পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰাবণ •or তবে তাহার প্রতি এটম ৩৫ জোড় ইলেকট্রন-প্রোটন লইয় গঠিত; এই গোলকের মাঝখান হইতে একদিকে খুব বেশী ভোল্টের তড়িৎ পাঠান হইতে লাগিল ; গোলকস্থিত ঐ গ্যাসের একটি এটমের কথা ভাব যাউক ; উহা হইতে একটি ইলেকট্রন খসিল এবং খসিয়া গোলকের একদিকে ছুটিতে লাগিল । বিয়োগ-তড়িংযুক্ত একটি ইলেকট্রন খসিয়া যাওয়ায় ঐ ভাঙা এটম এখন সংযোগ-তড়িৎযুক্ত হইল এবং ইহাও ছুটিতে লাগিল, বিয়োগ-তড়িংযুক্ত ইলেকট্রন যে-পথে যাইতেছিল তাহার ঠিক উন্ট পথে ; এই পথের ধারে রাখা হইল প্রভূত শক্তিসম্পন্ন একটি চুম্বক এবং তড়িৎমণ্ডিত একটি শলাকা । সংযোগতড়িৎযুক্ত এটমটি বাকিয় গিয়া একথান আলোকচিত্র কঁচের উপর পড়িয়া একটি রেখা অঙ্কিত করিল। এই এটমটি যাইতে যাইতে যে বাকিল সেই বাকার পরিমাণ নির্ভর করে ঐ চুম্বক এবং তড়িতের শক্তির উপর—ত ছাড়া ঐ এটমটির গুরুত্বের উপরও ; স্মরণ করিয়া রাখা যাউক এই এটমটি একটি ইলেক্‌ট্ৰনবিহীন ৩৫ জোড় ইলেক্ট্রনপ্রোটনের সমষ্টি । এইবার ঐ গোলকমধ্যে দেওয়া হইল আর একটি গ্যাস যাহার প্রতি এটমে আছে ৩৬ জোড় ইলেক্ট্রন-প্রোটন। এর প্রতি এটমও এক-একটি ইলেক্ট্রন গরাইয়া ইলেক্ট্রনের বিপরীত পথে ছুটিতে লাগিল, ছুটিয়া পূৰ্ব্বকার ঐ চুম্বক ও তড়িতের পাশ দিয়া যাইতে যাইতে পাকিল এবং আলোকচিত্র কাচের উপর রেথ আঁকিল—কিন্তু ঠিক আগেকার জায়গায় নয়, একটু তফাতে ; কারণ আমাদের মনে রাখিতে হইবে এই বঁকি নির্ভর করে গুরুত্বের উপরে, আর এই এটম গুরুত্বে আগেকার এটম অপেক্ষ ভারি এক জোড়ে। এইবার যদি ঐ গোলকের মধ্যে ৩৫ জোড়ওয়াল ও ৩৬ জোড়ওয়ালা এই দুই রকমের এটম মিশাইয়া দিয়া পরীক্ষাটা করা বায় তাহ হইলে ঐ আলোকচিত্রে আমরা পাইব দুইটি রেখা, একটি ঐ ৩৫এর জন্য অপরটি ৩৬এর জন্য। রেখা দুইটির কালিমা যদি সমান হয় ভ বুঝিতে হইবে ঐ দুই রকমের এটম গোলকমধ্যে সমপরিমাণে ছিল । কালিম যদি সমান না হয় ড উহার বিভিন্নত হইতে উহাদের আপেক্ষিক পরিমাণ ঠিক করা যাইতে পারে। এখন ঐ গোলকমধ্যে বিশুদ্ধ ক্লোরিণ গ্যাস দিয়া দেখ। HO−NA গেল আলোকচিত্রে দাগ পড়িয়াছে একটি নয়, দুইটি-একটি ৩৫এর জায়গায় এবং অপরটি ৩৬এর জায়গায়। তাহী হইলে ত বলিতে হইবে ঐ বিশুদ্ধ ক্লোরিণ গ্যাস, ডালটনের সময় হইতে যাহার এটমগুলিকে হুবহু এক বলিম আসিতেছিলাম, বাস্তবিক তাহারা ত হুবহু এক নম্ন ; রাসায়নিক গুণাবলী তাহাদের সমান হইতে পারে, কিন্তু আপেক্ষিক গুরুত্বে, গঠনে তাহার' ত একেবারে সমান নয়। একদল আছে তাহার ৩৫ জোড় ইলেক্ট্রন-প্রোটনের সমষ্টি আর একদল ৩৬ জোড়ের । ক্লোরিণ একটি মৌলিক পদার্থ, কিন্তু দেখিতেছি মৌলিক পদার্থ হইলেই ত তাহার সব এটম সৰ্ব্ববিষয়ে সমান নয় । আলোকচিত্রে রেখাদ্বয়ের কালিম র তারতম্য অনুসারে কি অনুপাতে এই দুই জাতীয় এটম আছে তাহার হিসাব করা হইল এবং এই হিসাব হইতে সমস্ত গ্যাসটার যে গড় আণবিক ওজন নিরূপিত হইল, তাহ রাসায়নিকের স্বক্ষ নিরূপণের সহিত একেবারে মিলিয়া গেল। বহুকালের একটি সমস্তার সমাধান হইল । যে বিভিন্ন দলের এটমকে রাসায়নিক তাহার গুণাবলী দেখিয়৷ হুবহু এক বলিতেছিলেন পদার্থবিজ্ঞামের পরীক্ষাগারে তাহাদিগকে পৃথক করিয়া ফেলা হইল এবং দেখা গেল রাসায়নিক ধৰ্ম্ম তাহীদের সমান হষ্টলেও গুরুত্বে তাহারা এক নয়। অন্যান্য মৌলিক পদার্থের উপরও এই পরীক্ষা চলিতে লাগিল, জানা গেল বহু মৌলিক পদার্থ আছে যাহার ছুই বা ততোধিক বিভিন্ন প্রকারের এমি লইয় গঠিত। পারদের আণবিক ওজন হইল ২০০.৬ ; দেখা গেল পারদে আছে ৬ রকমের বিভিন্ন এটম, তাছাদের ওজন মথাক্রমে ১৯৯, ২০৪, যদিও কোন পার্থক্য సెగి, ২০০, ২০২ এবং রাসায়নিক গুণাবলীতে তাহাদের মধ্যে নাই । বিভিন্ন ওজনের এটম বাছাই করা এই যে মন্ত্র, বৈজ্ঞানিক এসটনের হাতে দিন-দিন এই যন্ত্রের উন্নতি সাধিত হইতে লাগিল ; এখন উহা এইরূপ দাড়াইয়াছে যে ১০০০০ হাজারের এক রকম ও আর এক রকমের এক—এই অঙ্গুপাতেও যদি দুই রকমের এটম থাকে ত তাহাদের পৃখক অস্তিত্ব এই যন্ত্রে ধরা পড়ে। এই সূক্ষ্ম ষন্ত্রে পরীক্ষা করিতে করিতে দেখা গেল ধে অক্সিজেনেরও দুই জুড়িদার আছে ; ১৬ ১৯৮,