পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سياسيR ఎంe মি: নিরুপম দাস, বি-এসসি ও মি: আহুপম দাস, বি-এসলি দু-জনের দেশে ফিরিবার দিন উপস্থিত হইল। হাটকোট পরিস্থা পূর্ণমাত্রায় সাহেব সাজিয়া প্রিয়নাথ বাবু পুত্ৰগণের আগমন-প্রতীক্ষায় হাবড়া ষ্টেশনে উপস্থিত হইলেন। ছয় বংসর পূৰ্ব্বে এবণই একদিন সাহেব সাঞ্জিয় তিনি পুত্রস্বম্বকে বোম্বাই এপলে বন্দরে পৌছাইক্স দিম্বাছিলেন। হাটকোট পরিয়া ঠিক ইংরেজ যুবকের নাম্ব নিরুপম ও অনুপম দুহাঙ্গে উঠিয়ছিল, সেই যুগলমূৰ্ত্তি প্রিয়নাথ বাবুর মানদনেত্ৰে সৰ্ব্বক্ষণ ভাদিম্ব উঠতেছে। দেখিতে দেখিতে অসংখ্য ইংরেজ, মারাঠী, পাঞ্জাবী, বিহারী, যাঙালী, উড়িম্৷ প্রভৃতি যাত্রী এফ বিছানা, যাকৃষ্ণ, ট্রাঙ্ক, মেলব্যাগ প্রভৃতি লইয়া বোম্বাই মেল প্লাটফর্মে আসিয়া দাড়াইল । প্রিনাথ বাবু রেশমী রুমালে চশমা পরিষ্কার করিয়া লইয় পুত্রদ্বষের অহসন্ধানে প্রথম শ্রেণীর কামর গুলির সম্মুখে ঘুরিতে লাগিলেন। কত বিলাতী সাহেব, বিলাতফেরং বাঙালী সাহেব, বিলাভ না-যাইয় সাহেব, প্রভৃতি যাত্রীগণ চুরুট-মুখে, ছড়ি-হুস্তে নামিম্বা পড়িল, কিন্তু নিরুপম ও অনুপমের কোন সন্ধান মিলিল না। ক্রমে দ্বিতীয় শ্রেণীর কামরগুলিও অসন্ধান করা হইল, বিস্তু প্রিনাথ বাবুর ' পুত্রদ্বম্ব উহাতেও নাই । প্রিয়নাথ বাৰু একটু হতাশ হইয়াই যেন প্লাটফমের এক কোণে দাড়াইম্বা রছিলেন। এমন সময় একটি মধ্যশ্রেণীর গাড়ী হইতে ধুতি চাদর-পরিহিত দুইটি বাঙালী যুবক ব্যাগ-হস্তে অবতরণ করিয়া প্রিয়নাথ বাবুর নিকটে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। সবিস্ময়ে প্রিযুনাথ বাবু দেখিতে পাইলেন র্তাহারই আত্মজ শ্ৰীমানূ নিরুপম ও অনুপম উাহার বিলাতী বুটের ধূলি মাথায় লইতেছে। ছয় বৎসর পূর্ব র্যাহার দেশে থাকিয়৷ বিদেশী সাজিয়াছিলেন, আঞ্জ উহারাই বিদেশ হইতে বাঙালী হুইথ আদিগছেন।