পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. ఎసారవు দুষ্ট জন তুলিয়া বরকর্তা মেয়ে মুম্বওয়ার খেসারৎ-স্বরূপ কস্তাকর্তাকে নয় টাকা দিয়া থাকেন । বাড়ির একজন কাজের লোক চলিয়। যাইতেছে, ইহারই থেসরিৎ নয় টাকা ; সে টাকাকে কস্তাবিক্রয়ের মুল্য বলিয়া ধরিবার কোন কারণ নাই । বাগদানের পর নায়েক অর্থাৎ জ্যোতিষীর সাহায্যে তিথি, লগ্ন ইত্যাদি ঠিক করিয়া বিবাহের দিন ধার্য্য হয় । বিবাহের তিন দিন বরের বাড়িতে বিরিসির সমস্ত লোক এবং উর-পেড, কারিজি ও সাক্ষিটোডুর পাত পড়ে । বিবাহ বরের বাড়িতে হয়, কনের বাড়িতে হয় ন! ! কনের বাড়িতে তাহার বিরিসির লোকের জষ্ঠ পাত মাত্র একদিন পড়ে, তা হার বেশী নয় । ঘে-রাত্রে বিবাহের কাজ আরম্ভ হয় সেদিন উর-পেড বরের কব্জিতে একটি হলুদ ও একটি পান হত। দিয়া বধির দেন । তার পরদিন তত্ত্ব সঙ্গে করিয়া বিরিসির একটি মেয়ে হলুদ বাটা, হলুদ কাপড়, তিলের তেল, কুকুম, নারিকেল, দপণ প্রভৃতি লইয়া সন্মিটোডু বা গ্রামের চাপরাসীকে সঙ্গে করিয়। কনেকে বাপের বাড়ি হইতে আনিতে যায় । কস্ত শ্বশুরবাড়ির কুকুম ও কাপড় পরিয়া, গায়ে হলুদ মাখিয়া বরের বাড়িতে পহুছায় । বাড়ি হইতে আসিবার সময়ে সে আঁচলে কিছু চাল এবং একটি আস্ত নারিকেল লইয়। আসে । এই অবস্থায় সে বরের বাড়িতে সম্মুখের দরজ দিয়া ন চুকিয়া থিড়কি দরজা দিয়া প্রবেশ করে। -- এইবার বরকষ্ঠার কামান এবং স্নানের জন্ত মেয়ের দুরে কোনও পুষ্করিণী বা ফুয়া হইতে জল আনিতে যায়। জল আসিলে বর ও কনকে নারিকেলপাতায়-ছাওস শামিয়ানার তলায় পিড়িতে বসাইরা নাপিত নখ কাটি: চান করাইয়া দেয় । বর ও কনের বিরিসির মেয়র উভয়ের গায়ে তেল, হলুদ এবং বিরি কলাই বাট মাখ ইয়। তাহীদের স্নান করাইয় দেয় । বরকনের সম্মুথে ধাম ও উডুখল রাখা হয় এবং ভবিঘাতে কলেকে যে ধান ভাfমধ সংসার চালাইতে হইবে এখানে তাহারই ইঙ্গিত করা হয় । ইহার পর ব্রাহ্মণ অfাসে । কুলিয়াদের কাঙ্ক: শুধু এইখানেই ব্রাহ্মণকে দেখা যায় । মৃত্যুর পর তাহাদৎ মধ্যে বৈষ্ণব আসে, ব্রাহ্মণ অাসে না । কিন্তু ব্রাহ্মণ ন; হইলে বিবাহ নিম্পন্ন হয় না । ব্রাহ্মণ বর কনেকে পাশাপাশি বসাইয় একবার বরের হাত কনের হাতের উপর রাপিয় মন্ত্র পড়ে, আবার কনের হাত বরের হাতের উপর রাখিয় মথ পড়ে। তাহার পর উর-পেড অর্থাৎ গ্রামের অগ্রণী বরের মাথায় একটি পাগড়ী বাকিয় দেয় এবং ব্রাহ্মণ বর এবং কনে দুজনের গলায় দুইটি পৈত পরাইয় দেয় । বোধ হয় এইভাবে কিছুক্ষণের জন্য বরকনেকে ব্রাহ্মণ্য ধৰ্ম্মে অভিষিক্ত করা হয় । পৈতার পর ব্রাহ্মণ কুশ দিয়া উভয়ের হাত বাকিয় দেয় । সম্বল্প ও পুজাদির পর বরের কাপড় ছাড়াইয়াtঘোড়ায় চড়াইয়। উভয়কে গ্রামের মধ্যে একবার ঘুরাইয়া আনা হয় । কনে সামনে বসে, বর পিছনে । কিন্তু কনে বড় হইলে সচরাচর বরের সঙ্গে হাটিয়া যায় । উভয়ে ঘুরিয়া আসিলে