পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

交Iリl.。 রেডিয়াম সম্বন্ধে এক রকৃত দেন এবং কুরীৰয় , রয়াল সোসাইটর ডেড়ি স্বর্ণপদক প্রাপ্ত হন। পরবৎসর ম্যাডাম কুরী সোর্বনের প্যাবরেটরীর অধ্যক্ষ নিযুক্ত হইলেন । ১৯৭৬ খৃষ্টাব্দে এক মোটর-ফুর্ঘটনায় অধ্যাপক পেরী কুরী মৃত্যুমুখে পতিত হন । এই আকস্মিক বিপদে ম্যাডাম কুরী অত্যন্ত শোকাভিভূত হইয় পড়েন এবং তাহার স্বাস্থ্য এতদূর খারাপ হইয় পড়ে ষে তাহার আত্মীয়স্বজন এবং বন্ধুবৰ্গ তাহার জীবনের আশা পরিত্যাগ করেন। কিন্তু ঈশ্বর। কুগ্ৰহে তিনি দীর্ঘকাল অনুস্থতার পর ধীরে ধীরে স্বাবে।গালা ভ করেন । স্বাস্থালাভ করিবার পর তিনি পুনরায় বিজ্ঞানের সেবায় নিজেকে নিযুক্ত করেন । ১৯১১ খৃষ্টাবো ম্যাডাম কুর দ্বিতীয়বার নোবেল পুরস্কার প্রাপ্ত হন । বিজ্ঞানজগতের ইতিহাসে একই ব্যক্তি ইহার পূৰ্ব্বে আর কখনও দুইবার নোবেল পুরস্কার পান নাই । ম্যাডাম কুরীর পরে অধ্যাপক আইনস্তাইন দুইবার নোবেল পুরস্কার পাইয়াছেন । ১৯১১ খৃষ্টাব্দে অর্থাৎ যে বৎসর ম্যাডাম কুরী দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাইলেন সেই বৎসর ফ্রেঞ্চ ইন্‌ষ্টটিউটের সভ্য তালিক ভুক্ত করিতে ম্যাডাম কুরীর নাম উথাপিত হয় । কিন্তু বড়ই আশ্চর্য্যের বিষয় যে, উক্ত সভার ধুরন্ধর সভ্যেরা ম্যাডাম কুরীর নাম সভ্যতালিকাভুক্ত করিয়া লইতে রাজি হইলেন না । তাহার এই যুক্তি দেখাইলেন যে এ-পর্য্যস্ত কোনও স্ত্রীলোক এসভার সভ্য হয় নাই এবং এ-নিয়ম এখনও ব্যতিক্রম হুইবে না । বল বাহুল্য, ইহাতে ম্যাডাম কুরীর লক্ষ্মানের কোনও হ্রাস হয় নাই—পক্ষান্তরে ফ্রেঞ্চ ইন্‌ষ্টিটিউটেরই সন্মানের লাঘব হইয়াছে। পের কুরীর আকস্মিক মৃত্যুর পর ১৯০৭ খৃষ্টাব্দে ম্যাডাম কুরী গোর্বনের বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হইলেন। এই বৎসর তিনি পোলেনিয়াম সম্বন্ধে যে বকৃত দেন তাহা শুনিবার জন্ত লওন হইতে লর্ড কেলভিন, স্তন্তু উইলিয়মূ রামৃজে, স্তর অলিভার পজ প্রমুখ প্রসিদ্ধ বৈজ্ঞানিকগঞ্জ প্যারীতে উপস্থিত হুয়েন। বিগত মহাযুদ্ধ আরম্ভ হইবার কিছু পূর্বে প্যারী বিশ্ববিদ্যালয় তঃজ্যোতির্ময় পদার্থসমূহের গবেষণার জন্ত রেডিয়াম qu^క్క

  • [ ...

ইনষ্টিটিউট’ নামে একটি গবেষণাগার প্রতিষ্ঠিত করেন এবং ম্যাডাম কুরী ফরাসী গবর্ণমেণ্ট কর্তৃক উহার অধ্যক্ষের পদে নিযুক্ত হন । এই গবেষণাগার দুই ভাগে বিভক্ত। ইহার একটি অংশের নাম "কুরী ল্যাবরেটরী, অপর পরীক্ষাগারে ম্যাডাম কুরী অংশের নাম ‘পাস্তয়র ল্যাবরেটরী । কুরী ল্যাবরেটরীতে স্বতঃজ্যোতিৰ্ম্ময় পদার্থসমূহ সম্বন্ধে গবেষণ। হয় এবং পাস্তয়র ল্যাবরেটরীতে এই পদার্থগুলি কি উপায়ে চিকিৎসাকার্য্যে ব্যবহৃত হইতে পারে তদ্বিষয়ে গবেষণা হয়। ফরাসী সামরিক হাসপাতাল বলিতে, রেডিয়াম সম্বন্ধীয় যাবতীয় চিকিৎসা বাপারে উক্ত গবেষণাগার হইতে সাহায্য আসে । মৃত্যুকাল পর্যন্ত ম্যাডাম ফুট এই ইন্‌ষ্টটিউটের অধ্যক্ষের পদে প্রতিষ্ঠিত থাকিয়া মুচারুক্ষপে কাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়া গিয়াছেন । - श्रांइंग्निन् (Irene) ७ हेछ ( Eve ) नॉरय · थााखाय কুরীর দুই কষ্ঠ বর্তমান। ম্যাডাম কুরী তাহার সহস্ৰ কাজের মধ্যেও কস্তাদিগের প্রতি স্বত্ব লইতে ক্রটি করিতেন না । কস্তাদের পোষাক-পরিচ্ছদ ও আহারাদি