পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়র রাত। পাশাপাশি দুই গ্রামের বরক’লে, বরপক্ষ ক সাপক্ষের লোকজনে বাড়িটা গমগম করিতে ছ । উঠানে বিবাহের সরসাম, চারিদিক গোল করিয়া বিবাহসভ রচনা করা হইয়াছে, ছেলকুড়ে ঠাসাঠাসি হইয় বিবাহ দেখিতে ছ । অম্বষ্ঠানের মধ্যে পুরোহিত সুধার বীপকে বলিলেন— “এইবার তুমি মেয়ের ডান হাতটি তুলে ধর, সম্প্রদান করতে হবে।--তুমি হাত পাত ত বাবা, শ্বশুরের দান নেবে“কই গো, হাতে জড়াবার মালাগাছটা ?...” স্থার বাপ সুধার হাতটা একটু তুলিয়া বাড়াইয়া ধরিলেন । বর কিন্তু একটা কাও করিয়া বসিল ।—তাহার হাতট৷ এতক্ষণ বাহিরেই ছিল, হঠাৎ কাপ ড়ের মধ্যে টালিয়! BBK BB BBBS BBBS BBB BB BBB BBBS গেল । পুরোহিত পাক লোক, হাসির বলিলেন--- “হাত বের করে বাব, লজ্জ কি ?—বডড ছেলেম হয় কি না । ---” সভার মধ্যে থেকেও অনুরোং, উপরোধ, হুকুম, ধমক কিছুই বাকী রহিল না । বর কিন্তু ক্রমাগতই হাতটা কড়া করির নিজের কোলের মধ্যে চাপিয় ধরিতে লাগিল । মুটি রাঙা হইয়। গিয়াছ, ঘাড়টা গুজ,ড়াইয়। বুকের উপর আসিয় পড়িয়াছে । “বর বেকে ব’সেচ, বর বেঁকে ব’সেচে”—বলিয়া একটা রব চারিদিক ছড়াইয়া পড়িল। বাড়ির ভীড় চাপ বাধিয় উঠিল । জগবন্ধু আগন্তুকদর দেখাশুনায় বাহিরে ব্যস্ত ছিলন ৷ ভীড় ঠেলিল্প আসিয়া হাজির হইলেন, কড় গলায় বলিলন—“ব.াপার কি রে হ’রে ? হাত বের কর । থার্ড ক্লাসে প’ড়ে স্বাধীনচেত তরুণ হয়েচ ?—বটে ---” পুরোধিত উঠিয়া তাহার পিঠে আস্তে আস্তে চাপড় দিয়া বলিলন—“আপনি একটু ঠাণ্ডী হন—রাগবার সময় নয় । ব্যাপার আমি বুঝেচি, সব ঠিক ক’রে দিচ্চি।” ” বরের নিকট আসিয়া কানের কাছে মুখ আনিয়া প্রশ্ন করি লন—“কি চাই তোমার বৰি, বল দিকেন আমায় ?” কোন উত্তর হইল না। আর একটু অপেক্ষা করিয়া বলি লন—“বল, শ্বশুরের কাছে ত চাই-বই । আমরাও এই রকম পণ ক’র বসছিলাম, এতে লজ্জা কি ?••• সাইকেল চাই ?—নগদ টাকা ?—হাওয়াই বন্দুক ?...” বর জড়িত কণ্ঠে কি একটা বলিল –বেশ ভালরকম বুঝিত না পারিয়া বিস্মিত ভাবে বলিলেন—“স্পষ্ট ক’রে বল, কিছু লজ্জা নেই।” বাড়ির মধ্যে একটা খড়কে পড়লে আওয়াজটা শোনা যায়। এই নিস্তব্ধতার মধ্যে পুরোহিত-ঠাকুর এক রকম চীৎকার করিয়াই বলিয়া উঠিলেন—“অ, কি ব’ললে— শামূলী বাছুর ”ি নিস্তব্ধত। সেই রকমই রহিল, কেহ যেন কথাটা হৃদয়ঙ্গম করিতে পারে নাই। একটা মুহূৰ্ত্ত—তাহার পর জগবন্ধু অগ্রসর হইয়৷ নাকমুখ কুঞ্চিত করিয়া বলিলন— “হারামজাদ ! মানুষের মেয়ের সঙ্গে বিয়ে দেব ব’লে নিয়ে এলাম, আর ভদ্রলোক তোকে এখন নই-বাছুর সম্প্রদান করবেন ?--বের কর হাত, নয়ত তুই আছিল কি আমি আছি—করলি বের ” হরিহর আস্তে আস্তে হাতটা বাহির করিল, মুষ্টিবদ্ধ অবস্থাতেই রহিয়াছে, একটু একটু কঁাপিতেছে । সুপার বাপ ব্যাপারটার আকস্মিকতায় এতক্ষণ বিমুঢ়ভাবে বসিয়াছিলেন, এইবার একটু প্রকৃতিস্থ হইয়া, বাম হাতট হরিহরের পিঠে রাখিয়া সস্নেহে কহিলেন—“ওতে ছোট্ট বাছুর বাবা, তোমায় আমি ভাল একজোড় বিলিতী গাই-বাছুর কিনে দেবে এই হাটেই । নাও হাত খোল, লক্ষ্মী আমার ---” জগবন্ধু তাড়াতাড়ি বলিয় উঠলেন “না, ন, ওরকম আiস্কার দেবেন না বেইমশাই, ওতে আমার বদনাম, ছেলে পণ ক’রে দুধ খাবার জন্তে গাইবাছুর নিয়ে যাবে, লোকে ব’লবে---” বরপক্ষের একজন রসিক বৃদ্ধ কথাটা কাড়িয়া লইয়া বলিলেন—“লোকে বলবে বাপ-বেটায় মিলে শ্বশুরকে দুইচে ।” যাহারা বুঝিল তাহীদের মধ্যে হাসি পড়িয়া গেল । সুধার বাপ একটু লজ্জিত হইলেন । জগবন্ধুর মাথায় তাহার নিজস্ব পদ্ধতিতে তর্ক জাগি উঠতেছিল ; বলিলেন