পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&o:3 ఏ983, রোমান ও ইতালিয়ান, বড় জোর বিজান্তীনীয় ও গথিক যুগের কথাকে চরম কথা বলিয়া মানিয়া লইয়াছিল ; গ্ৰীক-রোমানইতালিয়ান চোখ ছাড়া অন্ত চোখেও যে রূপময় জগৎকে দেখা যায়, অন্য হাতেও যে তুলি টানা যায় বা ছেনী দিয়া কাট ১১ । ষোড়শ শকের শোকে ইউরোপীয় বৌদ্ধা ব্ৰg পাটী-- বেনিন যায়, সে ধারণ ইউরোপের ছিল না। অথচ শিল্প-বিষয়ে ক্রমিক গ্ৰীক-রোমান-রেনেসাস যুগের পিষ্ট-পেষণ ও অন্ধ অকু করণের ফলে, ভিতরে ভিতরে ইউরোপের আত্মা গুমরিয়া মরিতেছিল। উনবিংশ-শতকের মধ্য-ভাগ হইতেই গ্ৰীকরেনেসাস শিল্প-ধারার বিরুদ্ধে কতকগুলি প্রতিক্রিয়া আসিতে আরম্ভ করিল-ফ্রান্স-দেশে । কিন্তু এই প্রতিক্রিয়াও গ্রীক রেনেসাস শিল্পের জাতি বাচাইয়াই হইয়াছিল। ইতিমধ্যে ইউরোপের বাহিরের জগতের শিল্পের খবর ইউরোপের কাছে পহুছিল -- উনবিংশ শতকের শেষ পদের মাঝামাঝি জাপানী শিল্পের সৌন্দৰ্য্য ইউরোপের শিল্প-রসিকদের মোহিত করিয়া দিল, এবং পরে চীনা ও মুসলমান শিল্পের (ও কিছু পরে চীনা সাহিত্যের ) বাণীও ইউরোপের চোখে ( ও কালে ) পহছিল ; এবং বিংশ-শতকের শ্রীম দশক হইতেই ভারতের তথ্য বৃহত্তর-ভারতের শিল্পের পার্থকতা ও সৌন্দৰ্য, ইহার গ্রভীরতা ও অস্তমুর্থিতা ইউল্লেকে আকুষ্ট করিল। এই-সব শিল্প-জগৎ কিন্তু স্বসভ্য মানবের শিল্প-জগং । এষ্ট সব জগতের শিল্পের পিছনে শত শত বর্ষের চিস্ত ও সাধন। এবং চর্য ও পটুতা আছে। এগুলি আসিয়া ইউরোপের চিত্তকে মথিত করিল বটে, কিন্তু তাহাকে মূলোৎখাত করিল না—কারণ এইসকল শিল্প-জগতের সহিত ইউরোপের বিভিন্ন শিল্প-ধারার একটা স্বাঞ্জাত্য, একটা সাধৰ্ম্ম আছে । পঞ্চম ও ষষ্ঠ শতকের চীনা বুদ্ধমূৰ্ত্তি, গথিক যুগের ইউরোপীয় খ্ৰীষ্টান দেবমূৰ্ত্তিকে স্মরণ করাষ্টয়া দেয় ; মহাবলিপুরেব ভাস্কর্য্যের স্বদুট ও শক্তি ব্যঞ্জক সৌন্দর্য্য দেখিয়া মিসর ও গ্রীসের শ্রেষ্ঠ শিল্পের কথা মনে স্বাসে ; আজণ্টার ছবি ও প্রাচীন ইতালিয়ান ভিত্তি-চিত্র - উভয়কে মিলাইয় দেখিতে ইচ্ছা হয় । অস্বস্থি ব্যর্থ অনুকরণ ও গতানুগতিকতায় র্যাহারা অতুভব করিতেছিলেন এমন বহু ইউরোপীয় শিল্পী, বাহিরেব 轶”三笠 তিন কম্বা। ব্ৰঃ পাট।--বেলন - শিল্পের চর্চার সঙ্গে সঙ্গে ইউরোপের অধুনাতন মৃতপ্রায় গ্রীক রেনেসাস শিল্প-ধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণ। করিলেন । প্রাচীন মনোভাব এবং প্রাচীন পদ্ধতিকে ভূমিসাৎ করিম দিয়, গোড়া হইতে নূতন ভাবে শিল্প-গঠনের প্রশ্বাস করিলেন। ఫి 1