পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిరిచి হ’ল—এবার হল আধুনিক ‘ব্ল্যাকবটমূ । এবারও নাচের মধ্যে হান কথা আরম্ভ করলে, বললে, “এ নাচটা খুবই নতুন, অনেকে জানে না। দেখুন না সকলে কি বিত্ৰ নাচছে !” লুইসে—কিন্তু আপনি তো এও বেশ নাচেন দেখচি । হান্স-তা আর হবে না ? এর পেছনে কত অর্থব্যয়, কত পরিশ্রম করেছি । লুইসে—এটাও বুঝি বালিনে শিখেছেন ? হানস-নিশ্চয়, বার্লিন থেকে মাত্র গত মাসে শিখে এসেছি । লুইসে—ও ! হান্স-জানেন, এখানেও অনেক মহিল| এই নাচটি আমার সঙ্গে নাচবার জন্তে লালায়িত ?—সকলেই তো জানে--- এ শহরে এ নাচের ওস্তাদ একমাত্র আমি । লুইসে-সত্যি ? তাহলে তো ঐ সব মহিলাদের ইচ্ছা অপূর্ণ রাখা ঠিক হচ্চে না । হান্স—আমি ঠিক করেছি আজ শুধু আপনার সঙ্গেই নাচর } লুইসে—বহু ধন্যবাদ! কিন্তু আমি এমন স্বার্থপর নই এবং এত লোকের অভিশাপ কুড়োতেও চাই না। হান্স—ওর আমার পেছনে ছোটে বলে ওদের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধেও নাচতে হবে এমন কিছু খতেপত্রে লেখা আছে ? হঠাৎ তাদের নাচ কেমন বেখাপ্পা হয়ে গেল—লুইসের পাম্বের ওপর হানস দিল পা মাড়িমে, লুইসে 'উঃ' বলে চীৎকার ক’রে উঠলো—তাদের নাচ গেল থেমে । দু-জনে গিয়ে বসলে । পরের নাচে হান্স জিজ্ঞাসা করলে, “পূৰ্ব্বে কখনও স্বপুরুষের সঙ্গে মেচেছেন ?” লুইসে বললে, “ন, এই প্রথম ” হানস পরম আত্মপ্রসাদ লাভ করলে । অস্তরে অস্তরে অতি সন্তুষ্ট হ’ল। লুইসের মুখভঙ্গী ও কণ্ঠস্বরে প্লেবের ক্ষীণ আভাসটুকু তার বোধগম্য হ’ল না। সে মুখে বললে, “ত কি হয় । আচ্ছ, আমার বন্ধটিকে কি মনে করেন—স্বপুরুষ ” লুইসে—মদ কি ? ** হান্স-হাঃ হাঃ, আপনার শ্লেষটুকু আমি বুঝেছি। কিন্তু ভেবে দেখুন গুর স্বভাৱটি কেমন ? ఏని83 লুইসে—ভাল । হান্স—বেচারি । অতি ভাল, অতি ভাল 1 অনেক সময়ে ভাবি, ভগবান ওকে মেয়ে করবেনই ঠিক করেছিলেন, কিন্তু হাত পা মুখ অত লম্বা হয়ে গেল দেখে পুরুষ করে দিলেন! ट्रॉ:, श:, शॉ: ! আবার নাচ বেখাপ্পা হয়ে গেল। লুইসে অকস্মাৎ নাচ থামিয়ে আপন আসনে গিয়ে বসলে । হান্স হ’ল বিস্মিত— এরকম তো কখনও হয় না ! পরের নাচ হ’ল ‘ভালতস, বেজে উঠল, “রোস অফ ইস্তাম্বুলের” সেই সুমধুর স্বর। এবার লুইসেকে নিয়ে কাল গেল আসরে নাচতে। যেতে যেতে লুইসে জিজ্ঞাসা করলে, “আপনি তো আধুনিক নাচ একটাও নাচলেন না?” কাল বললে, “আমি ও—সব জানি না।” লুইসে, “ও! আপনি বুঝি ও-সব ভালবাসেন না ?” কাল –“ঠিক কথা ! আমেরিক হতে আমদানী ঐ আফ্রিকানদের নকল নাচে আমি কোন রস পাই না। [ তাদের নাচ আরম্ভ হ’ল ] কিন্তু এ নাচ কি মনোহর । [ দুই তিন পাক ঘোরার পর ] এ যে ইউরোপের আপন জিনিষ ! [ আরও দু-তিন পাক ঘুরে ] কি মধুর !! কাল নাচতে নাচতে ভাবে বিভোর হ’ল— তার চোথ দুটি জড়িয়ে এল ! লুইসে হ’ল বিমোহিতা—আবেগভরে বললে, “সত্যিকারের নৃভারসিক আপনিই !” কাল বলে—“আপনার সঙ্গে নেচে তা না-হয়ে উপায় আছে ?” লুইসে তার উত্তর না দিয়ে বাজনার সঙ্গে স্বর মিলিয়ে কিন্নর-কণ্ঠে গেয়ে উঠল— বিস্ত দু আইনে ফালশে সোয়ালবে সোয়ালবিন গেএত দান ফোত...... কাল বিমুগ্ধ হয়ে বলে, “কি সুন্দর । জাৰ্ম্মানীর সব সৌন্দৰ্য্য আপনার মধ্যে রূপ নিয়েছে।” লুইসে চুপ। স্বরের কেমন একটা আমেজ, ছন্দের কেমন একটা দোল, নাচের কেমন একটা হিপ্পোল তাকেও বিভোর করে দিয়েছে। আর দুই গাজেল-ষ্ঠাখি বুজে এসেছে। কাল ভাববিজড়িত কণ্ঠে

  • "Bist Du eine Falsche Schwalbe Schwalbin goht dann fort !"

জুমি যদি দরখালী পাখী হও, পক্ষী বাৰে উড়ে।