পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२e [:Ei SS8* ঝিলম-তটস্থ বারামুলা শহর ( Sunny Bank ) নামক স্থানে মোটর পৌছিলে আমর। চারি জন নামিষা পড়িলাম এবং কাপুর কোম্পানির প্রদত্ত টিফিন ক্যারিয়ার ও ফ্লাস্কে রক্ষিত আহাৰ্য্য ও পানীমের সদ্ব্যবহারার্থ মোটর-ষ্ট্যাণ্ডের সংলগ্ন ইম্পিরিয়াল হোটেলের কক্ষে প্রায় এক ঘণ্টাকাল অতিবাহিত করিয়া বৃষ্টির বেগ কিছু কমিলেই দুই মাইল উৰ্দ্ধস্থিত মারি শহর দেখিডে পদব্রজে রওনা হইলাম। কারণ এ চড়াই-পথে মোটরে গমনাগমন সম্ভবপর নয় । অবশু সঙ্গী মহিলাদ্বষের জন্য দুইটি ডাণ্ডির ব্যবস্থা করা হইয়াছিল। অপর পর্য্যটক দল এ শহরটি না দেখিয়া ইতঃপূর্বেই কাশ্মীরের পথে অগ্রসর হইয় পড়িয়াছেন। মারি অনেকটা দাজিলিং শহরের মত তবে অপেক্ষাকৃত ছোট কিন্তু উচ্চতায় বেশী। ইহার সৰ্ব্বোচ্চ স্থানুটি সমুদ্রবক্ষ হইতে ৭,৫• • ফুট। শহরের নানা স্থান হইতে চতুৰ্দ্ধিকের দৃশ্ব অতি চমৎকার। উত্তরে হাজারাগলির পর্বতশৃঙ্গগুলি ও দক্ষিণে রাওলপিণ্ডির সমতলক্ষেত্র পর্যন্ত পরিদৃশ্যমান। এ শহরে বহু হোটেল এবং সুসজ্জিত দোকানপাট । ১৮৭৬ সালের পূর্বে এখানে পঞ্জাব সরকারের গ্রীষ্মাবাস ছিল এবং এখনও ইহা উত্তর-ভারতের সামরিক অধ্যক্ষের গ্রীষ্মাবাস রূপে ব্যবহৃত হইয়া থাকে। পঞ্চনন প্রদেশের স্বাস্থ্যাম্বেষী ব্যক্তিবর্গেরও সমাগম বেশ আছে। তবে ইদানীং পঞ্জাব হইতে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ পৃথক হওয়ায় নাথিয়াগলি (৮,• • ০ ফুট ) নামক সীমাস্ত প্রদেশের গ্রীষ্মাবাসটি ক্রমশঃ লোকপ্রিয় হইয়া উঠিয়াছে এবং এ-শহরের প্রয়োজনীয়তা ও আদর অনেকটা কমিয়া গিয়াছে। স্থানীয় ভাটিতে বিয়ার নামক যে মদ্য প্রস্তুত হয় তাহ সমগ্র ভারতে সরবরাহ হুইয়া থাকে। প্রায় দুই-তিন ঘণ্টাকাল এখানে অতিবাহিত করিয়া পুনরায় যখন রওনা হইলাম তখনও বৃষ্টির বিরাম নাই। এখন আমাদের পথটি ক্রমশঃ উত্তর-পূৰ্ব্বাভিমুখে নামিয়া চলিয়াছে। এই মারি শহরের পাদদেশ হইতে বিভক্ত হুইয়৷ একটি মোটরবাহী পথ সোজা উত্তর দিকে ছাঙ্গলাগলি হুইয়৷ দুঙ্গাগলি নামক অপর একটি স্বাস্থ্যাবাগ পৰ্য্যস্ত গিয়াছে । ইহার উচ্চতা ৮,• • • ফুট এবং পূর্বকথিত নাৰিয়াগলি হইতে মাত্র দুই মাইল ব্যবধানে অবস্থিত। বহুদূর অগ্রসর হুইয়া যাইবার পরেও মারি পাহাড়ের চূড়াস্থিত ঘরবাড়ি চিত্রাপিতের ন্যায় পশ্চাতে দেখা যাইতে লাগিল। বৃষ্টির বেগ ক্রমশ: বাড়িতে লাগিল। গাড়ীর পর্দা তুলিমা দেওয়া সত্বেও ভিতরে ছাট আসিয়া আমাদের ভিজাইয়া দিতে লাগিল। লগেজ ক্যারিয়ারে রক্ষিত মাগপত্রের ত কথাই নাই। দেখিতে দেখিতে মারি হইতে সতের মাইল দূরবর্তী গিরিসঙ্কটপ্রবাহিনী খরস্রোডা