পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty ఫిలి83 পারে, এইরূপ যে কল্পনা উহ্য থাকিতে পারে মনে করা যাইতে পারে, তাহ মিঃ মিত্রের উক্তির মধ্যে, গবন্মেন্টের পক্ষে স্বদেশহিতৈষণা বিনাশের জন্য কতকগুলি লোককে আটক করিয়া রাখিবার যে সম্ভাবন উহ্য থাকিতে পারে মনে করা যাইতে পারে, তাহা অপেক্ষা কম আশ্চৰ্য্যজনক নহে— বরং বেশী আশ্চৰ্য্যজনক । বিনাবিচারে বন্দী সব বাঙালী যুবককে স্তর হ্যারি হেগ সন্ত্রাসবাদী মনে করেন, বলিয়াছেন। সুতরাং তিনি সত্যেন্দ্র বাবুকে যাহা কৈফিয়ৎ দিতে আহবান করেন, তাহা আশ্চর্য্যের বিষয় নহে। কিন্তু বিনাবিচারে বন্দীদিগকে বেসরকারী প্রত্যেক লোক সস্ত্রাসবাদী বলিয়া ধরিয়া লইতে বাধ্য নহে, কারণ তাহা প্রমাণ হয় নাই । সেই কারণে, বঙ্গে বিস্তর লোক বিশ্বাস করে, যে, তাহদের মধ্যে সবাই না হউক, অনেক যুবক সন্ত্রাসবাদী নহে, এবং বঙ্গে কিছু কিছু সস্ত্রাসবাদী থাকায় পুলিশ বিস্তর অ-সন্ত্রাসবাদী স্বদেশভক্ত যুবককে সন্ত্রাসবাদ দমন উপলক্ষ্যে আটক করিয়াছে। সত্যেন্দ্র বাবুর উক্তি এইরূপ কোন বিশ্বাগের ফল বলিয়া অনুমান করি । তিনি কিংবা সাৰ্ব্বজনিক কাৰ্য্যে ব্যাপৃত অন্য কোন বাঙালী এমন আহাম্মক নহেন, যে, স্বদেশহিতৈবণ বঙ্গের একচেটিয়া সম্পতি বলিবেন । স্তর হ্যারি বলিয়াছেন, রাজনৈতিক হত্যা বঙ্গের একচেটিয়া জিনিষ। স্যর হারির উক্তি সৰ্ব্বদেশে ও সৰ্ব্বকালে প্রযোজ্য সত্য ন হইলেও ভারতবর্ষে আপাততঃ তাহা বটে । «"ρωπ» কলিকাতার মেয়র নির্বাচন । এ-বৎসর কলিকাতার মেয়র নির্বাচন যে স্বশৃঙ্খলভাবে হইতে পারে নাই, ইহা দুঃখ ও লজ্জার বিষয় । যে-রূপে ইহা হইয়াছে তাছা নিয়মামুগত্যের ও নিয়মানুগত প্রণালীতে কাজ করার পক্ষে বিপজ্জনক । অবিসংবাদিত নিয়ম অমুসারে নির্বাচনের ফলে যে-কেহ নিৰ্ব্বাচিত হউন, তাহতে কিছু যলিবার থাকে না । কিন্তু স্বাঞ্জাতিক ও স্বায়ত্তশাসনপ্রার্থী কোন দলের পক্ষে এমন কিছু করা আত্মঘাতী, যাহা স্বায়ত্তশাসক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করিবার ছিদ্র গবন্মেণ্টকে দেয়, কিংবা যাহা হাইকোর্টে মোকদ্দমার কারণীভূত হইতে পাৱে । শেক্সপীয়রের জুলিয়স সীজর নাটকে জীবিত জুলিয়স সাঁজর বরাবর না থাকিঙ্গেও যেমন তাহার অশরীরী আত্মার প্রভাব অমুভূত হয়, তেমনি বঙ্গের দুই কংগ্রেস উপদলের একটির নেতা স্বর্গগত ও অন্তটির নেতা বিদেশপ্রবাসী হইলেও দলাদলি মরিতেছেন, ইহা দুঃখের বিষয় । يجبغيضية শিক্ষায় আমেরিকার নিগ্রেী WS ভারতবর্ষের “আর্য্য” । আমেরিকার নিগ্রোদের আদি বাসস্থান আফ্রিক সেথানে তাহাদের বর্ণমালা বা সাহিত্য ছিল না । তাহা ক্রীতদাস রূপে আমেরিকায় আনীত হয় । ১৮৬৫ সালে ডিসেম্বর মাসে তাহারা দাসত্বমুক্ত হয়, এবং তখন হই:ে তাহাদের শিক্ষালাভ ও তাহাদিগকে শিক্ষাদান আই সঙ্গত হয়—তাহার আগে উহা আইনবিরুদ্ধ ও দণ্ডনী কাঞ্জ ছিল । ১৮৬৫ সালের পর ৬৫ বৎসরে ১৯৩০ সালে দেখা গে অসভ্য, নিজেদের বর্ণমালাহীন, নিজেদের সাহিত্যই আমেরিকান নিগ্রোদের মধ্যে শতকরা ৮৩.৭ জন মোটামু ৮৪ জন, লিখনপঠনক্ষম হুইয়াছে । অনেক হাজার বংস ধরিয়া ভারতবর্ষের লোকদের বর্ণমালা আছে, সাহিত্য আীে ব্রিটিশ শাসনের আগে লিখনপঠনক্ষমতা এখনকার চে বেশী লোকের ছিল । কিন্তু ১৯৩১ সালের সেন্সসে দে গিয়াছে, ভারতে শতকরা ৮ ( আট ) জন, বঙ্গে শতক ১১ (এগার) জন লিখনপঠনক্ষম। অর্থাৎ আমেরিকা নিগ্রোরা ভারতীয়দের চেয়ে শতকরা দশগুণেরও বে লিখনপঠনক্ষম । - বেকারদের সম্বন্ধে বড়লাটের মন্তব্য, এবং বঙ্গীয় ঔষধ ভারতবর্ষের সমুদয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এক কনফারেন্স গত মার্চ মাসে দিল্লীতে হয়। তাহার কা আরম্ভ করিতে গিয়া বড়লাট যে বক্তৃত করেন, তাহাতে, ব যুবক অনেক কষ্টস্বীকার ও পরিশ্রম করিয়া উচ্চ ডিগ্রী ও সন্ম লাভ সত্ত্বেও যে জীবিকানিৰ্ব্বাহের বা স্বদেশবাসীদের সেবা স্বযোগ পান না, এজন্য দুঃখ প্রকাশ করেন, এবং বলেন : “Keen and unmerited disappointment, accentuat by irksome , inactivity, are apt to iead, high-spirit; young men into dangerous and unexpected channels. তাৎপৰ্য্য । ষেরূপ আশাভঙ্গের তাহারা যোগ্য নহে সেইরূপ ত নৈরাপ্ত বিরক্তিকর মিস্ক্রিয়তার ফলে বৃদ্ধি পাইয়া অতিতেজৰী যুবকদিগ বিপজ্জনক ও অপ্রত্যাশিত পথের পথিক করিতে পারে। অতি সত্য কথা । এরূপ সম্ভাবনার বঙ্গে প্রযোজ্য প্রাথমিক ঔষধ হিজলী বক্স, দেওলী ইত্যাদি স্থানে বিনামূল্যে বিতরিত হয়। পুলিসের মতে এই সম্ভাবনা বাস্তবে পরিণত হইে কিন্তু তখনও কোন নরহত্যা না-ঘটিয়া থাকিলেও, অব ঔষধের ব্যবস্থা বদীয় অতি-আধুনিক সংশোধিত ফৌজদা আইনে আছে । উহা ফাসী। - * *