পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२३8 ডাল-হ্রদের একাংশ উপত্যকাভূমি আরম্ভ হইল। এ রাজ্যের জলযানচালিত ব্যবসা-বাণিজ্যের ইহাই কেন্দ্রস্থল ৷ বারামুলার নীচে আর জলযানের গতি সম্ভবপর নয়, কারণ নদীর ঢাল ক্রমশঃ থরতর ও বিপজ্জনক। বারামুল হইতে ইসলামাবাদ বা অনস্তনাগ পৰ্য্যস্ত সত্তর মাইলের অধিক এই নদীর গতিপথটির সমতা ( level ) প্রায় সমান বলিয়া তরণীর গতিবিধি অব্যাহত। ঐ উভয় স্থানের মধ্যবৰ্ত্তী শ্রনগর শহরে গমনেচ্ছুক পৰ্য্যটকের অনেকে বারামুল হইতেই বজরা অর্থাৎ হাউস-বোট ভাড়া করিয়া জলপথেই যাত্রা করিয়া থাকেন। অবশু র্যাহাদের প্রচুর সময় হাতে নাই তাহার এরূপ নৌবিহারের আনন্দলাভে বঞ্চিত হন, তাহা বলা বাহুল্য । নানা শ্রেণীর বহু তরণী এখানকার ঘাটে লাগিয়া আছে দেখিলাম। এ শহরের আপেক্ষিক উচ্চতা প্রায় ৫,২০০ ফুট। এখান হইতেই শকটচারীদের ঝিলম নদীর সঙ্গ ত্যাগ করিতে হয় এবং শ্ৰীনগরে পৌছিয়া পুনরায় মিলন ঘটে । বারামুল হইতে শ্ৰীনগর পর্য্যস্ত ইতস্ততঃ জলাকীর্ণ সমতল ক্ষেত্রে চাষআবাদের পর্যাপ্ত পরিচয় পাইয় এবং যথাতথা চিরবিশ্রুত কাশ্মীর কুমুমের স্বযম দেখিয়া হঠাৎ স্নপ্রাবেশে বাংলা দেশে বুঝি স্থানান্তরিত হইলুমি বলিয়া ভ্রম জন্মিতে লাগিল, তবে পক্ষণেই গিন্থের জোড়ে হিমাচলের তুষার-মণ্ডিত উত্তৰ চুড়াগুলি দৃষ্টিপথে পড়িতেই সে ভ্রম বিদূরিত হইল। আর এক অদ্ভূত পাদপরাজির সহিত প্রথম পরিচয় ঘটিল—তাহার নাম পপলার। ইহার বল্কলশূন্য শুভ্ৰ কাণ্ডগুলি সরলভাবে গগনমার্গে উঠিয়াছে। এই পাদপের সারি কাশ্মীরের উপত্যক-বীথিগুলি শোভিত করিম রাখিয়াছে। এ-জাতীয় বৃক্ষ ইউরোপ হইতে প্রথমে আমদানী করা হয়, এ প্রদেশের আদিমজাত নহে। দ্রুতগতিতে কাশ্মীর রাজ্যের রাজধানী জীনগর শহরের উপকণ্ঠে আসিয়া পড়িলাম। পাহাড়-পৰ্ব্বতের পরিবর্তে চতুর্দিকেই খাল বিল ও হরিৎ শোভার প্রাচুর্য দৃষ্টিগোচর হইতে লাগিল । দেখিতে দেখিতে শহরের মধ্যে আমিরকদল নামে ঝিলমের উপর সাতটি সেতুর প্রথমটির উপর জাসিয়া পড়িলাম। এই সেতুর দুই দিকেই প্রশস্ত রাজপথ-সংলগ্ন হৰ্ম্ম্য ও বিপণিশ্রেণী বিরাজমান। ইহার সন্নিকটেই নদীতটে স্বরম রাজপ্রাসাদটি প্রথমেই নয়নগোচর হয়। অসংখ্য বজরা ও শিকাড়া নামক এক প্রকার ডিঙ্গী নদীবক্ষে ভাসমান। তন্মধ্যে মহারাজের খাস বজয়াগুলি ও খালসা হোটেলের নামাঙ্কিত ভাসমান দ্বিতল বজরাটি প্রধানত: আগন্তুকের দৃষ্টি আকর্ষণ করে। যাহারা উক্ত হোটেলের পাকা বাড়িতে না থাকিম জলধক্ষে অবস্থানের প্রয়াসী, তাহদের জন্যই হোটেলওয়ালার ঐরূপ ব্যবস্থা করিম রাখিয়াছেন । জীনগর শহরটি যে এত বৃহৎ ও জমকাল এবং