পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 y Rপ্রবাসী ; ఎO8ఏ ছোট ছেলে বলিয়া মায়ের অতিশয় আদরের ছিল। মা যখন বাহ কিছু টাকা নিজে হইতে জমাইতে, মিনীর নামেই তাহ জমাইতেন। বছর আড়াই আগে এমনি তাহার নামে একটা পোষ্টাল সার্টিফিকেট কিনিয়াছিলেন। সেটা হয়ে আসলে এখন প্রায় হাজার-শেক ধাড়াইয়াছে। টাকাটার মেয়াদ উত্তীর্ণ হইয়া গিয়াছে। এখন বাহির করিয়া লইতে হইবে কিংবা আবার নূতন করিয়া জমা দিতে হইবে। কালই সে জননীর নিকট হইতে পত্র পাইয়াছে টাকাটা আবার আড়াই বছরের সর্ভে জমা দিতে। যামিনীর পিতা পশ্চিমের বিখ্যাত একজন উকীল। অত্যন্ত ধনবান। র্তাহার নিজের নামে জমান টাকা ছাড়াও র্তাহার স্ত্রীর হাতে দশ-পাচ হাজার টাকা এমন প্রায়ই থাকিত। পরদিন সকালে উঠিয়াই যামিনী ইম্পিয়ীয়ালব্যাঙ্কে গেম এবং টাকাটা মূতন করিয়া জমা দিবার পরিবর্তে উঠাইয় লইয়া আসিল। উঠাইয়া লইয়া সারা সকাল ধরিয়া জহরলাল পালালের দোকান, বেঙ্গল ষ্ট্রোস এবং বড় বড় জুমেলারির দোকানগুলা ঘুরিয়া বেড়াইতে লাগিল। জিনিষ যা কিনিল তাহাতে একটা ট্যাক্সি বোঝাই হইয়া যায়। ক্রমশ: مصر سيجعيجوجيستجيبيين মান্দ্রাজ শিপ-প্রদর্শনী গত মার্চ মাসে মাত্রাজ গভর্ণমেণ্ট আর্ট-স্কুলের তৃতীয় বার্ষিক অধিবেশন হয়েছিল। রঞ্জিত চিত্র, রেখাচিত্র, धरे। মুক্তিক ও মৃত্তিকাবৎ পদার্থে গঠিত মূৰ্ত্তি, এই তিন প্রকারের সর্বসমেত ২২৪টি চিত্র ও মূৰ্ত্তি প্রদর্শিত হয়। প্রদত্ত চিত্রগুলি হইতে বিদ্যালয়ে কিরূপ উচ্চাঙ্গের শিল্পায়ুশীলন-বিদ্যা শিক্ষা দেওয়া হয় তাহার কিঞ্চিং ধারণ করা যাইতে পারে। ঐযুক্ত দেবীপ্রসাদ রায়চৌধুরী এই বিদ্যালয়ের গ্রিন্সিপাল। বর্ণ-বৈচিত্র্য ও অঙ্কন-পারিপাটাে ঐযুক্ত ভেঙ্কটরথ অতি পৃথ্বীরাঙ্গ চিত্ৰখনি স্থার হইয়াছে। যুক্ত ভোটনারায় মৃত্ত্বিক-ভাস্কধ্যে যে রাসলীলা'র চিত্র অঙ্কিত করিয়াছেন তাহাতে এক নিপুণ রূপক্ষ শিল্পীর তুলিকাপাতে লীলামিং মাধুর্ঘ্য পরিস্ফুট হইয়া উঠিয়াছে। ঐযুক্ত কুপ্পা রাওয়ে অভিলারিকায় ভাব-সম্পদ ও বর্ণ-মাধুর্য যথেষ্ট পরিমা দৃষ্টগোচর হয়। তার মানুষের মাথা' শীৰ্ষক চিত্ৰখনি প্রশংসার যোগ্য। সৈয়দ হামেদের ভবিষ্যদ্বজা চিত্রখানিতে মুসলমান ভাবধারা পরিস্ফুট হইয়াছে। ঐযুক্ত এস. ডি এ রাম রাওয়ের সম্পূর্ণ নূতন ধরণের দৃশু-চিত্র ‘গোধূলি আলো'র কবিত্বসম্পদ অতুলনীয়। পরবর্ষে মাম্রাজ গভর্ণমেণ্ট আর্ট স্কুলের শিল্পপ্রদর্শনী :ে জম্বুরূপ সাফল্য লাভ করিবে তাহাতে সন্দেহ নাই।