পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- আষাঢ় টেলিভিসন । ළු8> একটা প্রদীপ ও পর্দা । দ্বিতীয় চাকৃতিটা একেবারে তুলেই দেওয়া হয়েছে । ধে-ঞ্জিনিয়টার ছবি পাঠানে হবে তাঁর সামূনে আছে ডিনটে গোল চাকৃতি। প্রথমটায় আছে বত্ৰিশটা লেঙ্গ, দ্বি শ্রীরটায় আছে চোঁকে-চৌকো ছোট গর্ত আর তৃতীয়টার আছে শ্রীঙের মত গোল পেচাল গৰ্ত্ত । আর এই শেষ চাকৃতিটার পরই আছে সেই বিদ্যুৎপরিবর্তক পেল বা বন্ধ । জিনিষটার গা থেকে আগে এই তিনটে চাকুভির ভেতর দিয়ে গিয়ে পড়ে ঐ যন্ত্রটার ওপর। প্রথম চাকৃতিটা মিনিটে ৮•• বার ৪ দ্বিতীয়ট। ১••• বার ঘোরানো হচ্ছে একটা মোটর দিয়ে। তৃতীয়ট। কিন্তু স্থির আছে। এই বোরানোর ফলে ঠিকু যেখানটা যেখানটা গৰ্ব পায়ু সেইখন দিয়ে আলোটুকু যেতে পারে আর বাকাটুকু জায়গা আলোককে ঘেভে দেয় না, তাই ছবিটা ঐ চৌকো লম্বা লম্বা সরু সরু মোট রেখার ভরে ওঠ আলোর বেশী-কম অনুসারে । এই অঞ্চলে যখন সেলের উপর পড়ে তখন তার প্রবাহটাও সঙ্গে সঙ্গে বড়ে বা কমে। এতক্ষণে আমরা বিদ্যুৎ-প্রবাহ পেলুম । এইটাকে কি ক’রে পাঠানো হয় দেখবার আগে আর একটা জিনিষ আমাদের লেপা দরকার। এই বে শ্বে রনের শক্তি, তা পাওয়া যায় কোথা থেকে ? একটা মামুব ভ আর বসে-বসে চাক ঘোরাতে পারে না, তাই ডি. সি. ধোটর’ (D.C. motor) fTV SöIC# চালানো হয়। কিন্তু প্রেরকয়স্ত্রের মত গ্রাহকযন্ত্রের প্রথম চাকৃতিটাও মিনিটে ঠিক আট-শ বার ঘোরানো দরকার, তা ন৷ হ'লে আমরা স্বে ছবি পাব তা আসলের থেকে অনেক তফাৎ zą www i wsfè ·æ... fà cæaftwözo (A. C. Generntor) লাগানো হয় -বার কাঞ্জ ওদের একই গতিতে চালানো। এর থেকে ঘেটুকু বিদ্যুৎ-প্রবাহ পাওয়া যায় সেইটে আর ঐ সেল থেকে তৈরি প্রবাহুটা একসঙ্গে মিলিয়ে ছেড়ে দেওম্ব হয় ইথারের ঢেউয়ের ওপর । এই প্রবাইট ঢেউয়ের উপর চড়ে দিগ্বিদিকে ছুটে বেড়ায় আর যেখানেই গ্রাহকযন্ধ পায় সেইখানে গিয়ে ছু-ভাগে বিভক্ত হয়ে ধায় । '*'ssacaß-LTz (alternating current #1 siCA চালায় সেখানকার এ সি জেনারেটরটাকে.মিনিটে ৮•• বার করে, আর সেলের প্রবাহটা গিয়ে জালায় একট। বল্বকে। সেই আলোট তৃতীয় ও প্রথম চাকৃতির ভিতর দিয়ে পড়ে একটা পর্দার উপর অসংখ্য সরু মোট রেখাকারে এবং তার থেকে গড়ে ওঠে সেই জিনিবের ছবি । -- আপনার সকলেই হয়ত রঙীন ফিল্ম দেখেছেন। ধার ধেমন রং ঠিক তেমূনটি যখন ফুটে ওঠে ছবির গায়, তখন কি স্বন্দরই না দেখায় । এক দেশ থেকে আর এক দেশে রঞ্জন । ছবি পাঠাবার ব্যবস্থাও হয়েছে। কেমন ক'রে তা সম্ভব হয় জানতে গেলে আমাদের প্রথমেই নিতে হবে তিলটেগৰ্ত্তওয়াল একটা গোল চাকৃত্তি । তার একটায় নীল, একটা লাল এবং অপরটা সবুজ ফিল্টার দেওয়া হ'ল। তারপর তিনটে ফোটো সেল এমনভাবে সাজানো হ’ল ষে প্রত্যেক ফিলটার থেকে আলো এসে ধেন আলাদা ভাবে ঐ তিনটে সেলের উপর পড়ে। তার প্রত্যেকটা থেকে যে প্রবাহ হ'ল তাই পাঠানো হ’ল ঠিক বেতারের মত। চলতে চলতে তারা গিয়ে পড়ল গ্রাহকযন্ত্রে। সেখানে কিন্তু এবার একটা প্রদীপের বদলে ছটে রাখা হয়েছে—একটা নিয়ন ( Neon) so-sf; or wastiffon (helium ) *IITn e vitat, arc~~, ... ( mercury vepour) ভত্তি। লাল ফিস্টারের আলোটা জালাৰে নিয়নে-ভক্তি দীপাধারকে এবং নীল ও সবুজ আলোগুলো জালাবে দ্বিতীয়টাকে । কিন্তু এই সব কাজ এমনিভাবে চল চাই ধেন একটা অন্যটার সঙ্গে মেশবার স্বযোগ না পাম্ব, অর্থাৎ ধখন ন্যিল-দীপটা জলবে তখন অন্তটা জলবে না, আর যখন দ্বিতীমটা জলবে তখন প্রথমটা নেবানো থাকবে। এমনি ক’রে