পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৮ S38) SBDDDD BBB BBB BBB BBBB BBBBB BBB BBB BBBBBBBBBB BBS BBBB BB BB BBBS মঠের সম্মুখে এক শিবালয় আছে। ঐরুপ শিবালয় খুব অল্পই দেখা খায়, যেহেতু ইহা গোলাকার এবং ইহার শিখরঃ গোলাকৃতি। কিছুদিন পূৰ্ব্বে (প্রায় পচিশ বৎসর ) কানপুর ও ফতেপুর জেলায় ঐ প্রকার দুইটি মন্দির আবিষ্কৃত হয়, সেগুলি ইটের ভৈয়ারি এবং তাহাদের নিৰ্ম্মাণের সময় এখনও অনির্দিষ্ট । এগুলির আবিষ্কারের প্রায় দশ-বার বৎসর পরে আমি রেওয়া-রাজ্যের গুগী মঠের নিকট ঐরুপ এক মন্দির আবিষ্কার করি। গুগী মঠের শিলালিপিতে ঐ মন্দিরের বিস্তৃত বিবরণ আছে। গুগাঁ ও চন্দ্রেহীর শিলালেথের বিবরণ হইতে জানা যায় যে, ঐ প্রকার মন্দিরনিৰ্ম্মাণ মত্তময়ূর সম্প্রদায়ই সৰ্ব্বপ্রথম করেন। নিজের মঠের সম্পর্কে চক্সেইীর শিলালিপিতে প্রবোধশিব বলিয়াছেন, “আমি আমার গুরুকৃত সুরাগারের (মন্দির ) সম্মুখে এক মঠ নিৰ্ম্মাণ, সিন্ধু নামক পুষ্করিণী খনন এবং প্রশাস্তশিব কর্তৃক প্রতিষ্ঠিত এক ৰূপের সংস্কার করাইমাছি। o রেওয়া নগরের ছক্রোশ পূৰ্ব্বদিকে, গুগতে ত্রিপুরী রাজ্যের মত্তময়ুর সম্প্রদায়ের এক বিশাল আখড়া ছিল। গুগল সাল পুষ্করিণী ও জলাশয় উছার প্রাচীন কালেয় বিস্তৃতি ও সমৃদ্ধির পরিচায়ক। শতবর্ষ পূৰ্ব্বে এইখানে ছোট একটি পাহাড়ের উপর অতি আশ্চৰ্য্যজনক এক তোরণ ছিল। রেওয়া-রাজ্যের বঘেল-বংশীয় রাজগণ সেই তোরণ স্বীয় নগরে লইম্বা গিয়া প্রাসাদদ্বাররূপে স্থাপিত করেন। তোরণ লইবার সময় গুগীর ঐ পাহাড়ে একটি শিলালেখও পাওয়া যায় এবং ঐ তোরণের সঙ্গে উহাও রেওয়া নগরে আনীত হয়। এখন উহ্য রাজপ্রাসাদের দরবারগৃহের নীচের দেওয়ালে সংলগ্ন আছে। উহাতে জানা যায় যে, পুরন্দরের প্রশিষ্য প্রভাবশিব হৈহয়-বংশের মহারাজাধিরাজ যুদ্ধতুঙ্গের পুত্র দ্বিতীয় যুবরাজদেবের নিমন্ত্রণে হৈহয় রাজ্যে গমন করেন ও মোহন্ত-পদ গ্রহণ করেন। উহার শিষ্য প্রশাস্তশিব যুবরাজদেব নিৰ্ম্মিত কৈলাসগৃঙ্গোপম আকাশম্পর্শী মন্দিরের উত্তরভাগে অন্য এক স্বমেরুশৃঙ্গোপম মন্দির নির্মাণ করিয়া উম, শিব, দুর্গ, বড়ানন ( কাৰ্ত্তিকেয় ) ও গণপতির মূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন । গুগীয় পাহাড়ে দুর্গার দুটি অতি বৃহৎ মূৰ্ত্তি এখনও রহিয়াছে, কিন্তু কাঞ্জিকের বা গণপতির মুক্তিগুলির কোনও সন্ধান পাওয়া ৰায় না। গুগাঁর শিলালেখে ইহা লিখিত আছে যে, প্রভাৰশিব প্রায়ই তীর্ষবাম করিতেন এবং বহুবার কাশীতে যাইন্ধ শিবপূজা করিতেন ।