পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bro wo "একটু থামুন গুরুতমশাই, এর গোড়া এইখানেই মেরে দিতে হবে। দিব্যি এক মতলব বের করেচে ত!— আজ বিয়ে করতে বসে পণ, এর পর শ্বশুরবাড়ি আহারে বসে পণ, তারপর বোমাকে বাড়ি নিয়ে আসবার সময় পণ, প্রত্যেক বারেই শ্বশুর-শাশুড়ীর মাথায় হাত বুলিয়ে এটা-ওটা সেটা হাতান ! আমি কোথায় শল্পীআইন বাচাতে তাড়াতাড়ি বিয়ে দিতে গেলাম, ছেলে আমার ভাবছেন-বা?, এ ত খাস এক রোজগারের পথ বের হ’ল –কোন মুখা আর লেখাপড়া করে, এই বাবলাই চালান যা "বলি, তোকে কে এ হদিস বাৎলে দিলে রা? তুই শামূলী বাছুরের নামই ব৷ জানলি কেমন করে ? বল, তোর ব্যবসার গোড়াপত্তনেই আমি গণেশ ওলটাব’...” বাপের মুঠার মধ্যে সুধার হাতখানিও কঁপিয়া উঠিল। এই অস্বাভাবিক অবস্থার মধ্যে কচি বরবধূর প্রতি দয়াপরবশ হইয়া সুধার বাপ বললেন,—থাক বেইমশাই ; ছেলেমানুষ একটা কথা বলে ফেলেচে“” জগবন্ধু কড়-ধাতের লোক, নিরস্ত করা গেল না। অনেক বকবক জেদাজেদির পর হরিহর মাথা তুলিয়া একবার পুরোহিতের পানে আড়ে চাহিল। তিনি উদ্বেগুটী বুঝিতে পারিয়া তাহার মুখের কাছে কান লইয়া গেলেন, তাহার পর বিস্ময়ের ঝোকে প্রায় হাতখানেক সরিয়া আসিয়া বলিয়া উঠিলেন—“সে কি !—ক’নে ব'লেচে ! ...নিমাই কি করেছিল ?—চিঠি দিয়ে এসেছিল ?” পৰাসী $1 ఎలి8ు আরও ধমক-ধামক করার পর চিঠিটার সন্ধান পাওয় গেল। তিনি যে ছেলেকে টিপিয়া এই পণ করান নাই সৰ্ব্বসমক্ষে এটা নিঃসন্দে ভাবে প্রমাণ করাইবার জন্ত জগবন্ধু তখনই বাড়িতে লোক চুটাইলেন। হরিহরের নির্দেশমত সে তাহার ভূগোলের পাতার মধ্য হইতে দলিলথানি সংগ্ৰহ করিয়া আনিল । লেখা আছে-- প্রণাম বহব নিবেদন মিদং কার্যাঞ্চাগে । তোমার সহিত আমার বিয়ে ঠিক হইয়াছে। আমি খুব ভাগ্যবান, কিন্তু শামল রাণীকে ছাড়িয়া থাকতে পারব না। অতএব মহাশয় বিয়ের সময় শামলী চাই বলিয়া থেকে বলবেন । না হইলে আমি আপিম থাইয় মরিব | আপিন্ন আমার সারির আঁচলেই বস্থিত থাকিবে মোট গেরে তুমি দেখিতে পাইবে । এতে দোস হর না। নেতাপিসিদের বরও সেদিন একট কার লালtঠম চাই ক’লে বেকে বসেছিল ; নিয়ে ছাড়িল। মা বলেন জিাই পুরুষের লক্ষন। এ নিমাই। নিমাই আমায় প্রাণের চেয়েও ভালবাসে । এ চিঠি লিখে দিয়েচে! আমি অবল নারি লেখাপড়া জানি না শামলী ছাড়া হইয়া থাকিণ্ঠে হইত। নিমাই ভয়ঙ্কর বিদ্যান আর খুব ভাল ছেলে তোমাদের हेर्ुल 6tl (lass भए। थ१ाभ छनिश्। हेरुि অভাগিনি Sudha যুধাময়ি দাসী ভয়ঙ্কর বিদ্যানটির, হাজার খোজাখুজি করিয়াও সে-রাত্রে বিয়ে-বাড়িতে কোন সন্ধানই মিলিল না । শাড়ীতে একটি বড়গোছের গেরো পাওয়া গেল বটে, কিন্তু হুধের বিষয় তাহাতে একটি বড় মার্নেল ভিন্ন অন্ত কিছু । বন্ধিত ছিল না ।