পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপুর স্পেশালে কাশ্মীরের পথে ঐহেমেন্দ্রমোহন রায় Iাওলপিণ্ডি—১৩ই মে। আজ ভোর ৫টায় মুদীর্ঘ পথের tাত্রারম্ভের কথা ছিল, কিন্তু চা-পান ইত্যাদি সারিয়া লটবহর রিতে এবং পথের উপযোগী হালক জিনিষপত্র নিজ নজ মোটরগাড়ীতে গুছাইয়া তুলিতে কিছু বিলম্ব হইয় গল। কাপুর কোম্পানীর নির্দেশমত পনেরখানা মোটরগাড়ী ও তিন-চার খানা লরি ষ্টেশনের প্ল্যাটফৰ্ম্মের শেষভাগে সারি দিয়া দাড়াইলে মাত্রীর নিজ নিজ মালপত্র উহাতে উঠাইতে লাগিলেন । আমরা দলে চারি জন ছিলাম বলিয়া একখানি গাড়ী নিজস্বরূপে পাইলাম। সকলে প্রস্তুত হইয়৷ নিজ নিজ গাড়ীতে উপবেশন করিলে আমাদের মোটরবাহিনী মন্থর গতিতে প্লাটফৰ্ম্ম হইতে কিছুদূর অগ্রসর হইয়াই থামিয়া গেল । ইহার কারণ পরক্ষণেই বোধগম্য হইল বটে, কিন্তু অযথা বিলম্ব হইতেছে দেখিয়া আমরা কিছু অধীর হইরী পড়িলাম, কারণ আকাশের মেঘাচ্ছন্নত ক্রমশঃ ঘনীভূত হইয়া উঠিতেছিল এবং সন্ধ্যার পূৰ্ব্বেহ রাওলপিণ্ডি হইতে ১৩৩ মাইল দূরবর্তী উরি নামক স্থানে পৌছিয়া তত্রত পান্থশালায় অর্থাৎ ডাকবাংলায় রাত্রিযাপনের কথা ছিল। যাহা হউক দেখা গেল এই মোটরবাহিনীর ফোটো লইবার উদ্দেশ্যেই কর্তৃপক্ষের আদেশে গাড়ীগুলি দাড়াইয়া গিয়াছিল। আলোকচিত্রের উদ্যোগ-আয়োজনে আরও অৰ্দ্ধঘণ্টাকাল অতিবাহিত হইল । অতঃপর ফোটে-তোলা শেষ হইয়া গেলেই রাজপথে অবতীর্ণ হইয়া বেল প্রায় ৯টায় সমস্ত গাড়ী একযোগে ছুটিল। সে এক অভিনব দৃপ্ত, কিন্তু পরক্ষণেই মোটরচালকদের প্রতিযোগিতা আরম্ভ হইয়া গেলে আমরা সকলে পৃথক হইয় পড়িলাম। এই স্বদীর্ঘ পথে চালকের মাত্রীদের অভিরুচি অনুযায়ী গাড়ী না চালাইয়া, নক্ষত্ৰবেগে ছুটাইয়৷ శీ দেয় ; এই কারণে পরম রমণীয় দৃশ্যাবলী উপভোগ করিবার অবসর হয় না, আকাজক্ষ অতৃপ্ত থাকিয়া যায় এবং মনে হয় এই মোটর-যুগের পূর্ববর্তী কালে টােঙ্গা নামক দ্বিচক্র অশ্বযানই এ-পথের উপযোগী ছিল। তাহাতে তিন-চার দিনে এই স্বদীর্ঘ পথ অতিক্রম করিতে হইলেও নয়ন-মনের मांद्रि आश्रद्भङ्ग बांझाग्न পরিতৃপ্তিকর বলিয়৷ শ্ৰান্তি বা ক্লাস্তি অনুভূত হইত না । বিশেষতঃ মধ্যে মধ্যে সুসজ্জিত ডাকবাংলা বিরাজিত বলিয়া বিশ্রামমুখেরও কোনও ব্যাঘাত ঘটিত না । সতের মাইল দূরবর্তী টোল গেটে যখন পৌছিলাম তখন আকাশ রীতিমত মেঘাচ্ছন্ন হইয়া পড়িমাছে এবং আরও আট মাইল অগ্রবত্তী ট্রেট নামক স্থানে পৌছিবার পূৰ্ব্বেই অল্প অল্প বৃষ্টি আরম্ভ হইল। পরক্ষণেই ৩,৫০০ ফুট উচ্চে অবস্থিত পাইন-বৃক্ষবহুল সামলি লেনিটরিয়াম’ অতিক্রম করিয়া সাত মাইল অগ্রবর্তী ঘোরাগলি নামক স্থানে পৌছিবার পূর্বেই বেশ বৃষ্টি নামিল। পথ ক্রমশঃ উৰ্দ্ধগামী হইয়া পদ্ধত্রিশ মাইল দূরবর্তী মারি ব্রুয়ারি ( Murree Brewery ) অতিক্রম করিম আরও দুই মাইল অগ্রবর্তী রাওলপিণ্ডিবিভাগের প্রখ্যাত স্বাস্থ্যাবাস ‘মারি’ শহরের পাদদেশে (সমুদ্রতট হইতে ৬e •• ফুট উচ্চ ) সানি ব্যাঙ্ক’