেরও এই সুবিধা হইতে পারে। বঙ্গের বাহিরে যে-সব জায়গায় বাঙালী বেশী আছে, তাঙ্কাদের দ্বারে স্বারে বঙ্গের দৈনিকগুলি পৌছাইবার এইরূপ চেষ্টা মালিকরা করেন কিনা, জানি না ।