পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ সিংহলের চিত্র ,, oxo or *. মিহিনতাল হইতে বাহিরের দৃষ্ঠ বুদ্ধগয়াতে ধে-বুক্ষের নীচে বুদ নিৰ্ব্বাণলাভ করিয়াছিলেন, তিসস তাহার শাথ আনাইয় রোপণ করিয়াছিলেন । দুই হাজার বৎসরের ৪ অধিক হইয়া গিয়াঙ্গে, আজও এই বৃক্ষ অতীতের সাক্ষ দিতেছে- এই বৃক্ষই এখন পৃথিবীর মধ্যে প্রাচীনতম । রাজা এবং রাজ্যের অপরাপর সকলে বুদ্ধের ধৰ্ম্মে দীক্ষিত হইলে স্ত্রীলোকেরাও দীক্ষালাভের ইচ্ছা জানায় । রাজকুমারী অতুলা ও তাহার সঙ্গীর ভিক্ষুণীর ব্রত গ্রহণ করিতে প্রস্তুত হন । মহেন্দ্র বলেন ধৰ্ম্মে দীক্ষাদানে তাহার অধিকার আছে, কিন্তু ভিক্ষুণীর ব্রতে দীক্ষা দেওয়া স্ত্রীজাতির এক জনের পক্ষেই সম্ভব। অশোকের কন্য ংঘমিত্রা ছিলেন পাটলীপুত্রের ভিক্ষুণীদের মঠের অধিনেত্ৰী, তাহাকে আনয়ন করার প্রস্তাব হইল । তাহাকে লঙ্কাদ্বীপে আনিতে তিস্স মন্ত্রী অরিখকে পাঠান এবং অশোককে অনুরোধ করিয়া পাঠান যে, অশোক যেন এই সঙ্গে বোধিবৃক্ষের শাখ পাঠাইল্প দেন । ইহার পরে রাজকুমারী ভিক্ষুণী সংঘমিত্র। বোধিবৃক্ষের শাখা লইয়া লঙ্কাদ্বীপে আগমন & সংঘমিত্রা ও তাহার সঙ্গিনীদের বাসের জন্য এক সুরম্য প্রাপাদ দেওম্বা হইয়াছিল, তার নাম ছিল হত্থালোক । ক রন । সিংহলে বেধিবৃক্ষের শখ আনয়ন বোধিবৃক্ষের শাখা আনয়নের অলৌকিক কাহিনীর বর্ণনা মহাবংশে আ .ছ । শাথা স্থাপন করার জন্য ১৪ ফুট পরিধি এবং ৮ ইঞ্চি পুর এক সোনার পাত্র নিৰ্ম্মিত হইল। মধ্যাঙ্গ স্থয্যের ন্যায় এই প' , দাপ্তি পাইতেছিল । সৈন্ত, সামস্থ ৪ ভিক্ষুদের লষ্টয়া থাধিবৃক্ষের নিকট অশোক গমন করিলেন। বিরাট উৎসবের অঙ্গুষ্ঠান,—মণি, মুক্ত নানাপ্রকার অলঙ্কার এবং পতাকা দ্বারা বোধিবৃক্ষকে সাজান হইয়াছিল। নানা বর্ণের পুষ্পসজ্জায় চতুদিক আমোদিত । হাত তুলিয়, সম্রাট অশোক আট দিকে প্রণাম করিলেন, পরে সোনার পাত্রটি একটি সোনার আসনে রাখিয়া নিজে বেধিবৃক্ষের উচ্চ শাখায় আরোহণ করিলেন এবং স্বর্ণলেখনী দ্বারা শাখায় লাল সিন্দুরের দাগ টানিয়া বলিলেন, “বোধিবৃক্ষের সৰ্ব্বোচ্চ শাখ। যদি লঙ্কাদ্বীপে গমন করে এবং আমার যদি