পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ দুই বন্ধু $ot তিন জন পরম্পর থেকে বিচ্ছিন্ন হয়ে চুপ করে হাটতে লাগল । তিন জনের প্রাণেই আলোড়ন—কি প্রবল আলোড়ন । অল্প দূরেই লুইসের বাস। তার বাসার দোরগোড়ায় এসে লুইসে চাবি বার করে দরজায় লাগিয়েছে— এমন সময়ে-হান্‌স তার অতি নিকটে এসে হুকুম দিলে, “লুইসে, দাঁড়াও ! তোমাকে একটা কথা শুনতে হবে ।" লুইসের প্রাণে কেমন একট প্রচ্ছন্ন আতঙ্ক জাগল ! দরজা খুলতে গিয়ে তার হাত কেঁপে উঠল—তার সমস্ত শরীরে একটা ক্ষীণ কম্পন এল – শুক্ষকণ্ঠে সে না বলে থাকতে পারলেন, “কি কথা ?" হান্‌স তার মুখের কাছে মুখ এনে বললে, “দেখ, তোমার এ ন্যাকামির অর্থ আমি বুঝি—” যেন এক বিদ্যুৎ-স্ফুলিঙ্গের আঘাত লুইসেকে নিমেষে সচেতন করে দিলে—তৎক্ষণাৎ তার ক্ষণিকের ভীতি দূর হ’ল-সে দীপ্ত হয়ে বললে, “আমাকে বুঝি অপমান করতে চান ?” পর মুহূহেই চাবিতে এক মোচড় দিয়ে দরজা খুললে এবং দরজাকে মাত্র একটু ফাক করেছে, হানস তার হাত চেপে ধরে বললে, “থামো ! স্পষ্ট বল কি চাও ?” লুইসে বললে, "হাত ছেড়ে দিন !” হানস বললে, “সোজা বল, কি চাঙ ? ভাল বাড়ি ? মোটর গাড়ী ? মাসহারা ? কত মাসহর -- কত ?—এক হাজার ?–পাচ হাজার ? দশ হাজার – কত ? কত ?”—বলতে বলতে লুইসের কুমুমকোমল বাহুযুগল দুই হাত দিয়ে চেপে ধরে লুইসেকে বুকের কাছে টেনে আনলে । লুইসে চীৎকার করে উঠল, “ছেড়ে দাও” এবং শরীরের সকল শক্তি দিয়ে তার কবল থেকে নিজকে মুক্ত করবার চেষ্টা করতে লাগলে –কিন্তু বৃথা ! হানসের অধর তার গও স্পর্শ করলে—এমন সময়ে হানস অনুভব করলে তার দুই স্বন্ধে লম্বা লম্বা আঙ্গুলের এক অদ্ভুত চাপ-তার অসহ যন্ত্রণ হ’ল- তার দুই চক্ষু যেন অন্ধ হ’ম্নে এল— তার দুই হাত অবশ হয়ে এল। লুইসে তার শিথিল মুষ্টি হতে নিজকে নিমেষে মুক্ত করে দরজা খুলে ফেললে এবং বাড়িতে ঢুকে দরজা বন্ধ করতে আরম্ভ করলে ! ঠিক সেই মুহূৰ্ত্তে কাধের সে চাপ থেকে নিষ্কৃতি পেয়ে হানস বেগে গিয়ে দরজার ওপর পড়ল এবং চীৎকার করে উঠল, “থামো ।” কিন্তু লুইসে তখন এত প্রচণ্ড বেগে দরজায় ধাক্কা দিয়ে সেটা বন্ধ করে দিলে যে, ঐ অতি গুরু দরজার আঘাত সোজা হানসের মাথায় লাগল-মাথাফাটার সেই ভীতিপ্রদ শষ্য হ’ল “থাড” এবং পরমুহুর্তে হানসের মত বলিষ্ঠ পুরুষ দূরে ছিটকে পড়ে কাতর আর্তনাদ ক’রে উঠলে, ‘ও’ ! 8 পরের দিন শহরের ছাত্রসমাজে এই সংবাদ অতিরঞ্জিত ভাবে প্রচারিত হ’ল । বেচারী হানসকে হাসপাতালে আশ্রয় নিতে হয়েছে। তার সমস্ত মুখে ব্যাণ্ডেজ বাধতে হয়েছে। হালসের প্রচ্ছন্ন ও প্রকাশ্য শক্রর সংখ্যা নিতান্ত কম ছিল না— তারা এই ব্যাপার নিয়ে একট। তুমুল আন্দোলন স্বষ্টি করলে , বেচার হানসের নারী-হৃদয়-জন্ত্রশক্তির প্রচণ্ড থ্যাতি বিনষ্ট হ’ল । সঙ্গে সঙ্গে এ-সংবাদও শুধু ছাত্রমহলে নয় সমস্ত শহরে প্রচারিত হ’ল যে এক ব্যারণের ছেলে সামান্য এক মজুরের মেয়েকে বিঘ্নে করছে । সমস্ত শহরে এ-সংবাদ দুস্তরমত চাঞ্চল্য স্বষ্টি করলে। অনেকেরই দুর্ভাবনা হ’ল লর্ড-ব্যারণের ছেলেরাও যদি এই কাজ করে, সমাজের কি পরিণাম হবে ? ছোট ছোট কাফেতে বাড়ির গিল্পীরা বৈকাল চারটায় শকোলাভে* ও কুখেনী খেতে সমবেত হয়ে এই আলোচনা করেন ; সন্ধ্যায় "ডিপ্লার’ টেবিলে সমবেত হয়ে সকল পরিবারে এরই বিচার চলে ; বাজার করতে বার হয়ে প্রতি মাংসের দোকানে, প্রতি সসেজের "দোকানে, প্রতি তরিতরকারির দোকানে গিল্পীরা এই ব্যাপার নিয়ে তর্কবিতর্ক করেন ;– এমন কি রাত্রে বিয়ার-হলে সমবেত হয়ে বুদ্ধের লিটারের পর লিটার বিয়ার ওড়ান, তাদের বেঁকানো পাইপ টানেন আর রাত্র বারট-একটা পৰ্য্যস্ত উত্তেজিত হয়ে এই প্রসঙ্গ চালান ! তরুণদের মধ্যে একদল এই সংবাদ পেয়ে মহা উত্তেজিত হ’ল, এমন কি বিশ্ববিদ্যালয়ের A. St. A, র } যে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল তারা কালকে সম্বৰ্দ্ধনা করবার আয়োজন করলে। কিন্তু কালের আপন কোরে মহা গণ্ডগোল বাধলে, একদল স্থির করলে কালকে ‘কোর’ থেকে তাড়াতে, অন্য দলের মত হ’ল কাল ঠিক করেছে।

  • শকে্লাডে-—কে কেজিাতীয় পানীয় । + কুখেন—কেক । {A. St. A-Allgemeiner সাধারণ ছাত্রলঙ্ঘ ।

Studentek. Ausschuss