পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ যতটুকু তাহাতে তাহাকে সবস্থদ্ধ জমি হইতে ১৫ ফুট পৰ্য্যস্ত লঙ্গ করিলেই অশোক কুণ্ডের শীর্ষটি তাহার উপর বসিতে পারে। কিন্তু ১৫ ফুট স্তম্ভের উপর ॥০ ফুট শীর্ষ এবং হয়ত বা তাহারই অহরূপ একটি জীবমূৰ্ত্তি অতিশয় বিসদৃশ দেখায়। যদি স্তম্ভশীর্ষটি সত্যই ভাস্করেশ্বরের তথকথিত লিঙ্গের উপরিভাগ হয় তবে বলিতে হইবে যে স্তম্ভটি মাটির ভিতরে নিশ্চয়ই অনেক থানি পুতিম্ব আছে। কতখানি পুতিয়া গিয়াছে তাহাই প্রশ্ন । ভারতবর্ষে বহু স্থানে প্রাচীন স্তম্ভ পাওয়৷ যায়। মহারাজ অশোক ছাড়াও সমুদ্রগুপ্ত, হেলিওদোরস প্রমুখ অনেকে সে সময়ে স্তম্ভ পচন করিয়া গিয়াছেন । সেগুলির শীর্ষ ও দেহের আকুপাত বর্তমান ক্ষেত্রে প্রয়োগ করিলে মনে হয় ভাস্করেশ্বর স্তস্তটি আরও ২৯ হইতে ১ ফুট মাটির মধ্যে লুকায়িত আছে। অতএব তখন জমি এখনকার জমি হইতে ঐ জায়গায় প্রায় ৩০ ফুট নীচে ছিল : এই অকুমানে নানাবিধ ভুল থাকিতে পারে, ক স্ব ইহাতে অন্ততঃ আমাদের কৰ্ম্মপস্থার একটি ইঙ্গিত পাওয়া যায়। অন্ততঃ 立 | ভবিষ্যৎ আমরা এইটুকু বুঝিতে পারি যে, জমির উপরের চেয়ে নীচের দিকেই বেশী খোজ করা দরকার । ঐতিহাসিকের পক্ষে ইহাই যথেষ্ট লাভ। এই অকুমানের ইঙ্গিত অনুসারে আমরা কিছুদিন ধরিয়া আশপাশের জমি খুজিতে লাগিলাম। জমির নীচের স্তরে থোজার কৌশল হইল নিকটে যদি কোনও নদী, নালা অথবা পুষ্করিণী থাকে তবে তাহার পাড় ভাল করিয়া সন্ধান করা । অনেক সময়ে এরূপ ক্ষেত্রে জমি স্তরে স্তরে সজ্জিত দেখা যায় এবং সহজবুদ্ধিতে ইহাই বলে যে নীচের স্তরের মাটি এবং সেখানে পাওয়া জিনিষ উপরের স্তরের মাটি অপেক্ষা

  • /ournal of the Bihar and Orissa Stately পত্রিকার Vol. XY-এ পঃ ১৯৯২-২ দেখুন।

A’escarré/: ভুবঙ্গেশ্বর ❖ፃ প্রাচীন । এই ভাবে সন্ধান করিতে করিতে একদা আমাদের ভাগ্য স্থপ্রসন্ন হইল। ভাস্করেশ্বর মন্দিরের অনতিদূরে এক ভদ্রলোক একটি কুটীর নিৰ্ম্মাণ করাইভে ছিলেন । তাহার বাড়িতে কৃয় খুড়িবার সময়ে নীচের স্তর হইতে হঠাৎ দুইটি ভাসত্নেশ্বর ম মীর মূৰ্ত্তি পাওয়া যায়। তাহার মদে একটি বুদ্ধদেবের, অপরটি কোনও জৈন তীর্থঙ্করের মূৰ্ত্তি। বুদ্ধমূৰ্ত্তির চালচিত্রে “যে ধৰ্ম্মা হেতুপ্রভবা ইত্যাদি’ শিলালিপি থোদিত আছে । তাহার অক্ষর পূর্বাক্ষ করিয়া কেহ কেহ মত প্রকাশ করিয়াছেন যে মুৰ্বিটি খৃষ্টীয় নবম শতকের হইবে। ইহা কম লাভের কথা নয়। অন্ততঃ বুঝা গেল মাটির নীচে কিছুদূরে খৃষ্টীয় নবম শতকের জমির স্তর বর্তমান রহিয়াছে এবং ভাল করিয়া অনুসন্ধান করিলে সেই স্তরে হয়ত আরও কিছু জিনিষ পাওয়া ধাইতে পারে । ভাস্করেশ্বরের কাছে জমির নীচের স্তরে যেমন সন্ধান