পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রে মার্টিন লুথার— খৃষ্টধর্মের দুইটি প্রধান শাখা-রোমান ক্যাথলিক ও প্রোটেষ্টাণ্ট । প্রাটেষ্টাণ্ট শাখার প্রবর্তক মার্টিন লুথার (১৪৮৩-১৫৪৬ )। লুথার জাৰ্ম্ম নীর অধিবাসী । তিনি তথাকার হিটে লেয়ার্গ বিশ্ববিদ্যালয়ের ধৰ্ম্ম তত্ত্বের অধ্যাপক ছিলেন । ১৫১৭ খৃষ্টাব্দের পর হইতে প্রচলিত ধন্মের প্রতি বাঁতরাগ হইয়া এক নুতন ধৰ্ম্ম প্রচার কয়েন। খৃষ্ঠানজগতের অধিনায়ক পোপের কত্ত্বত্ব অস্বীকৃrর করার জন্য তাহার প্রচলিত মতবাদের নাম হইল প্রোটেষ্টাণ্ট ধৰ্ম্ম । সে-সময়ে ইউরোপের বিভিন্ন দেশসমূহের রাজারাও ছিলেন প্রধানতঃ পোপের অনুবৰ্ত্ত । এই হেতু রাজপুরুষগণের হস্তে লুথারকে কম নির্যাতিত ইষ্টতে হয় নাই । তাহার জীবনের বিশিষ্ট ঘটনাসম্বলিত কয়েকটি চিত্র এখানে দওয! হইল । মার্টিন লুথায় ।