পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| - 82° চেক হস্তান্তর করা এবং তজনিত নানা অবস্থার উদ্ভব ‘বাহুক চেক হইলে যাহাকে ইচ্ছা প্রদান করিম্বাই এবং “জর্ডার চেক হইলে দস্তগত করিম প্রদান করিলেই চেকের স্বত্ব হস্তান্তর করা ধায় । সঙ্গত কারণ ভিন্ন ব্যাঙ্ক কেন চেকের টাকা দিতে অস্বীকার করিলে, চেকাতায় কোন ক্ষতি না হইয়া থাকিলেও, ব্যাঙ্কের বিরুদ্ধে নালিশের কারণ হইয়া থাকে। কোন ব্যবসায়ের দেনা-পাওনার চেক হইলে ঐ ব্যবসায়ের প্রচলিত রীতি অনুসারে উপযুক্ত সময়ের মধ্যে চেক ব্যাস্কে দাখিল করিম্ভে হয় । চেক-দাতা উহা প্রত্যাহার করিয়া ব্যাঙ্ককে জানাইলে, ব্যাঙ্ক চেক-দাতার মৃত্যু কিংবা দেউলিয়া হইবার সংবাদ পাইলে, কিংবা কোর্ট হইতে ছিণবের টাকার উপর দায়ুযুক্ত কোন হুকুম পাইলে, ব্যাঙ্ক চেকের টাকা দেওয়া বদ্ধ করিতে বাধ্য। জাল সহির কোন চেক কেহ ভাঙাইয় গইলে সেজন্য ব্যাঙ্ক পান্ধী, কিন্তু চেকদাভা যদি র্ডাহার ব্যবহারের দ্বারা ব্যাঙ্ককে কোনরূপে বিশ্বাস করিতে দেন যে, উহার দস্তখত জ্বাল নহে, তবে ব্যাঙ্কের এ-বিষয়ে দায়িত্ব থাকে না। চেক একবার অন্য ব্যক্তিকে দেওয়া হইলে ঐ ব্যক্তির গহিজালের জন্য ব্যাঙ্ক দায়ী নহে । কারণ ব্যাঙ্ক এরূপ অবস্থায় পাওনাদারের কোন সনাক্ত দাবি করিতে বাধা নহে। S DDD DBBBB BBBB BBS BBS BBS BBB BB কোন ভূল থাকে কিংবা যখন উহা উপযুক্ত সময়ের মধ্যে দাখিল করা না হয়, তখন ব্যাস্ক ইচ্ছা করিলে চেঙ্কের টাক না দিতে পারে। টাকা না দিলে উহার কারণযুক্ত স্লিপসহ চেক ফেরত দেওয়া হয় । এ-অবস্থায় গ্রহীতা দাতার নিকট টাক আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করিতে পারেন। সাধারণত: দেশের চেক হইলে ছয় মাস এবং বিদেশী চেক হইলে বার মাসের অধিককাল এই উপযুক্ত সময় বলি৷ পরিগণিত হয় না । বাঙ্ক এইৰূপ পুরাতন চেকের টাকা না দিলেও তাঁহাতে চেকদাতার দায়িত্ব যায় না এবং গ্রহীত, দাবি সাধারণ স্থাইলে তামাদি হইয়। যাইবার পূৰ্ব্বে, যে-কোন সমস্থে উহা আদায়ের ব্যবস্থা করিতে পারেন । এই বিলম্বের সময়ের মধ্যে যদি ব্যাঙ্ক ফেল পড়ে, তাহা হইলে এই বিলম্বজনিত তাহার যথার্থ ক্ষতির টাক। তিনি রেহাই পান । 8প্রবাসী3; l هډSoBده চেক কোনরূপে হারাইয় গেলে তৎক্ষণাং উহার টাকা দেওয়া বদ্ধ করিয়া ব্যাঙ্ককে চিঠি দেওয়া দরকার, কারণ একবার চেক ভাঙান হইলেই ব্যাঙ্কের এ-বিষয়ে দায়িত্ব চলিয়া স্বায়। কিন্ধ উপরিউক্ত পত্র পাওয়ার পরও টাক দিলে ব্যাঙ্ককে দায়ী হইতে হয় । "3"I Bifax fTAl C5# fTA(post-dated cheqne) উহ! সেই তারিখের পূৰ্ব্বে ভাঙান স্থায় না। এই প্রকারের চেক বিশেষ কারণ ব্যতীত দিলে খুব সতর্কতার সহিত গ্রহণ করা উচিত, কারণ সাধারণত: ব্যান্ধে উপযুক্ত পরিমাণ টাকার অভাবই এরূপ চেকের আবশুকতা আনয়ন করে । CŞto Ffos (Crossing of Cheques) বাহক চেক কিংবা অর্ডারী চেক উভয়কেই "থেলা' চেক বলা যায়, কিন্তু চেক ক্রস (cross) কল্পিম্বা দিলে উহাকে ‘বন্ধ চেক' নাম করা যাহতে পারে। আইন অনুসারে (Sec. 126 of the Negotiable Instruments Act) ধখন কোন চেক সাধারণ ভাৰে ক্রস করা হয় তথন উহ কোন ব্যাঙ্কের হাত দিয়া ভিন্ন এবং যখন উহা বিশেষ ভাবে ক্রস্ করা হয়, তখন যে-ব্যাঙ্কের নামে ক্রস করা হয়, উহার হাত কিংবা উহার এজেণ্টের হাত দিয়া ভিন্ন ভাঙানো যায় না। যেব্যাঙ্কের নামে বিশেষ ভাবে ক্রসূ করা হয়, ইচ্ছা করিলে ঐ ব্যাস্কে উহা ভাঙাইবার জন্য পুনৰ্ব্বার অন্য ব্যাঙ্কের নামে বিশেষ ভাবে ক্রস করিয়া দিতে পারে, কিংবা আদায়ের জন্য প্রেরিত কোন ক্রস-বিহীন চেক কিংবা সাধারণ ভাবে ক্রস-করা চেক উহার নিজ নামে বিশেষ ভাবে ক্রল করিতে পারে। সুতরাং এইরূপ চেকের সমস্ত ভবিষ্যৎ গণ্ডিবিধি আবশ্যক হইলে সহজেই নিৰ্দ্ধারণ করা বায় । zgrozāR Háfiểa (Not Negotiable) c5# পূৰ্ব্বেই উক্ত হুইয়াছে ষে চেক হস্তান্তর করা চলে। ইচ্ছা করিলে ক্রপ করার সহিত “not negotiable" অর্থাং হস্তান্তরের সপ্তবিহীন লিখিম্ন দিলে এই সৰ্ব থৰ্ব্বীকৃত হয়, অর্থাং সাধারণত: উহা আর হস্তাগুর করা চলে না। এ-বিষয়ে একটু কথা আছে। উপরিউক্ত আইন অহসারে -