পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- - আষাঢ় ডাক্তার ডায়েরীর দুটো পাতা ৩৬৯ সাহেব বলেছে—আর বট মাস সৰুর কর অনুপম, একটা স্কলারশিপ জোগাড় ক'রে তোমামু জাৰ্ম্মানীতে পাঠাব। আহি অমল সাহেব হয় না। বেঁচে থাক সাহেব। কৃতজ্ঞড়ায় অজ্ঞাতে বুদ্ধার চোগের জল ঝরে পড়ল ফোটা। সে আবার বলল—ম্বন্থ আমার জাৰ্ম্মণী থেকে ফিরে এলে আমায় আর খাটতে হবে না। ছেলে আমার তেমন নয়। আমি বললাম-স্কলারশিপের টাকা ছাড়াও যে অনেক ট্যকার দরকার, বিদেশে যেতে হলে । তার কি হবে ? মান হাসি হেসে বৃদ্ধ বলল—তোমাদের আশীৰ্ব্বাদে, যে দু-দশ টাকা জমিয়েছি তাতেই আমার চলবে আর উনি যে টাকাটা রেখে গেছেন, তা আমি ছুইও নি, যদি আমুর কাজে লীগে তো ভালই । খাই হোক আনি তার চোখ পরীক্ষা ক'রে ছানির সন্ধান পেলাম, বললাম—কাটান ছাড়া উপায় নেই। বৃদ্ধ শিউরে উঠে বললে—ন, ডাক্তারবাৰু, কাটাকুটিকে আনি বড় ভস্থ করি । অপারেশন করলে আমি কখনও বঁচিব না। অল্প ফিরে আসা পর্যন্ত আমায় বঁচিতে দিন । যদি বাইরের ওষুধ কিংবা চশমাতে হয়, তাতেই জোড়াতাড়া লাগিয়ে কটা বছর চালিয়ে দেব । কাজেই একটি ভাল চশমা ঠিক করে দিয়ে বললাম— এতে কিছুদিন চলবে । তারপর ক-বছর কেটে গেছে, আমি বৃদ্ধার কোন খবর পাই নি এর মধ্যে । হঠাৎ একদিন খবরের কাগজে দেখলাম তার ছেলে বার্লিন থেকে এম-ডি ও লণ্ডন থেকে এম-আরপি-পি পাস করেছে,—এই দু-দিন হ’ল সে দেশে ফিরেছে। বৃদ্ধার এই আনন্দের দিনে তাকে দেখতে গেলাম, দেখলাম সে তখনও আগের মত পরিশ্রম করছে । বললাম—আর কেন দিদিম ? ছেলে তো জগৎজোড়া নাম কিনে দেশে ফিরল। সে কোথায় ? বুদ্ধ। বলল-ই ডাক্তার বাৰু । সে এসে একটা হোটেলে আছে। পাস করেছে, তার পলার আছে, এ গলির মধ্যে থাকলে চলবে কেন ? ছেলে পামও করে এল এদিকে, বিয়েরও ঠিক করেছে; জাগজে একটি মেয়ের সঙ্গে। দু-মাস বাদেই তাদের বিক্ষে-আহা বাছার স্বধে থাক। এই ভাদের বিয়েতে দেব বলে, বৌমার জন্তু লেসের জামা কাপড় তৈরি করছি। বিম্বের পরই ছেলে 8ፄ÷፭ | - বে নিয়ে একসঙ্গে থাকব। আমি বললাম, বা বেশ। তা এখন চোখ কি রকম আছে দিমি বৃদ্ধ বাল-বড় একটা দেখতে পাইনে ডাক্তারবাৰু। জানি না এ পোষাকটা শেষ করতে কত দিন লাগবে, আজকাল তো আর আগের মত - তাড়াতাড়ি কাজ করতে পারিনে । -- - তার ছচোখের তারা ভাল কম্বে মেখে, আমি স্পষ্টই তাকে কলামৰে এবার অপারেশন না করলে একেবারে শুদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। এক মাসের মধ্যে দৃষ্টশক্তি । লোপ পাবে। দিদিম বলল-কিন্তু আমায় যে এ-পোষাকটা শেষ - করতেই হবে, অতুর বিম্বেতে দেব ষে ডাক্তার স্বাবু - "*" -, বুদ্ধ কেঁদে ফেলল , অবশেষে মরিয়া হয়ে চোখ কাটাতে - - - রাঙ্গী হ’ল । - অপারেশনে সফগই পাওয়া গেল। চোখ কাটাখার পর মােটা লেন্সের মানি লেখেতে পেত। - বাড়ি ফিরে এসে তার প্রথম কাৰ লক্ষেগুলি वाचকরে অসমাপ্ত লেসের কাজে লেগে খাণ্ডস্থা। বুড়ে বলেগু তার এত কৰ্ম্মতৎপরতা দেখে আশ্চৰ্য মনে থাকতে । পারলাম না। বুদ্ধার উৎসাহ দেখে কে ভাবলম্ব স্বাক্ষ, কিছু দিন পরেই বুড়ী যে বেটা নিম্নে স্বর্থী হবে। --

  • বেচারা দিদিম । চোখ কাটাবার পর পাঁচ বছর হয়ে । গেছে, কিন্তু এখনও তাকে কঠোর পরিশ্রম করতে হয় জৰ তার লেসগুলি আগের মতন হুঙ্ক হয় না। बरल ভার আঙুলগুলি দু হয়ে এসেছে। কাজ করতে করতে মাকে মাঝে চোখ বেয়ে তার জল উপছে পড়ে–নিজের অক্ষতার জন্য সে দোষ দেবে কাকৈ ?

সে কাজ করে মনে একটা ধারণ তিক্ততা নিয়ে, আগের মত আনন্দে নয়। কাজ স্বশ্ব হয় না বলে জিনিষের তার স্বাম কমে ত গেছেই, খরিদ্ধারও কমে গেছে সংখ্যা -

  • --

আজকাল বাড়িভাড়া জোগাতেই তার কষ্ট হয়, আৰ । কমে গেছে ষে। আগে একটি বি ছিল বাজার-হাট কয়, থরিদ্ধারের বাড়ি খাওয়া ও দেখাশোনার জন্ত–অর্থাভাবে ডাকেও ছাড়িয়ে দিতে হয়েছে। এক দিন কতকগুলি লেসের - 景 -- * ,