পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩e অন্ধপ দি কালক্রমে এই প্রবচনের স্বষ্টি না হয়, যে, "ভারতীয় ব্যবস্থাপক সভাও পালেমেণ্ট ", তাহ হইলেই আমর যথেষ্ট খুণী হুইব এবং এরূপ প্রবচনের স্বষ্টি হইবে না, যদি বাস্তবিক ভারতীয় রাষ্ট্রনৈতিক সকল দলের চেষ্টায় স্বরাজ লুব্ধ হয় এবং ভারতীয় ব্যবস্থাপক সভা সেইরূপ সমুদয় ক্ষমতা ও অধিকার লাভ করে যাহা স্বাধীন দেশসমূহের পালেমেণ্টগুলির আছে। কংগ্রেসের পালেমেন্টার বোর্ড পাটনা তাড়াতাড়ি গঠিত হইয়াছিল। এই জন্ম, এক দিকে দেখা যাইতেছে, যে, ইহার পচিশ জন সভোর মধ্যে পাচ জন আগ্রী-অযোধ্যার লোক, অন্য দিকে দেখা যাইতেছে, যে, আসাম, ব্রহ্মদেশ, উৎকল, মরাঠাভাষী মধ্যপ্রদেশ, সিন্ধুদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও রাজপুতানার কোন প্রতিনিধি ইহাতে নাই, শিখদের কোন প্রতিনিধিও ইহাতে নাই। বোর্ড অবশ্য প্রত্যেক প্রদেশের কৌঞ্চিল-প্রবেশfর্থী মনোনীত করিবার সময় সেই প্রদেশের কংগ্রেস-নেতাদের সহযোগিতা অনুসারে তাহা করিবেন। সুতরাং প্রত্যেক প্রদেশের প্রতিনিধি বোডে থাকা একান্ত আবখক নহে। তথাপি, যত দূর সম্ভব সব প্রদেশ হইতে এক জন করিয়া সভ্য বোড়ে লইলে ভাল হয়। এক জন শিখ প্রতিলিধি ত নিয়শ্চয়ই লণ্ডয়া উচিত । জাগ্ৰা-অযোধ্যার শ্রযুক্ত ঐ প্রকাশ ইস্তফা দিয়াছেন, সুতরাং উহার জায়গায় উল্লিখিত প্রদেশগুলির কোনটি হইতে কাহাকেও লওয়া যাইতে পারে ও লইলে ভাল হয়। পঞ্জাবের ডাঃ সভ্যপাল এই সৰ্বে ইস্তফা দিতে রাজী হইয়াছেন, যে, তাহার জায়গায় পঞ্জাবের কোন শিখ বা মুসলমানকে লওয়া হইবে। বেণ্ড স্থির করিয়াছেন, যে, তাহার ৮১ জন উমেদার *াড়া করিবেন । তাহারা ভরসা রাখেন, যে, ইহাদের অধিকাংশই, অন্তত: ৬৭ জন ভারতীয় ব্যবস্থাপক সভার সদস্য নিৰ্ব্বাচিত হইবেন । হইলেই ভাল । নব-স্বরাজ্যদল ও পালেমেণ্টারী বোর্ড আমাদের বরাবর এই আগ্রহই ছিল, যে, স্বরাজ-সংগ্রামে কৌঙ্গিলেও স্বরাজসেনা যেন এক দল থাকে। তাহ থাকিবার সম্ভাবনা হওয়ায় আমরা কিঞ্চিৎ সন্তোষ লাভ করিস্কাছি। ફ્રકારઃી છેઃ ఏ08S সন্তোষের আর একটি কারণ এই, যে, নব-স্বরাজ্যদল গঠিত ন হইয়া কংগ্রেসেরই পালেমেণ্টারী বোর্ড গঠিত হইয়াছে। নব-স্বরাজ্যদল বা তাহার নেতাদের প্রতি বিরাগবশতঃ আমরা এ কথা বলিতেছি না । দল ও উপদলের আতিশধ্যে ভারতবর্ষ বিপন্ন। তাহার উপর যে আরও একটা উপদল বাড়িল না, অথচ সেই হবু-উপদলের অভিপ্রেত কাজ হুইবে, ইহাই আমাদের সস্তোষের কারণ । মুনশী ঈশ্বরশরণ মুনশী ঈশ্বরশরণ আগ্র-অযোধ্যার একজন নেতা। বাড়ি গোরখপুর । দলহিসাবে ইনি মডারেট ; কিন্তু তাই বলিলেই ইহার ঠিক রাষ্ট্রনৈতিক পরিচয় দেওয়া হয় না। তিনি পূৰ্ব্বে ভারতীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন, কিন্তু ভারত-গবন্মেন্টের দমননীতির প্রতিবাদ স্বরূপ সদস্ত-পদে ইস্তফা দেন, এবং পরে গত সাধারণ নিৰ্ব্বাচনে আর কৌন্সিল-প্রবেশার্থী হন নাই। এখন তিনি আবার গোরণপুর ও কাশী জেলার প্রতিনিধি হইতে চান। দেশসেবার যোগ্যতা ও ইচ্ছা হিসাবে তাহার প্রতিনিধি নির্বাচিত হওয়াও উচিত। কিন্তু তিনি বলিয়াছেন. যে, তিনি প্রবেশাখী হইবেন যদি কংগ্রেস পালেমেণ্টারী বোর্ড তাহাকে তাহাঙ্গের তালিকাভূক্ত করেন, কিংবা তিনি স্বাধীন ভাবেও প্রবেশাখী হইতে পারেন যদি কংগ্রেস উক্ত দুই জেলার জন্য অন্ত কাহাকেও প্রবেশার্থী খাড়া না করেন। তাহার এইরূপ সঙ্কল্পের কারণ এই, যে, তিনি বিশ্বাস করেন, আগামী **Izq fi átsza (general electionn) wrap"R:MR প্রবেশ}র্থাদিগঞ্চে সফলকাম কবিধার জন্য প্রত্যেক প্রকৃত স্বহেশহিতৈষীর যথাসাধ্য চেষ্টা করা কর্তৃথা-তত্ত্বারাই দেশের স্বার্থ রক্ষিত ও কল্যাণ সাধিত হইবে। মুনশী ঈশ্বরশরণ স্বয়ং মডারেটু হইয়াও এইরূপ সম্বর করিয়াছেন এবং এইরূপ কথা বলিয়াছেন বলিয়া এবং আমরা এ-বিষয়ে তাহার সহিত একমত বলিয়া এই প্রসঙ্গের উত্থাপন করিলাম। আগ্রা-অযোধ্য প্রদেশে তিনি যেরূপ সঙ্কল্প করিয়াছেন এবং যেরূপ মত প্রকাশ করিয়াছেন, অন্য সব প্রদেশেও কংগ্রেসের ঘাহিরের অন্তত: কোন কোন রাষ্ট্রনৈতিক কৰ্ম্মী ও কৌন্সিল-প্রবেশাখী সেইরূপ সঙ্কল্প