পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१२ ৫ প্রবাসী স্ট্র কেবল কবির অতিশয়োক্তি নহে, ইহার কিছু-কিছু প্রমাণও পাওয়া যায়। খৃঃ ১৯২০ সনে মহামহোপাধ্যায় পণ্ডিত গণপতি শাস্ত্রী মহাশয় ত্রিবাঙ্কুর হইতে ঈশানশিবশুরুদেবপদ্ধতি নামক গ্রন্থ ( যাহার দ্বিতীয় নাম তন্ত্রপদ্ধতি) প্রকাশ করেন । ‘তন্ত্রপদ্ধতি চারি ভাগে বিভক্ত—‘সামান্তপাদ' মন্ত্রপাদ’, ‘ক্রিয়াপাদ’ ও ‘ধোগপাদ' । এই গ্রন্থে ঈশানশিব বৌধায়ন-ধর্শ্বস্বত্র ‘গৌতমস্থত্র ভোজরাজকৃত তন্ত্রসার টীকা এবং মত্তমধুর স্যাসী ব্ৰহ্মশছু রচিত শিবগমদীপিকার উল্লেখ করা হইয়াছে। ভোজরাজের উল্লেখ থাকাতে মনে হয় যে, هی* তিনি মালবরাজ ১ম ভোজরাজের পরবর্তীr-r-2~ ;

  • - খৃষ্টীয় ১১শ শতাব্দীর পর তাহার জন্ম হু শিব প্রণীত তন্ত্রপদ্ধতি আগমশাস্ত্রে স্বনামবিখ্যাত গ্রন্থ
    বৰ্ত্তমানে তান্ত্ৰিক কৰ্ম্মকাণ্ডের কোন ক্রিয়াই তন্ত্রপদ্ধতির সাহায্য ব্যতীত সম্পন্ন হইতে পারে না ।

ভারতবর্ষে এখনও শৈব বৈষ্ণবাদি অনেক প্রকার সন্ন্যাসী আছেন, কিন্তু অতি বিদ্বান ও প্রভুত শক্তিশালী মৰ্ত্তময়ুর সম্প্রদায়ের অস্তিত্বের চিহ্ন— মাত্র দুই-একটি প্রস্তরখণ্ড ও প্রাচীন গ্রন্থ ছাড়া অন্য কোথাও নাই। কলিকাতা বিশ্ববিদ্যালয় শিল্পী-শ্রীনরেন্দ্রকেশরী রায়