পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইহার পার্থে দ্বার ছিল, বারাও ছিল কি-না নিৰ্দ্ধারণ ক1'অসম্ভব। ফতেপুর জেলার তিন্দুলী গ্রামের ঐরূপ মন্দিরে চতুভূজ বিষ্ণুমূৰ্ত্তি স্থাপিত আছে। ইহার সম্মুখের বারাও এক শত বর্ষ পূৰ্ব্বে নিৰ্ম্মিত হয়। ঐ জেলার বহুয়া ও কুকারী গ্রামে ঐ প্রকার চারটি মন্দির আছে। তন্মধ্যে একটিতে এখনও পূজা হয়। যুক্তপ্রদেশের এই সব মন্দিরে প্রাচীন পদ্ধতির বারাণ্ড দেখিতে পাওয়া যায় না । পারৌলী, তিদুলী, বহুয়া ও কুকারীর মন্দির কোন সময়কার, আজ পর্যন্ত তাহার কিছুই প্রমাণ পাওয়া যায় নাই । কিন্তু চন্দ্রেহী ও গুগীর মন্দিরের সাদৃশ্য দেখিয়া মনে হয় যে, এই সকল মন্দিরও খৃষ্টীয় দশম শতাব্দীতে নিৰ্ম্মিত । ইহাও সম্ভব হইতে পারে যে, মত্তময়ূর সম্প্রদায়ের শৈব সন্ন্যাসিগণ এরূপ মন্দির-নিৰ্ম্মাণ-পদ্ধতি যুক্তপ্রদেশেও প্রচলিত করিয়াছিলেন । দিগ্বিজয়ী হৈহয়-বংশীয় মহারাজাধিরাজ কর্ণদেব । খৃঃ সন ১ • ৪১- ৭ ) কান্তকুক্ত জন্ম করিয়৷ অন্তরাজ-পত্তল বা অস্তৰ্ব্বেদ অর্থাৎ গঙ্গা-যমুনার দোয়াব অধিকার করিয়াছিলেন, ইহারও প্রমাণ পাওয়া যায় । কর্ণদেবের পুত্ৰ যশ:কর্ণদেব অন্তৰ্ব্বেদের অন্তর্গত করও গ্রাম নিজ গুরু শৈব মহাযোগী క్లబ్గా দান করিয়াছিলেন, কিন্তু গাহডবাল-বংশীয় ; কনৌজরাজ গোবিন্দচন্দ্র মত্তময়ূর-যোগীদিগেঞ্জ ड oहे श्वाभ কাডিয়া লইয়। ঠাকুর বশিষ্ঠ ༄།: সইবং ১১ ৭ ৭ ) দান করেন । জব্বলপুর শহর হইতে তের/ জটবৰ্ত্তী ভেড়াঘাট গ্রামে একটি । যায়, কিন্তু সেই শিলালিপি এখন । হাভেনে’ স্বরক্ষিত। এই শিলালিপি হইতে জানা যায় যে, কর্ণদেবের পৌত্র জয়কর্ণদেব মেবারের গুহিল-বংশীয় বিজয়সিংহের কন্যার পাণিগ্রহণ করেন। জয়কর্ণদেবের মৃত্যুর পর অহলনদেবী কলচুরি চেদি ৯০৭ সংবৎসরে বৈদ্যনাথ নামক মহাদেবের মন্দির নিৰ্ম্মাণ করেন । এই মন্দিরের খরচ চালাইবার জন্য রাণী অহলনদেবী জাউলীপত্তলাতে নামউওঁী গ্রাম এবং নৰ্ম্মদার দক্ষিণ তটে মকরপাটক গ্রাম ধান করেন। গুর্জর-দেশীয় পাশুপতাচাৰ্য্য শৈব সন্ন্যাসী রুদ্রশিবকে এই দুইটি গ্রামের কর সংগ্ৰহ করিবার মত্তময়ুর শৈব সন্ন্যাসী ২৭১ ভার অর্পণ করা হয়। ইহা হইতে মনে হয় যে, যশ:কর্ণদেবের গুরু রুদ্রশিব খৃঃ ১১২০ সন পৰ্য্যস্ত জীবিত ছিলেন। কারণ, খৃঃ ১১২০ সনে কনৌজরাজ গোবিন্দচন্দ্র রুদ্রশিবের উক্ত দেবোত্তর ভূমি করও গ্রাম ছিমাইয়া লইয়া অন্ত কাহাকেও গুর্গমিসানের গোল শিবমন্দির . দিয়াছিলেন। অঙ্কলনদেবীর পৌত্র হৈহয়-বংশীয় মহারাজাধিরাজ , বিজয়সিংহের রাজত্বকালে শৈবাচার্য্য বিদ্যাদেব রাজগুরু ছিলেন। বিজয়সিংহের দেহাবসান হইলে মত্তময়ুর সম্লাসিগণ দাক্ষিণাত্নে"ভ্রমণ করেন । তেলিঙ্গানাতে কাকতীয়-বংশীয় --রাজন্তবসের রাজধানী বরঙ্গল এবং একগিলা নগরীতে যে, প্ন পাওয়ার্লগয়াছে, তাহা হইতে জানা যায় যে মত্ত্বময়ুর ‘বিশ্বেশ্বরী" কাকতীয়-রাজ গণপতি এবং চেদি মালব -চোল রাজ্যের রাজগুরু ছিলেন । খৃ: ১২৬১ সনে কাকতীয় :امه ংশীষ মহারাণী রুদ্রান্ম। উক্ত বিশ্বেশ্বর শস্তুকে কৃষ্ণ নদীর দক্ষিণে কতকগুলি গ্রাম প্রদান করেন । উক্ত শিলালিপি অনুসারে বিশ্বেশ্বর শতু গৌড়দেশীয় রাঢ় মণ্ডলের পূৰ্ব্বগ্রামে বাস করিতেন। জব্বলপুর জেলার ভেড়াঘাট ও বিলহরি এলাকায় মত্তময়ুর সন্ন্যাসীদের বহু নিদর্শন পাওয়া যায়। মত্তময়ুর সম্প্রদায়ের সন্ন্যাসী গৃঢ় শিবতত্ত্বজ্ঞানী ছিলেন । চন্দ্রেহী ও গুগাঁৱ শিলালিপি অনুসারে শৈবাচার্য্য প্রশাস্তশিব কাশীতে ধৰ্ম্মোপদেশ প্রদান করিতেন। ইহা শিলা