পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নান্ন রকম ব্যবস্থা আছে । ছেলেমেয়েদের মধ্যে যাহার যেমন রুচি সে তেমন কাজ শিথিয় লয়। বিদ্যালয়ের নিজস্ব ছাপাখানায় ছেলেমেয়েরাই কাজ করে। তাহাদের একটি মাসিক পত্র আছে ; তাহ পরিচালনার ভারও ছেলেমেয়েদেরই উপর । বাগানের কথা পূর্বেই বলিয়াছি ; য়ুরোপের সকল দেশেই দেখিয়াছি, সেখানকার ষিদ্যালয়ের তিনটি শিশু লোক ফুল ভালবাসে । অতি দরিদ্র কৃষকও বাড়ির পাশে দুটি ফুলগাছ রাখে। ওডেনভাল্ড বিদ্যালয়ের বাগানে ছেলেমেয়েরা নানারকম ফুলের চার্য করে ; তাহ। ছাড়া তরিতরকারি শাকসব্জী চায়ের ব্যবস্থাও আছে । বিদ্যালয়ের নিজস্ব ফলবাগানে প্রচুর ফল হয় । সেগুলির রক্ষণাবেক্ষণের ( এবং তাহার চেয়ে বেশী ভক্ষণের ) ভারও ছেলেমেয়ের কিছু পরিমাণে লইয়াছে। মানুষ স্থষ্টি করিতে চায় ; অতি ছোট শিশুব মধ্যেও এই আকাঙ্ক্ষা আত্মপ্রকাশ করে । সাধারণ বিদ্যালয়ে মান্বয়ের সেই স্বাভাবিক স্থজীবৃত্তির বিকাশের কোন আয়োজনই নাই । লেখাপড়ার মধ্যে অন্ততঃ বিদ্যালয়জীবনে কতটুকুই আত্মপ্রকাশ করা চলে। সেইজন্তই যাহাতে এই বৃত্তির বিকাশের সহায়ত হয়, এরূপ প্রচুর ব্যবস্থা থাক প্রয়োজন । গেহেব ও তাহার সহকর্দুিগণ শিক্ষার এই তত্বটি উপলব্ধি করিয়া তাঙ্গ কাৰ্য্যে পরিণত করিয়াছেন । শিক্ষাকে সমগ্রভাবে দেখিলে তাহার মধ্যে খেলার ও আনন্দ-উৎসবের আয়োজন রাখিতে হয়। ওডেনভাল্ড বিদ্যালয়ে খেলার ব্যবস্থা যথেষ্ট আছে ; কিন্তু ইংলেণ্ডে ☽ SSB) যেমন সে ব্যবস্থা অনেক সময়ে মাত্র ছাড়াইয়া যায়, এখানে তেমন হয় নাই । ষাগানে, রঙ্গমঞ্চনিৰ্ম্মাণে, ও অন্তান্ত ভাবে ছেলেমেয়ের একত্রে মিলিয়া যে-সকল কাজ করে, সেগুলিকেও খেলার অঙ্গীভূত করা হইয়াছে। এরূপ কাজের মধ্যেও খেলার ভাবটি আসিয়া পড়িয়ছে। ফলে ছেলেমেয়েরা আপনার আনন্দে কাজ করে । বিদ্যালয়ে নানারূপ আনন্দ-উৎসবের আয়োজন আছে । বৎসরের মধ্যে একটি বিশেষ দিন আছে যখন বিদ্যালয়ের সকলে নানারূপ ছদ্মবেশ করিয়া নিৰ্ম্মল আমোদ-কৌতুক করে। তাহ ছাড়া মাঝে মাঝে অভিনয়ের ব্যবস্থাও আছে । কখনও ব| তাহার অন্ত গৃহের মধ্যে রঙ্গমঞ্চ নিৰ্ম্মাণ করা হয়, কখনও প্রকৃতির সুন্দর বক্ষে উন্মুক্ত স্থানে অভিনয়ের ব্যবস্থা করা হয় । আমি থাকিতে ছেলেমেয়ের একদিন এইভাবে শেক্সপীয়রের একটি নাট্য অভিনয় করিল। খৃষ্টজন্মোৎসবের সময় প্রতিবৎসর ওডেনভাল্ড বিদ্যালয়ে সকলে মিলিয়া খুষ্টের জন্মকাহিনীর বা জীবনের কোন ঘটনা অবলম্বল করিয়া অভিনয় করেন । অভিনয়ের একটি ছবি এই প্রবন্ধে দেওয়া হইল । জাৰ্ম্মান জাতি গান ভালবাসে । বিদ্যালয়ে প্রায়ই গানের মজলিস বসে ও সকলেই তাহাতে যোগদান করে । যুরোপে দুই রকম গান প্রচলিত আছে, এক রকম ক্লাসিক গান, অপর অপেক্ষাকৃত তরল প্রকৃতির সাধারণ চলিত গান ৷ জাৰ্ম্মানীতে ক্ল্য সিক সঙ্গীতেরই আদর বেশী । এই বিদ্যালয়েও সেই শ্রেণীর গানেরই ব্যবস্থা আছে । বিদালিয়ের অধিবাসীদের জীবনযাত্রার প্রণালী একাত্ত সহজ ও সরল। ছেলেমেয়েরা ও শিক্ষকগণ সকলেই খুব সাধারণ পোষাক পরিয়া থাকেন । দিনের অধিকাংশ সময়েই র্তাহার থেলি হাওয়ায় কাটান । তাহ দের খেলাধুল, বায়াম, এমন কি পড়াশুনাও অনেক সময়েই উন্মুক্ত স্থানেই চলে। বিদ্যালয়ের চারিদিকের প্রাকৃতিক দৃশু খুব সুন্দর। প্রকৃতির সঙ্গে ছেলেমেয়েদের প্রতিমুহূর্তেই পরিচয় হইতেছে । জীবন গঠনের দিক দিয়া এরূপ পরিচয়ের মুল্য কম নহে । জাৰ্ম্মান ছেলেমেয়ের বেড়াইতে খুব ভালবালে । সে গত বৎসরের