পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيgat Rপ্রবাসী; ఏ98S মাইল দূরে । এখন টাঙ্গার এক ঘণ্টার মধ্যেই মথুর। হইতে বৃন্দাব । যাওয়া যায় । অতএব আধুনিক বৃন্দাঘন প্রাচীন বৃন্দাবন নহে । যমুনার গতি পরিবর্তিত হওয়ায় প্রাচীন বৃন্দাবন যমুনাগর্ভে গিয়াছিল অনুমান হয় । মথুরার নিকটে নুতন বৃন্দাবন স্থাপিত হয় । কবে বৃন্দাবন জলপ্লাবিত হইয়াছিল ঠিক বলা যায় না । বলরামের জন্মকাল আনুমানিক ১৪৬০ খ্ৰীঃ-পূঃ । এই ভূমিকম্প বলরামের জীবিতকালে হইছিল কিনা তাহাও নিশ্চিত বলিবার উপায় নাই, কারণ পরবর্তী কালের ভূমিকম্পও সঙ্কর্ষণাবতার বলরামের কীৰ্ত্তি বলিয়াই কথিত গুইবে । বলরামের কীৰ্ত্তি-স্বরূপ আরও একটি ভূমিকম্পের কথা পুরাণে পাওয় বার । বিষ্ণুপুরাণ পঞ্চমাংশ পঞ্চত্রিংশত অধ্যারে লিথিত আছে, “পরাশর কহিলেন,—চে মৈত্রেয় অনন্ত, অপ্রমে ধরণীধারী শেষের কীৰ্ত্তি বলিতেছি শ্রবণ কর ।” কৃষ্ণতায় জাম্ববতী-পুত্র বীর শাম্ব দুর্য্যোধন-কন্যাকে বলপূর্বক তরণ করেন । তাঙ্গতে কৰ্ণ দুর্য্যোধন ও অপর কুরুবীরগণ শাম্বকে যুদ্ধে পরাজিত করিয়া বন্দী করেন । বলভদ্র দুর্য্যোধন প্রভৃতিকে শাম্বকে ফিরাইয়| দিঘার জন্ত অনুরোধ করিলে তাহার বলভদ্রকে কটুবাক্যে অপমানিত করেন । তখন চলায়ুধ কোপে মত্ত ও আধূর্ণিত হইয় পার্কি ভাগ গোড়ালি ) স্বারা বহুধা তাড়িত কfরলেন । মহাত্মা বলভদ্রের পদতল-প্রচারে পুর্থী বিদারিত হইল । সকল দিক শব্দে পূরিত করিয়া বলভদ্র বাছবাস্ফোটল করিলেন । মদলোলাকুল কণ্ঠে বলয়াম বলিলেন, “কুরুকুলাধীন হস্তিন-নগরীকে কুরুগণের সহিত উৎপাটিত করিয়া ভাগীরথীমধ্যে নিক্ষেপ করিব।” মুঘলায়ূধ বলরাম কৰ্ষণাধোমুখ লাঙ্গল হস্তিনাপুরীর প্রাকারে বিস্তস্ত করিয়া নগরীকে আকর্ষণ করিলেন । অনন্তর সেই নগরী স স আর্ণিত হইতেছে দেখিয়া কোঁৱৰগণ রাণ রাম ক্ষমা কর ক্ষমা কর, বলিয়৷ চীৎকার করিতে লাগিল । কৌরবগণ শান্বকে স্বীয় পত্নীর সহিত প্রত্যপূণ করিলে বলরাম ক্ষস্তি হইলেন । পরাশর বলিলেন, “হে দ্বিজ এই কারণে হস্তিনাপুর অদ্যাপি আঘূর্ণিতাকারে লক্ষিত হইয় থাকে। বলরামের বল ও শৌর্য উপলক্ষণে এই প্রবাদ ।” - به ع গত ভূমিকম্পের ফলে বিচারের মতিগরি নামক নগর বিপর্য্যস্ত হয় । পণ্ডিত জহরলাল লে র সংবাদপত্রে লিথিক ছি লম, মতিগরি শহর ‘$wisted’ হইয়। গিয়া ড়ে । পৌরাণিক ভাষায় ই গষ্ট আঘূর্ণিত ও । বলভদ্র হস্তি পুরীকে গঙ্গার নিক্ষেপ করিবো বলি ভয় দেখাইয়াছিলেন । বাস্তবিকই যুধিষ্ঠিরের সাত পুরুষ পরে নিচক্ষুর রাজাকালে হস্তিনাপুরী গঙ্গগর্ভে চলির মা ; বিষ্ণু ৪ । ১১৩ ৷ নিচক্ষু রাজধানী কৌশাম্বী ত লই । মান । নিচক্ষুর কাল আনুমানিক ১২৫১ খ্ৰীঃপূঃ। পূর্ববৰ্ত্তা ভূমিকম্পের ফলে পরবর্তীকালে গঙ্গার গতি পরিবর্তিত হই। চfস্তনাপুরী ধ্বংস হয় কিনা বলা যায় ল । পরিক্ষিতের কালে সুস্তিনাপুরী আমূর্ণিত আকারে দুষ্ট গুইত । ভূমিকম্প খ্ৰীঃপূঃ ১৪১৬ অব্দের পূৰ্ব্বে ঘটিয়াছিল। ১৪১৬ খ্ৰীঃ-পূঃ পরিক্ষিৎ-জন্মকাল । কৃষ্ণজন্মের শত বৎস বৰ কিঞ্চিদধিক কাল পরে দ্বারক-নগরী সমুদ্রদ্বারা প্লাবিত হয়। বিষ্ণু ৫ ৩৭ ৷ ১৭, ৫৪ ৷ শ্ৰীশরোদ্ধত শুকবচন মতে উল্লিখিত শ্রোকোৰু কাল কৃষ্ণজন্মের ১২৫ বৎসর পরে অর্থাৎ আনুমানিক ১৩৩৩ খ্ৰীঃপূঃ । গঙ্গ ও যমুনার ੇਿপরিবর্তন ও দ্বারক-প্ল। ঘন বিভিন্নকালের চাইলেও একই প্রাকৃতিক বিপর্যায়ের ফলে ঘটিয়াছিল । কিছুই নিশ্চিত বল যদি না । চাক্ষ্য মন্থন্তরের পর সে বিপুল জলপ্লবিন চয়, তা সব কথা পূর্বেই বলিয়াছি। মৎস্ত-পুরাণে কথিত হইয়াছে বহুবৎসর অনাবৃষ্টির পর অতিবৃষ্টি ইয়৷ এই প্লাবন ঘটে । নৰ্ম্মদাতীর প্লাবিত হয় নাই । মনু ও মার্কণ্ডেয় লেীক - রোহণে রক্ষা পান। চাক্ষুধ মন্বন্তর ৩৮১৪ খ্ৰীঃ-পূৰ্ব্বদে শেষ হয়। তাহার কিছুকাল পরে এই প্লাবন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূবিদ্যার (geology) অধ্যাপক ডাক্তার সোলাস-এর ( Dr. W. J. Sollas ) মতে নোয়ার সময়কার প্লাবন সত্য ঘটা । অধ্যাপক ষ্টিফেন ল্যানডন ( Prof. Stephen Iandon ) প্রত্নতাত্বিক খনন দ্বার ই ধার প্রমাণ পাইয়াছেন। সোলাসের মতে মহাপ্লাবন (deluge) oooo #:--: পূৰ্ব্ববৰ্ত্তী goi!! I (Quotation from “The Statesman.” June 30, 1929 by Kumud Ranjan Ray-Evolution of Gita, p. 14.) 夢河す。 এ-বি দ্র