পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سنة ج عنه মারা যাইত। মেরী ওটলি মণ্টেগু স্বদেশে ফিরিয়া সৰ্ব্বপ্রথমে নিজের কন্যাকে টকা দেওয়াইলেন । তথন হইতেই ইংলণ্ডে টীকা লইবার পদ্ধতি প্ৰবৰ্ত্তন করা হইল ; . কিন্তু দেখা গেল যে, তদানীন্তন পদ্ধতি দ্বার টীকা লইবার ফলে যে ব্যক্তি টীক। গ্রহণ করিভ দে নিজে বপস্তরোগের আক্রমণ হইতে মুক্তিলাভ করিড বটে, কিন্তু আশপাশের লোকদিগের মধ্যে বসন্তরোগ ছড়াইয় পড়িড । স্বতরাং সেই সময়ে টকা প্রহণ করিবার পদ্ধতি জনপ্রিয় হয় নাই এবং আরও কার্যকর প্রতিষেধক ঔষধের আবিষ্কার করা আবশ্যক হইম্বা পড়িল। জেনার নামক একজন সাধারণ চিকিৎসক এক অভিনব উপায়ে এই ঔষধের আবিষ্কার করির পৃথিবীতে অমর কীৰ্ত্তি রাথিয় গিয়াছেন। এই প্রসঙ্গে জেনারের গবেষণা সম্বন্ধে কিছু বিবরণ দেওয়া অপ্রাসঙ্গিক হুইবে না। এডওয়ার্ড জেনারের এবং তাহার মাত ধৰ্ম্মযাজক কন্ত । fপত্তা একজন একজন ধৰ্ম্মযাজকের এডওয়ার্ড জেনার জেনারের মাতুল-বংশের সকলেই ধৰ্ম্মযাজক ছিলেন এবং তাহার সকল ভীরই ধৰ্ম্মযাজকের সহিত বিষাং হইয়াছিল, কিন্তু এইরূপ আবহাওয়ার মধ্যে বৰ্দ্ধিত হইয়াও প্রাকৃতিক ় প্রবাসী ; ఏSBS বিজ্ঞান শিক্ষার জন্য র্তাহার প্রবল আগ্রহ হয় এবং ত্ৰিষ্টলের নিকটবর্তী সড়বেরী f Sodbury ) নামক স্থানে ড্যানিয়েল লাঙলো ( Daniel Ludlow )এর অধীনে শল্যবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র শিক্ষা করিতে গমন করেন। জেনার যখন হাসপাতালে লাঙলোর সহকারীরূপে কাজ করিতেছিলেন সেই সময়ে একটি গ্রাম বালিক। সেখানে চিকিৎসার জন্ম আসে। যথন বালিকাটিকে শোনান হইল ধে হয়ত সে বসন্তরোগে আক্রান্ত হইয়াছে, তখন সে দৃঢ়তার সহিত উত্তর দিল, “আমার বসন্তরোগ কখনই হইতে পারে ন, কারণ ইতিপূৰ্ব্বে আমার গো-বসন্ত হইয়াছিল " এই কথা শুনিয়া জেনারের মনে অত্যন্ত কৌতুহলের স্বাক্ট হয়, কারণ তিনি পূর্বেই জানিতেন যে মষ্টারশায়ারের গোস্বালা ও গোয়ালিনীদিগেরও এইরূপ ধারণা ছিল। তথন হইতেই তিনি মনে মনে এই বিষয়ে চিন্তা করিতে লাগিলেন । জেনারের মন কিরূপ অমুসন্ধিৎস্থ ছিল তাহ নিম্নলিখিত ঘটনা হইতে বেশ বোঝা বার। যখন তিনি সড়বেরীতে অধ্যয়ন করিতেছিলেন তখন এই প্রশ্ন ওঠে যে একটি মোমবাতির অগ্নিশিথার কেন্দ্রস্থলে অথবা উপরিভাগে– কোস্থানে উত্তাপ অপেক্ষাকৃত কম । অল্পভাষী জেনার বেশী বাদামুবাদ না করির মোমবাতিটিকে আপনার নিকটে টানিয়া মাইলেন এবং অগ্নিশিখার কেন্দ্রস্থলে কয়েক মূহূর্তের জন্ম আপনার অঙ্গুলি স্থাপন করিলেন। তৎপরে তিনি অগ্নিশিথার উপরিভাগে অঙ্গুলি স্থাপন করিলেন, কিন্তু তৎক্ষণাৎ উহু সরাইয়ু লইতে বাধ্য হইলেন। এইরূপে সহজেই উপরিউক্ত প্রশ্নের মীমাংসা হুইল । চিকিৎসা-বিদ্যা সমাপন করিয়া জেলার গ্লষ্টারশাম্বারে চিকিৎসা-ব্যবসা আরম্ভ কয়েন। কিন্তু তাহার সহস্র কাজের মধ্যেও তিনি গো-বসস্তের অদ্ভুত প্রভাবের বিষয় ভুলিতে পারেন নাই এবং অতিশয় আগ্রংসহকারে এই বিষরে গোয়ালাদিগের গল্প শুনিতেন। বৎসরের পর বৎসর ধরিয়া অতিশয় সহিষ্ণুতাসহকারে তিনি এই ষিধস্থ পুখামুপুঙ্খরুপে বিশ্লেষণ পরীক্ষা করিতে লাগিলেন। জেনার লক্ষ্য করিয়াছিলেন ধে গোজাতির মধ্যে বসস্তরোগ অপেক্ষকুত কম মারাত্মক । কিন্তু মানুষের মধ্যে এই ক্যাধি মহামারীর