পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মপ্রবাসী বাঙালী অধ্যাপক শ্ৰীদেবব্রত-জ্ঞ ভনীম্ 'S প্রধানতঃ উদরারের সংস্থানের জন্য বাঙালী বহু পূৰ্ব্ব ইতেই জন্মভূমির খামল ক্রোড় পরিত্যাগ করিয়া দেশদশাস্তরে গমন করিয়া আসিতেছেন। বর্তমান কালে পশ্চিমে বলুচিস্থান, পূৰ্ব্বে ব্রহ্মদেশ, উত্তরে কাশ্মীর এবং দক্ষিণে ত্রবাঙ্কুড়, এই সীমানার মধ্যে প্রায় সকল স্থানেই বাঙালী দখিতে পাওয়া যায়। সংখ্যার নানাধিক্যই একমাত্র পার্থক্য । জদেশ হইতে গিয়া পশ্চিমোত্তর ভারতে যাহারা অবস্থান করেন, তাহাদের সম্বন্ধে নানারূপ সংবাদাদি সামক্ষিক পত্রিকাদিতে প্রকাশিত হইয়া থাকে। তদ্ভিন্ন, স্বাস্থ্যলাভ, তীর্থদর্শন প্রভৃতি ব্যপদেশে প্রতিবৎসর বহুসংখ্যক বাঙালী এ-সকল প্রদেশে গমনাগমন করিয়া থাকেন। এই কারণে ঐ সকল স্থানের বাঙালীদের সম্বন্ধে জ্ঞান বঙ্গদেশবাসী বাঙালীদের ভালই আছে। কিন্তু বঙ্গোপসাগরের অপর প্রাস্তস্থিত বিস্তৃত ভূখণ্ডে যে কত বঙ্গসস্তান গমন করিয়াছেন, তাহার সঠিক সংবাদ কয় জন রাথিস্থা থাকেন ? অথচ ব্রহ্মদেশবাণী বাঙালীদের সম্বন্ধে এত বিষয় জানিবার আছে যে, তাহা স্বদেশে অবস্থান করিম সহজে কেহ অনুমান করিতে পারেন না ! প্রধানতঃ চাকুরী লইয়াই শিক্ষিত ভদ্রসন্তানগণ ঐ প্রদেশে গমন করিয়াছেন। কিন্তু অ-শিক্ষিত অথবা অল্পশিক্ষিত বহু বাঙালী ( হিন্দু ও মুসলমান )ও যে অর্থোপার্জন করিবার জন্য গমন করিয়াছেন এবং তাহদের মধ্যে অনেকেই যে ঐ দেশেই ভূমির অধিকারী হইয় স্থায়ী ভাবে বসবাস করিতেছেন, এসকল বিষয় অনেকেই অবগত নহেন। ব্ৰহ্মদেশে বাঙালী হিন্দু ও মুসলমানগণ যে কত বিভিন্ন রূপ কার্য্যদ্বারা অর্থোপার্জন করিতেছেন, তাহা সম্যকৃরূপে অবগত হইলে সকলেই বিম্বিত হইবেন। প্রত্যুত বঙ্গদেশের বাহিরে অন্য যে-সকল স্থানে বাঙালী গমন করিয়াছেন, তাহদের মধ্যে আর কোন একস্থানে এত অধিকসংখ্যক বাঙালী কাৰ্য্যদ্বারা জীবিকা অর্জন করিতেছেন বলিয়া জানা নাই। কিন্তু দুঃথের বিষয়, এ-সম্বন্ধে এ যাবৎ বিস্তারিত ও স্বশৃঙ্খলভাবে কোন আলোচনা হয় নাই। মধ্যে মধ্যে মাসিক পত্রিকাদিতে দুই-একজন ভ্ৰমণকারীর সংক্ষিপ্ত বিবরণ প্রকাশিত হইয়াছে সত্য, কিন্তু তাহ আদে যথেষ্ট নহে অথচ এখন হইতেই যদি বিশেষ ভাবে তথ্য সংগ্রহ ও তাহা রক্ষা করার চেষ্ট না হয়, তবে বঙ্গের বাহিরে বাঙালীদের কৰ্ম্মপ্রচেষ্টার ইতিহাস সম্পূর্ণ হইবে না। এই কার্য কোন এক জনের পক্ষে সহজসাধ্য নহে। তবে এইটুকুমাত্র ভরসা, যে, বিংশতি বর্ষের অধিক কাল ব্রহ্মদেশে বাস করিয়া যেসকল তথ্য সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছি, তাহা দ্বারা কাৰ্য্য আরম্ভ করিলে আরও অনেকে উৎসাহান্বিত হইয়া কার্য্যে অগ্রসর হইতে পারেন। ব্রহ্মদেশে শিক্ষিত, অ-শিক্ষিত, হিন্দু ও মুসলমান ভেদে বাঙালীগণ যে কতপ্রকার বিভিন্ন ক্ষেত্রে কার্য্য করিতেছেন, তাহা বাস্তবিকই কৌতুহলোদ্দীপক । উচ্চ স্তরে হাইকোর্টের বিচারপতি হইতে নিম্ন স্তরে সাধারণ নৌকার মাঝি, ধোবা, নাপিত প্রভৃতি সকল প্রকার লোকই ব্ৰহ্মদেশের বাঙালীদের মধ্যে দেখিতে পাওয়া যায়। চাকুরী, ওকালতী, চিকিৎসা, ঠিকাদারী কাজ, সাধারণ ব্যবসা-বাণিজ্য প্রভৃতি সকল প্রকার কাজই বাঙালীর যথেষ্ট পরিমাণে করিতেছেন। এই বিষয়ে বিস্তারিত বিবরণ একটি ক্ষুদ্র প্রবন্ধে দেওয়া সম্ভব নহে। তজন্য এই প্রবন্ধে প্রধানতঃ সাধারণভাবে বাঙালীরা কি কি কার্য্য দ্বারা কিভাবে অর্থোপার্জন করিতেছেন, তাহারই সংক্ষিপ্ত আলোচনা করিব । 、· প্রথমে চাকুরীজীবী বাঙালীদের কথাই বলা যাক---কারণ বাঙালীর ঐটিই প্রধান উপজীবিকা। ব্রহ্মদেশবাসী বাঙালী হিন্দুদের মধ্যে সাড়ে পনর আনাই চাকুরীজীবী। সরকারী ও বেসরকারী চাকুরীতে একাধিক সহস্র বাঙালী ব্রহ্মদেশের এত অধিক প্রকারের