পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ber

  • প্রবাসী;

অধিকার জন্মে না এবং ঠিক ঐ জিনিষই তাহাকে দরকারমত ফেরত দিতে বাধ্য থাকিতে হয় । ব্যাঙ্কের অধিকার এবং দায়িত্ব চলতি হিসাবে ডিপজিটের টাকা আমানতকারী চেকের স্বারা আবশ্যকমতে বাহির করিতে পারেন, কিন্তু এই চেক বে তারিখে ইন্ধ করা হয় তাহার পর উপযুক্ত সময়ের মধ্যে বাক্ষে দাখিল হওয়া চাই। এই উপযুক্ততা অবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ যেখান হইতে চেক ইশ্ন করা হয় সেখান হইতে সাধারণতঃ কত সময়ে উহা ব্যাঙ্কে আসা উচিত, ऋषहे अडिब्रिङ गभग्न निझा ८म-क्षिप्रं विाद5न। रुद्र ट्य । ব্যাঙ্ক বিনাকারণে কোন চেকের টাকা না দিলে উহাকে জামানতকারীর নিকট ক্ষতিপূরণের জন্য দায়ী হইতে হয়। সাধারণভাবে মস্কেলের যে-সকল জিনিব ব্যাঙ্কে জামিনস্বরূপ থাকে, হিসাবের খরচের থাভাষ পাওনা হইতে দেন। অধিক হুইলে, বিশেষ এক্সিমেণ্ট ভিন্ন ব্যাঙ্কের তাহার উপর দাবির অধিকার থাকে ; কিন্তু নিরাপত্তার জন্য কোন সম্পত্তি ব্যাঙ্কে আমানত রাখিলে, এজন্য তাহার উপর ব্যান্ধের কোন অধিকার জন্মে না। বিশেষ উপযুক্ত স্থল ভিন্ন ব্যাঙ্ক মঞ্চেলের হিসাবের অবস্থা গোপন রাখিতে বাধা, অন্যথায় উহাকে ক্ষতিপূরণের দাৰী হইতে হয়। চেক কাহাকে বলে ? বে ব্যাক্ষে টাকা আমানত আছে তাহার উপর চাহিবামাত্র (on demand) নিজেকে কিংবা অপরকে কোন নির্দিষ্টসংখ্যক টাকা দিবার কোন প্রকার সপ্তবিহীন অর্ডারের নাম চেক। কোন সৰ্ভযুক্ত অর্ডার কিংবা এক ব্যাঙ্কের অপর ব্যাঙ্কের কিংবা উহার নিজের কোন শাখার উপর অর্ডার চেক নহে। ষে অর্ডার চাহিবামাত্র দিবার জন্ত নহে তাহাও চেক নহে। চেকে কোন উপরি দিন (days of grace) নাই। ধিনি চেক দেন তিনি চেকদাতা (drawej), শ্বাহার উপর দেওয়া হয় তিনি প্রদানকারী (drawee) এবং যিনি টাকা লইবেন তিনি গ্রহীতা (payee)। চেক-ধাতা নিজেও গ্রহীত হইতে পারেন। চেকের অনেক সুবিধা আছে। নগদ টাকা এক স্থান হইতে অন্য দূরবর্তী স্থানে পাঠাইতে নানারূপ অসুবিধা ইহাতে দূর করে এবং এজন্য অনেক খরচ কমিয়া যায়। দুই দিক হইতেই ব্যবসায়ীদিগের যখন টাকা পাঠানোর আবহুক হয় তখন পরস্পর চেক পঠাইলেই ঐ চেক ব্যাঙ্কে গিঞ্জ নগদ টাকা ব্যবহৃত না হইয়াই যেনাপাওনার হিসাব মিটিয়া যায়। টাক পাঠানো অপেক্ষ চেক পাঠানে নিরাপদও বটে । চেক বাহককে প্রদের ( bearer) কিংবা অর্ডারে প্রদেয় হইতে পারে । যখন চেকের টাকা কোন বিশেষ ব্যক্তিকে কিংবা বাহককে দিতে অথবা কোন ব্যক্তির নাম না করিয়া কেবল বাহককেই দিতে বলা হয় তখন উত্ব ‘বাহুক চেক'। আবার ধখন অর্ডার চেকের পিঠের শেষ দস্তখতে কোন গ্রহীতার নাম সংযুক্ত না থাকে ( blank ) তখনও উহা ‘বাহক চেক হইয়া যায়। একবার বাহক চেক ইস্ব করিলে আর কোন দস্তখত দ্বারাই উহ! অর্ডার চেক করা যায় না । এই নিয়মই বরাবর ছিল, কিন্তু বোম্বাই হাইকোর্টের একটি বিচারের ফলে এই নিয়ম বাতিল হইয়াছে। চেকে দস্তখত যখন কোন ব্যক্তিবিশেষের অর্ডারে টাকা দিবার জন্ম চেক ইশ্ন করা হয়, তখন চেকের পূৰ্ব্বে ঐ ব্যক্তির সহি ভিন্ন টাকা পাওয়া যায় না। যখন 'অর্ডার" না লিখিম্বা কোন ব্যক্তির নামে চেক দেওয়া হয় তখন তিনি টাকা পাইতে পারেন, কিংবা তিনি উহার পিঠে সহি করিয়া উহ। অডার চেকে পরিণত করিতে পারেন। অডার চেকের পূৰ্ব্বে কেবলমাত্র নিজ নাম দস্তখত করিলে Satta 'rita? "f (blank endorsement ) atml এইরূপ চেকের পূর্কে আর কোন সহি হইয়াও যতবার ইচ্ছা হস্তান্তর হইতে পারে । “সাদা সহি না হইয়া কোন ব্যক্তিবিশেষকে দিবার জন্মও চেকের পূৰ্ব্বে সহি হইতে পারে। এরূপ কোন নাম দিলে তাহাকে ‘বিশেষ সহি (special endorsement) বলে এবং সেস্থলে ঐ ব্যক্তির সহি ন হইলে উৎ হস্তান্তর হইতে পারে না। যখন কোন চেক বিশেষভাবে কেবল কোন বিশেষ ব্যক্তিকেই এক্টত । করিয়া দেওয়া হয়, তখন ঐ বিশেষ ব্যক্তি ভিন্ন অপর কেহই