পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وفي حياخ &প্রবাসী উs ఏ08S ১৮৮২ খৃষ্টাব্দে খড়গপুরে নন্দলালের জন্ম হয় । তাহার পিতা ছিলেন সেখানে দ্বারভাঙ্গা ষ্টেটের ম্যানেজার। র্তাহার প্রাথমিক শিক্ষা হয় খড়গপুরের মিডল ভানাকুলার স্কুলে। পনের বছর অবধি এখানে কাটে ; হিন্দী ভাষাতেই বানরওয়ালা শিক্ষা পাইয়া থাকেন। এই স্কুল হইতে পরীক্ষায় উত্তীৰ্ণ হইয় তিনি কলিকাতায় ক্ষুদিরাম বোসের স্কুলে (সেন্টাল কলেজিয়েট স্কুল ) ভর্তি হন—এখানে কুড়ি বছর বয়সে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন। একুশ বছরে তার বিবাহ হয় । ইহার পর তিনি আর্ট স্কুলে ভৰ্ত্তি হইবেন স্থির করিলেন, কিন্তু অভিভাবকদের অনুমতি মিলিল না, উহাকে বি-এ পাস করিতে হইবে। তিনি জেনেরাল এ্যামেলীতে এফ-এ ক্লাসে ভৰ্ত্তি হইলেন । এফ-এ ফেল “করিয়া মেট্রোপলিটন কলেজে (বৰ্ত্তমান বিদ্যাসগুৰু কলেজ) ভর্তি হইলেন, এখানেও এফ-এ ফেল করিলেন । দাদাশ্বশুর মশায় ছিলেন অভিভাবক, তিনি বেলগাছিয়ার আর. জি. করের মেডিক্যাল কলেজে ভৰ্ত্তি হইতে বলিলেন । নন্দলালের মেডিক্যাল কলেজ ভাল লাগিল না । প্রেসিডেন্সী কলেজে তখন কমার্শাল (বাণিজ্যবিষয়ক ) ক্লাস ছিল, মি: চ্যাপম্যান ছিলেন তার প্রিন্সিপাল ; . তিনি সেখানে ভৰ্ত্তি হইলেন । ছয় মাস ছিলেন সেখানে— কিন্তু পড়াশুনা কিছুই করেন নাই, বইও কেন হয় নাই, ছয় মাসের মাহিনীও দেওয়া হয় নাই । তখন ভৰ্ত্তির ফি দিলেই কলেজে প্রবেশ করা যাইভ । তিনি মাহিনীর টাকা দিয়া হারিসন রোডের মোড়ে পুরাতন বইয়ের দোকান হইতে ছবির ম্যাগাজিন কিনিতেন । সাঁওতাল-জননী । কমার্শাল ক্লাসে যখন কিছু হইল না, দাদাশ্বশুর মশায়কে বার দফা দিয়া এক চিঠি লিখিলেন—(১) কমার্শাল ক্লাস ভাল লাগে না ; (২) ক্লার্ক হইলে বড়-জোর ষাট টাকা রোজগার করিবেন, কিন্তু আর্টের লাইনে গেলে এক শত টাকা মাসে