পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় সম্পাদক ত হইয়াছেনই, অধিকন্তু উৎার বেতনভোগী পদার্থবিজ্ঞান অধ্যাপকও হইয়াছেন। সুতরাং অধ্যাপক রামনের আমলে বিজ্ঞান-সভায় যাহা তিনি করিতেন, ভবিঝং পালিত অধ্যাপক তাহা করিতে পারিবেন না। ইহা জানা কথা, যে, -ডক্টর মেঘনাদ নাহা সম্ভবতঃ পালিত অধ্যাপক ইষ্টতে রাজী হইতেন বদি ডাঃ মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান-সভার সম্পাদক রূপে বা অধ্যাপক রূপে তাহার তথায় প্রতিষ্ঠিত যন্ত্রগুলির সাহায্যে গবেষণা করিবার স্বযোগের সম্ভাবনা থাকিত । কিন্তু এই সম্ভাবন কি প্রকারে লুপ্ত হইয়াছে; তাহ উপরে বর্ণিত হইয়াছে। এখন প্রশ্ন হইতে পারে, বিজ্ঞান-সভায় প্রতিষ্ঠিত যন্ত্রগুলি ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের, সেগুলি ফেরত পাইলেই ত কলিকাভ! বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান-কলেঞ্জে সেইগুলির সাহায্যে পালিত অধ্যাপক গবেষণা করিতে পরিবেন, স্বতরাং উহার গবেষণ-কাৰ্য বন্ধ বা বিলম্বিত হইবে কেন ? কিন্তু মনে রাখিতে হইবে, ংে, যখন অধ্যাপক রাম পনর মাসের ছুটি লইয়। বাঙ্গালোর যান, তখন তিনি যুদ্রগুলি ৷েরত দিয়া বান নাই, যখন তিনি ঐ ছুটির শেষে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে ইস্তফা দেন, তখনও ধন্থগুলি ফেরত দেন নাই, সেগুলি ঠিক কার্ধ্যোপযোগী অবস্থায় এখনও আছে কিনা জানা নাই, এবং কোথায় আছে ও কথন ফেরত পাওয়া যাইবে, তাহাৎ জানা নাই। যদি কার্ধ্যোপযোগী অবস্থায় পরে কখনও সবগুলি ফেরত পাও. যায়, তাঁহ| হইলেও সেগুলির জুলু কলিকাত বিশ্ববিদ্যালম্ব বিজ্ঞানকলেজের হাতায় নুগুল গৃহ নিৰ্ম্মাণ করিয়া সেগুলির সব অংশ সংযোজিত ও স্থাপিত করিয়া কাজ আরম্ভ করিতে দুই তিন বৎসর সময় লাগিবে । এলাহাবাদে ডক্টর সাহা গবেষণাগারের জন্য ধন্ত্রপাতি কিনিবার টাকা গবন্মেন্টের নিকট হইতে পাইয়াছেন, ; র্তাহার গবেষণা চলিতেছে, বেতনও তিনি ১২৫০ পন, নিজের বাসগুপ্ত নিৰ্ম্মাণ করিয়াছেন । এ সকল ছাড়িম্ব তিনি গবেষণার যথেষ্ট সুধোগমিহীন কাঞ্জে যদি যাইতে ন-চান, তাহা হইলে তাই আশ্চর্যের বিযয় নহে। অবস্থাসমাবেশে কোন অ-ধাঙালী পালিত অধু পৃক নিযুক্ত ইষ্টলে তাহও আশ্চর্য্যের বিশ্বযু হুইবে না। কৈলাস পৰ্ব্বত আরোহণ বাঙালী যুবকদের মধ্যে বাইপিকুলে বা পদব্ৰঞ্জে দেশভ্ৰমণ, এমন কি পৃথিবীভমণ ব্ৰত ইতিপূৰ্ব্বে কেহ কেহু গ্রহণ করিয়াছেন । গুন ধাম্ব, সেকালে রামমোহন স্নাম তিধ্বত গিম্বাছিলেন । গত শ ১াব্দীতে চট্টগ্রামের রায় শরৎচঞ্জ | বাহাদুরের তিব্বভযাত্রা সুবিদিত। অপেক্ষাকৃত বিবিধ প্রসঙ্গ-তুরস্ক তুর্কদের জন্য 8ు আধুনিক সময়ে তীর্থযাত্র উপলক্ষ্যে কোন কোন বাঙালী কৈলাস পৰ্ব্বত ও মানসসরোবর ধর্শন করিয়াছেন। সম্প্রডি পরলোকগত স্তর আওতায মুখোপাধ্যামের তৃতীয় পুত্ৰ ইযুক্ত উমা প্ৰসাদ মুখোপাধ্যায় ও র্তাঃার বন্ধু ঐযুক্ত স্বধীরকুবার চট্টোপাধ্যায় যে কৈলাসধাত্রা করিয়াছেন, তাহ অন্য প্রকারের কাজ। ইহা দ্বারা প্রধানতঃ সাহসিকস্তা ও কষ্টসহিষ্ণুতার দ্বারা নূতন ভৌগোলিক ও অন্তবিধ জ্ঞান সঞ্চিত হইবে এবং বাঙালী ছেলেরা ধে এরূপ সাহসের ও শ্রমের কাজ এখনও করিড়ে পারে, ভাহা প্রমাপিণ্ড হুইবে । উক্ত দুই যুবকের সঙ্গে আরও চারি জন ফুটিবেন। উহার সকলে সফলকাম হুইবেন বলিয়ু আমরা মনে করি । কিন্তু এরূপ যুবকদের কৈলাস দেখিস্থ আসিধাই নিবৃত্ত হওয়া উচিত BBS BBS BBBBBB BB BBmm BB BBBB BBBBB শুগে ইউরোপীয় পৰ্ব্বতারোহীরা কি প্রকারে উঠে তাই ভাইদের নিকট হইতে শিখি। জামুন । ডাহার প। তাঙ্কার হিমালয়ের উচ্চতম শৃঙ্গসকলে আরোহণের চেষ্ট করিবেন। কৈলাস-আরোহণ শিক্ষানবীসীমাত্র । হিমালমের উচ্চশুঙ্গসকলে আমাদের যুবকদিগন্ধে উপযুক্ত শিক্ষানস্তর আরোহণে প্রবৃত্ত করাইকার গুঞ্জ সমুদয় বায়ুনিৰ্ব্বাহাৰ্থ স্তর রাজেন্দ্রনাথ মুখোপাধ্যাম্বের নেতৃত্বে একটি ফও খোলা উচিত। তুর্কনারাদিগের প্রগতি তুরস্কে বহুবিবাহ লুপ্ত হইয়:ছে, নারীথ অবরোধমুক্ত হইয়াছেন, বালিকদের শিক্ষা অবশুদেয় করা হইয়াছে এবং আফিলে, কারখানায়, হোটেলে, দোকানে নারীদিগকে কাঞ্চ করিযার অধিকার দেওয়া হইয়াছে। নারীরা ব্যবস্থাপক সভ আদির নির্বাচনে ধোগ দিতে পারেন কিনা—নির্বাচক ও নিৰ্ব্বাচিত হইতে পারেন কিনা-ভাং স্থির করিবার জন্ম তুরস্ক-গবন্মে ণ্ট একটি কমিটি নিযুক্ত করিয়াছিলেন। সেই কমিটি স্বপারিশ করিয়াছেন, ধে, নারীদিগকে পুরুষদের সহিত সুমান সৰ্বে এই অধিকার দেওয়া উচিত। তুরস্ক তুর্কদের জন্য - তুরস্কে সরকারী বড় চাকরী ত বিদেশীরা পাই না, অধিকন্তু কতকগুলি পেশা কেবল তুর্কদের জন্ম আইন দ্বারা রক্ষিত হইয়াছে। তদনুসারে গড় মে মাসে বিদেশী মোটরড্রাইভার, নাপিত, ঘরঞ্জি, মুচি, সেয়ারেস্তু বাঞ্জারের কেরানী এবং গামুক বাদকদের কাজ গিম্বাছে, এবং তিন হইভে বার মাসের মধ্যে বিদেশী সাধারণ শ্রমিক, হোটেলের চাকচু, অভিনেতা-অভিনেত্রী, ছাপাখানার প্রিন্টার, রাসায়নিক প্রধাবিক্রেতা, সরকারী চাকর্যে প্রভৃতির কাজ যাইবে।