পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবমূ স্বন্দরম্’ “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” 、●る。* S* ! ੇਫਾਲੋਂ ۹حت ح« :E۹ح } ২ জুন্ন সলংগুয়া ">:N eఆ প্রাণের ডাক রবীন্দ্রনাথ ঠাকুর এখনো কি ক্লাস্তি ঘোচে নাই, ওঠে। তবু ওঠে, বৃথা হোক তবুও বৃথাই পথপানে ছোটে । স্বপ্ন যত ঘিরেছিল রাতে অবসন্ন তারাদের সাথে মিলাল আলোকে অবগাহি । আয়ুঃক্ষীণ নিঃস্ব দীপগুলি নিশীথের স্মৃতি গেছে ভুলি, অন্ধ তাখি শূন্যে আছে চাহি । স্বদূর আকাশে ওড়ে চিল, উড়ে ফেরে কাক, বারে বারে ভোরের কোকিল ঘন দেয় ডাক । জলাশয় কোন গ্রামপারে, বক উড়ে যায় তারি ধারে, ডাকাডাকি করে শালিখেরা । প্রয়োজন থাকু নাই থাক যে যাহারে খুশি দেয় ডাক যেথা সেথা করে চলাফের ।