পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সালে চাৰুৰী হইতে অবসর গ্রহণ করেন। গোরুমহিষানী, বাদামপুর, পাচীর ও কালীমটিতে তিনি লৌহ আবিষ্কার করেন। তিনিই মিঃ জামশেদজী টাটাকে জামশেদপুরে লোহ ও ইস্পাতের কারখানা স্থাপন করিতে পরামর্শ দেন, এবং তদনুসারে সেইখানে কারখানা স্থাপিত হয়। ইহা এক্ষণে ভারতবর্ধের প্রধান এবং পৃথিবীর অষ্ঠতম প্রধান লোহইস্পাতের কারখানা । সরকারী চাকরী ছাড়িয়া দিবার পর তিনি ময়ুরভঞ্জ রাজ্যের ভূতত্ত্ববিৎ নিযুক্ত হন এবং তখন গোরুমহিষানীতে লৌহের খনি আবিষ্কার করেন । তাহাকে ময়ূরভঞ্জের স্বৰ্গীয় মহারাজা শ্রীরামচন্দ্ৰ ভঞ্জদেব এই কাৰ্য্যে নিযুক্ত করেন। মহারাজ) অধ্যাপক যোগেশচন্দ্র রায়ের ছাত্র ছিলেন। যোগেশ বাবু একদা তাহাকে বলেন, “তোমার রাজ্যে কোথায় কি বহুমূল্য সম্পদ আছে, তাহ তুমি জান ন ; তুমি কিরূপ মহারাজা ?" অতঃপর বন্ধ মহাশয় ভূতত্ত্ববিদের কাৰ্য্যে নিযুক্ত হন। গবন্মেন্টের চাকরীতে থাকিবার সময় তিনি জব্বলপুর ও দার্জিলিঙে কয়লা এবং রায়পুর জেলায় গ্র্যানাইট ও অন্তান্ত খনিজ আবিষ্কার করেন । প্রমথনাথ বস্তু মহাশয় চরিত্রবান, বিনয়ী পুরুষ ছিলেন। লোহার খনি আবিষ্কার সম্বন্ধে তিনি লিথিয়াছেন ঃ “Well, to compare small things with great, I discovered them in the sense that Amerigo Vespucci is said to have discovered the continent which is, called after him. ... But, as I havo shown in my Epochs of Çivilisation, for many centuries before him it was well known to the Asiatics, and the Chinosa and the Japanese had probably small settlements there. All that Amerigo and Columbus a few years before him did was to bring it to the notico of the Europeans. The iron ores of Mayurbhanj had long been worked by the *noltors of tho State before I came upon thom. All that I did was to make then known to the industrial public.”—Tisco Review, April 1933, p. 18. সংক্ষিপ্ত তাৎপর্ঘ্য । বড় জিনিষের সঙ্গে ছোট জিনিষের তুলনা করিলে বলা যায়, যে, আমেরিগে ও কোলম্বস যে-অর্থে আমেরিকায় আবিষ্কারক, আমিও সেই অর্থে গোরুমহিষানী প্রভৃতি স্থানের গোহাঁয় খনির আবিষ্কারক। আমার "সভ্যতার যুগাৰণী” গ্রন্থে দেখাইয়াছি, যে, গহীদের অনেক শতাব্দী আগে এশিয়াবাসীরা আমেরিকার অস্তিত্ব অবগত ছিল এবং চৈনিক ও জাপানীদের বোধ হয় পেখমে ছোট ছোট উপনিবেশ ছিল। জমি ময়ূরভঞ্জের লোহার খনিগুলির সন্ধান পাইবার অনেক আগে হইতে সেই রাজ্যের ে ও সংশোধকের তথাকার BBBB DDD DB u DDD BBBS BB BBD DDBBBB BBBDDDHHDD BBB BBBB ESS 00 SS ר ל-רטו बिबिश ७थणअं#-अमर्थञाथ बछ् వbá টাটা কোম্পানী জামশেদপুর কারখানার ষে প্রস্পেক্টটস ব। অনুষ্ঠানপত্র বাহির করেন, তাহাক্তে যক্ষ মহাশস্থকে আকরগুলির আবিষ্কারক না খঙ্গিয়৷ এইরূপ ধারণ জন্মান হয়, যে, সেগুলি স্বৰ্গীয় জামশেদজী টাটা মহাশয়ের প্রবর্তিত খনিজ অনুসন্ধান চেষ্টাবলীর ফল। যথা— · “...the first prospectus of The Tata Iron and Steel Company .... ereóted the impression that ' tho di&covery .... was made in the course of the prospoèting operations instituted by the late Mr. J. N. Tata.” ·ና° ইহা সত্যের সম্পূর্ণ বিপরীত হওয়ায় তিনি টাটা কোম্পানীর অন্যতম কৰ্ম্ম মিঃ বি জে পাদশাহকে চিঠি লেখেন। সেই চিঠির নিম্নমূত্রিত উত্তরে বস্তু মহাশয়ের কথাই সম্পূর্ণ সত্য যলিয়। স্বীকৃত হয়। যথা – Navsari Buildings, Bombay, 3rd Лију, гдо7. Dear Mr. Bose, Your statemont of facts is porfoctly correct, and I shall bear it in mind when wo corne to the publishing of a final prospectus. In a commercial document ono is not always able to roserve placo for giving duo credit to evory one, but it is porfectly fair that the document should not be so worded as to imply that credit elsewhoro than where it is due. তাৎপর্ঘ্য । প্রিয় মিঃ বন্ধ, আপনার তথ্যসমূহের বর্ণনা সম্পূর্ণ নিভুর্গ। আমাদের শেষ প্রস্পেক্টস্ বাহির করিবার সময় আমি ইহা মনে রাখব। ব্যবসাঘটিত দলিলে প্রত্যেককে তাহার স্থায্য প্রাপ্য প্রশংসা দিবার নিমিত্ত জায়গা সব সময়ে রাখা যায় না ; কিন্তু ইহাও সম্পূর্ণ স্কায়সঙ্গত, যে, দলিলটির বয়ান এরূপ হওয়া উচিত নয় যাহাতে একজনের প্রাপ্য প্রশংসা बtछब्र थाश्री वणिक्क दूकांग्र ।” টাটা-কোম্পানী শেষ প্রস্পেক্টস্ বাহির করিয়াছিলেন কিন এবং ঋরিয়! থাকিলে তাঁহাতে বম্ব মহাশয়ের কুক্তিত্ব স্বীকৃত হইয়াছিল কিনা, জানি না । কিন্তু ইহা সত্তোষের বিষয় যে সম্প্রতি জামশেদপুরে কারখানার সাধারণ ম্যানেজার বানান সাহেবের সভাপতিত্বে যে সৰ্ব্বসাধারণের সভা ছয়, তাহাতে প্রমথনাথ বস্থ মহাশয়ের কীৰ্ত্তি প্রশংসিত এবং উাহার স্মৃতিরক্ষা করিবার প্রস্তাব গৃহীত হয় । কীনান সাহেব আমেরিকান। ইহাও বক্তব্য, স্কে জামশেদপুরের কারখানায় বস্ব মহাশয়ের পুজের ধণাযোগ্য কৰ্ম্মে নিযুক্ত আছেন । আজকাল কেহ বিদ্যালাভ, বাণিজ্য বা দেশভ্রমণের জল্প সমূদ্র পার হইয়া বিদেশে গেলে, দেশে ফিরিয়া আলিবার পর তাহাকে প্রায়শ্চিত্ত করিতে হয় না। বক্ষ মহাশয়, পঞ্চাশ"