পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఆశి 'ఏ98షి উছল প্রাণের চঞ্চলত - আপনারে নিয়ে । অস্তিত্বের আনন্দ ও ব্যথা উঠিছে ফেনিয়ে জোয়ার লেগেছে জাগরণে, কলোল্লাস তাই অকারণে, মুখরতা তাই দিকে দিকে । ঘাসে ঘাসে পাতায় পাতায় কী মদিরা গোপনে মাতায়, অধীর করেছে ধরণীকে । নিভৃতে পৃথক কোরো নাকে৷ তুমি আপনারে, ভাবনার বেড়া বেঁধে রাখো কেন চারিধারে ? প্রাণের উল্লাস অহেতুক রক্তে তব হোক না উৎসুক, খুলে রাখে অনিমেষ চোখ, ফেলো জাল চারিদিক ঘিরে যাহা পাও টেনে লও তীরে, ঝিনুক শামুক যাই হোক্ । হয় তো বা কোনো কাজ নাই ওঠে। তবু ওঠে, বৃথা হোক তবুও বৃথাই পথপানে ছোটে । মাটির হৃদয়খানি বোপে প্রাণের কাপন ওঠে কেঁপে, কেবল পরশ তার লহ, আজি এই চৈত্রের প্রভাতে আছ তুমি সকলের সাথে এ কথাটি মনে প্রাণে কহ ॥ জোড়াসাকে। ৭ এপ্রেল, ১৯৮৪