পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রসঙ্গ—কাশীরাম দাসের স্মৃভিসভা 88: আষাঢ় নাই ইহা ভূদেব বাবুর বংশধরদের ও বাঙালীদের প্রশংসার বিশ্বম্ব নহে । এই সভায় সভাপতিরূপে খ্রযুক্ত রমাপ্রসাদ চন্দ একটি প্রবন্ধ পাঠ করেন । তাহ অন্যত্র সংক্ষিপ্ত আকারে মুদ্রিত হইল। স্মৃতিসভার উদ্যোক্তাদের সভাপতি শ্রযুক্ত হরিহর শেঠ এবং অধ্যাপক স্বনাস্তিকুমার চট্টোপাধ্যায় এক একটি প্রবন্ধ পড়েন। কুমার মুনীন্দ্রদেব রায় মহাশয় এবং অন্য কেত কেহ কিছু বলেন। আমরাও কিছু বলিয়াছিলাম। সে - সব কথা পরে হস্ত লিখিতে পারি । | দেখিয় বড় দুঃখ হইল, ঘে, ভূদেব বাবুর বসতবাটটি একেবারে ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। বাটটি যখন ভগ্নপ্রায় বা ভগ্ন হুইয়াছিল তখন তাহার বংশধরেরা তাহ মেরামত দ্বার রক্ষা করিতে পারিতেম—তাহারা সকলেঃ নিঃস্ব মহেন । ভূদেব যাবুধে ধাতব্য কমিরাজ ও হোমিওপ্যাথী ঔষধালয়ের ব্যবস্থ৷ করিয়া গিয়াছিলেন, তাহ চলিতেছে। কিন্তু যে ধ্বংসোন্মুখ কে-মেরামত গৃহে ঔষধালয় দুটি আছে তাহ দেখিলে হর্যোৎফুল্ল হওয়া যায় না। তিনি চুচুঞ্জর চতুষ্পাঠী চালাইবার জন্য r এবং বঙ্গের চতুষ্পাঠীর অধ্যাপকদিগকে বৃত্তি দিবার স্ক I বিস্তুর টাক। রাখিয়া বান। শুনিলাম, এখন মূলধন প্রায় সাড়ে ভিন লক্ষ টাকা হইয়াছে। চতুষ্পাঠীটি চলিতেছে, কিন্তু যে| গৃহে চলে তাঙ্গার বহির ও ভিতর দেখিলে মনে হয় না, যে, কেহু সংস্কৃত বিদ্যাকে শ্রদ্ধা করে । বৃত্তি অনেক অধ্যাপককে দেওয়া হয়। শুধু এই সংবাদে আমরা তৃপ্ত হইতে পারি না । সংস্কৃতের চর্চ বাড়িতেছে কি না, গভীর পাণ্ডিত্য জন্মিতেছে কিনা, শাস্ত্রশ্রেষ্ঠ শ্রীতির আদর ঘড়িতেছে কি না, প্রাচীন সংস্কৃত শাস্ত্র দর্শন বিজ্ঞান কাব্যাদি সম্বন্ধীয় গবেষণা হইতেছে কি না, ইত্যাদি সংবাদ বোধ করি হিন্দু ভারতীয়ের ও বাঙালীরা পাইলে তৃপ্ত হুইবে ।

রাজনারায়ণ বস্থর দেওঘরস্থিত বাট § রাজনারায়ণ বস্ন মহাশয় বাংলা সাহিত্যের জন্য, স্বদেশী প্রব্যে অনুরাগ বৃদ্ধির জন্ত, রাষ্ট্রনীতির আলোচনার জন্য, বিশুদ্ধ ধৰ্ম্মমত প্রচারের জন্য, সমাজসংস্কারের জন্য, এবং অন্য নানা দিকে দেশের মঙ্গলের জন্য যাই ফরিদ্ধা গিয়াছেন, - তাহা তাহার জীবনচরিভঞ্জেরা অবগত আছেন। তাহার o বন্ধু ভূদেব বাবু হিন্দুআচারনিষ্ঠ ছিলেন, তিনি তাহা ছিলেন না। অথচ তিনি এরূপ সাধু সাত্বিক প্রকৃতির ! লোক ছিলেন, যে, ভূদেব বাবু তাহার আচারনিষ্ঠার অভাব - উল্লেখ করিম সঙ্গে সঙ্গেই লিখিয়াছিলেন, যে, রাজনারায়ণকে * উপৰত দুeয়া উচিত ; অর্থাং উহাকে ব্রাহ্মণ করিয়া .*. লওয়া উচিত। - রাজানারায়ণ বাবুর শেষজীবন দেওবল্পে যাপিত হয় । __ త్థః - ht> তাহার বাড়িটি ঋণের দায়ে বিক্ৰী হইতে যাইতেছে। এটিকে ঋণমুক্ত করিয়া তাহতে লাইব্রেরী পাঠাগারণি স্থাপন করিয়া উহার স্মৃতিচিহ্ন-স্বরূপ ইহা রক্ষা কর বাঙালীদের কৰ্ত্তব্য। এই অভিপ্রায়ে একটি কমিটি গঠিত হইয়াছে। তাহার বৃত্তান্ত পাঠকগণকে বিজ্ঞাপনসমূহের মধ্যে সুজিত আবেদনে পাঠ করিতে অনুরোধ করিতেছি । -- - কাশীরাম দাসের স্মৃতিসভা |

ক্যটোমার নিকটস্থ সিঙ্গি গ্রামে মহাভারতকার কাশীরা দাস জন্ম গ্রহণ করেন। এই গ্রামে গত মাসে তাহার স্মৃতিরক্ষার্থ সভার অধিধেশন হয় । ਾਂ কলকাতা হইতে এবং লি স্বর চতুপার্শ্বস্ব গ্রামসমূহ হইতে জনক Bt BB BB BBBB BBBB BBBB BBBB BBB S উপর তোরণ নির্শিত হইয়াছিল এবং সেই সৰল তোরণ পত্র-পুষ্প ধারা । হসজ্জিত করা হইয়াছিল। অধ্যাপক যুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণ সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সভায় নিলিপিত প্রস্তাবগুলি সৰ্ব্বসন্মতিক্ৰমে গৃহীত হইয়াছেঃ(১) কাশীরাম রাপের স্থতিরক্ষার উদ্দেশ্নে লিপ্পলখিত ব্যক্তিৰঙ্গকে লই একট অস্থা কাৰ্যনিৰ্বাহক সমিতি গঠন করা হউক। এই সমিত স্বাধগুপ্ত হইলে আরও তিন জল সদগু নিৰ্ব্বাচিত করিতে পরিবেন। । এই যখিত বঙ্গী-সাহিত-পরিষৎ প্রভৃতি নিখিলবঙ্গীয় প্রতিষ্ঠানগুলির - - সহায়তায় একটি নিখিলবঙ্গ সমিতি গঠন করবেন। এই ঠিীর সমিত্তিই স্বামী কার্যকর হইবে। ইতিমধ্যে এই সমিতি কলিঙ্গতা সভাসমিত্তি । করিয়া সাধারণের মনোযোগ ও সহানুভূতি আকর্ষণ কfরবেন এবং ગુર્વ সংগ্ৰহ কপ্লিবেৰ । সভের তালিকা —মধ্যাপক মন্মথনাথ মুখুজো, প্রমথনাথ মুগুলো, অমূল্যচরণ বিদ্যাভূষণ, ডাঃ গুণীন্দ্রনাথ মুখুজে যুক্ত কমলাপতি চৌধুৰী, ছকড়িলাল চাটুজে, বিষ্ণুস্বাল ভট্টাচা", ক্ষিতীশচন্দ্র চাটুজ্যে, গঠিয়াম rigন, মি: মি এ মরোন, এস. ডি. ওঁ-কাটো লিখে স্বাঞ্ছয়া, নিতাল ভট্টাচাৰ্য, সন্তাপ্রসন্ন বাড়ঙ্গো, বিশ্বনাথ বাড়বে, জিপধ কুগু | রাসবিহারী মিত্র, সচ্চিদানন্দ চল, মুমণীমোহন চাটুজে, এবং ফণীন্দ্রচন্দ্র বস্ত্রী। - ৫) কাপুরাম গদ তিনলির বানে একট ইষ্টকনির্শিত : নিতি - করিতে হইবে। ইহাতে অন্ততঃপক্ষে একটি বড় হলঘর ও দুই পাৰ্থে । দুইটি ঋক্ষ থাকবে। হলটি পাঠাগার ও সুভূমিসিাগুর প্লস্ক বান্ধত হইবে ত্রক কস্ক দুইটতে পুস্তক ও অন্তান্ত সঞ্চমি স্থাকিল । (ক) পল্লীগ্রামের বালক-বালিকাদিগের প্রস্ত কোন শিক্ষার ব্যবস্থা নাই । সুতরাং সম্ভবপর হইলে এই মহস্থিধি গানে একটি উচ্চপ্রাথমিক বলিক-বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্কল্প ছিল। (৩) প্রতি বৎসর কাশীরাম দ্বাসের aীবনী ও উহার কার্ঘ্য সম্বন্ধে একটি প্রবন্ধ-প্রতিযোগিতা হইবে। এই প্রতিযোগিতা বঙ্গীগু-সাহিতাপাস্থ্যং কর্তৃক পরিচালিত হইবে এবং যাহার প্রবন্ধ মঞ্চশ্রেষ্ঠ শিল্পী পরিগণিত হইবে ইহাকে কাশীরাম দাস হুবর্ণপদক প্রদত্ত ছইনে । গ্রক ক্ষিতীশচন্দ্র চাটুজ্যে বলল, গজু বংগৰ পূৰ্ব্বে ১৩১৪ সালে কয়েঞ্চ জন বালক স্বৰ্গীয় কাশীরাম স্বাসের স্মৃতিরক্ষার সঙ্কল্প করেন এক তদুদেশে কয়েকখানি পুস্তক সংগ্ৰহ করির কপিরাম স্বাস শুতিপুস্তকালয়

  • ,

പ് - –