পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাকা বললেন, “জানি নাই ও এত, - বরের যেম ক্ষয়ুরোগের মত | ভাল মত বিচার করে দেখ সব কথা, এর সাথে কি বিষে দেওয়া উচিত হবে, দাদা ?” | | বাবা বললেন, "কপাল ছাড়া পথ ত আর নাই, | কপাল ঠুকে এর হাতেই দিতে হবে, ভাই। বিয়ের দিনে বর যদি যায় ফিরে সমাজে মুখ দেখাব কি ক’রে ? এতগুলি মেয়ে ঘরে, উপায় হবে কি ? কপাল ঠুকে এর সাথেই বিয়ে দিয়ে দি ” শুনলাম, তার হয়েছে জর চড়েই রেলের গাড়ী। বাড়ি গিয়ে ডেকে বললেন ভাঙ্গে, “আসতে ওকে দিও না মোর কাছে ; দেখলে ওকে জলে আমার দেই— মরধান সময় একি গলগ্রহ ” বিয়ের পরে গেলাম শ্বশুরবাড়ি, - | বৌ-পরিচয়, ফুলশয্য, হ'ল না বৌভাত, আদর করে কেউ এসে মোর ধরন্স না ক হাত । } অবহেলা অনাদরে হইয়ে মলিন নিয়াননে গৃহকোণে থাকি নিশিদিন । శెజ్ఞ్గ

- দশ দিনের সকালবেল ব্যাকুল মেধি সবে, করছে সবাই কানাকানি আজকে কিছু হবে - সন্ধাৰেল লোকের ভিড় ছিল না তেমন ঘরে - দেখতে গেলাম কে আমাকে এনেছে বিয়ে করে। । আমায় দেখে রোগী তখন বললেন ক্ষীণ স্বরে, - “তুমি কেন এলে আমার ঘরে ? -- তোমায় দেখে অম্বতাপে জলে আমার মন, - । জানি না কেন হয়েছিল দ্বমতি এমন! - চিরন্ধুঃখ দিয়ে গেলাম এ-জন্মের তরে, - চিরশত্রু ছিলাম আমি, রেখে মনে করে।" - - - রাত দশটায় সেদিন সব হয়ে গেল সারা- বুঝলাম না ধে কি পেয়েছি, কি হয়েছি হার। -- থান পরিয়ে সাজিয়ে লি বিধবার সাজে, । মুছিয়ে দিল পিছন্দুকু ছিল পিথির যাবে। - , --- হয়ে আছি সংসারের সকলের ভার, - অমল আসেনানি পরশে আমার। -- বাঙালী-ঘরে এমনিতর কতই আছে মেয়ে, -- জীবন বাটা এমনি তার চিরস্থাৰ পেৰে - ു ভাবে মনে জন্মাস্তরে করেছি ৰুতই পাপ । -