পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ করিয়া ইঙ্গ-ভারতীয়দিগকে চাকরী দেওয়াতেই রেল প্রভৃতি বিভাগে তাহদের এত বাহুল্য ঘটিয়াছে । সরকারী যে অবিচারে তাত ঘটিয়াছে সরকার সেই অবিচারের ফলকেই হেতু করিয়া অবিচারটা স্থায়ী করিতে চাহিতেছেন । সরকারী ওকালতীর ঠিক সমতুল্য একটা যুক্তি আমরা দেখাইতেছি । সরকারী অধিকাংশ বিভাগে rহিন্দু ভদ্রলোকর অধিকাংশ চাকরী করিয়া আসিতেছে । এমন বিস্তর হিন্দু পরিবার আছে যাচার। পুরুষানুক্রমে সরকারীচাকরীজীবী । অযোগ্যতার জন্ত তাহীদের বংশধরের যদি চাকরী না পায়, তাহাতে দুঃখ নাই— তাছ ত হওয়াই উচিত । কিন্তু যোগ্যত থাকিতেও তাহার হিন্দু বলিয়াই শতকরা প্রায় অৰ্দ্ধেক চাকরী হইতে নিশ্চিত বঞ্চিত হইবে, ইঙ্গতে কি “ভায়োলেণ্ট, ডিস্লোকেশান অব দি ইকনমিক্‌ কুচার অব দি কমুনিটি” অর্থাৎ ত তাদের সমাজের অর্থনৈতিক প্রচণ্ড ভাঙচুর ঘটিবে না ? চাকরীর সাম্প্রদায়িক বাটোঅারায় সমাজ ও রাষ্ট্রের ক্ষতি কতকগুল। চাকরী বিশেষ কোন ধৰ্ম্ম সম্প্রদায়ের ব: বংশের লোককে দিতেই হইবে, এরকম ব্যবস্থায় যোগ্যতরের পরিবর্তে অযোগ্যতর অনেক লোকের কাজ পাওয়া অনিবার্য, ইহা অতি সহজবোধ্য । ইহাতে যে দেশে অসন্তোষ অশান্তি বাড়িবে, জাতীয় একতা বিনষ্ট হইবে, তাহ বলাই বাহুল্য, কিন্তু অন্ত গুরুতর ক্ষতিও আছে । যোগ্যতম লোকদের কাজ পাইবার দাবী সৰ্ব্বাগ্রে বিবেচিত ও গ্রাহ হইবে, এইরূপ নিয়ম অনুস্থত হইলে দেশের সকল সম্প্রদায় ও শ্রেণীর লোকদের মধ্যে বিদ্যার চর্চ বাড়ে, নানাবিধ নৈপুণ্য লাভ করিবার চেষ্টা বtড়ে, দৈহিক ও মানসিক শক্তি বাড়াইবার প্রয়াস বৃদ্ধি পায় । তাহাতে সমগ্র জাতি (nation) উপকৃত হয় । ইহার বিপরীত নীতি অনুস্থত হইলে উক্ত উপকার ত হয়ই নb নানাদিকে ঔদাসীন্ত আলস্য আদি দোষ বাড়িতে থাকে | جة ة دسحسبوه ৰিবিধ প্রসঙ্গ—অনুগৃহীত সম্প্রদায়ের ক্ষতিলাভ శ్రీఏ^ রাষ্ট্রের ক্ষতিও খুব হয় । সম্প্রদায় ও বংশ অনুসারে অনুগ্রহের রীতির অবশ্যম্ভাবী ফলে অনেক অযোগ্য লেক রাজকাৰ্য্যে নিযুক্ত হইলে রাষ্ট্রের কোন বিভাগেরই কাজ ভাল করিয়া চলিবে না । তাহাতে বিশৃঙ্খলা, অপরাধবৃদ্ধি, রোগবৃদ্ধি, কৃষি শিল্পবাণিজ্যের ক্ষতি এবং রাজস্বহাস ঘটিবে । অনুগৃহীত সম্প্রদায়ের ক্ষতিলাভ সামরিক সব চাকরী ছাড়িয়া দিয়া (কারণ সরকারী বাটো আর অসামরিক চাকরী সম্পর্কেই হইয়াছে ) ব্রিটিশভারতে পুলিসের কাজ করে ২২৪৯৯৬ জন এবং অন্ত ###fit 5 Rožň (“service of the State”) or: ৩৫২৫৬৩ জন---মোট ৫৭৭৫৫৯ জন সরকারী চাকরী করে । সরকারী চাকরীর মে বাটো আর বাহির হইয়াছে, তাহ! ভারত-গবন্মেণ্টের অধীনস্থ চাকরীসমুহ সম্বন্ধে, প্রাদেশিক গবন্মেণ্ট সমূহের অধীনস্থ চাকরণ-সমূদ্র সম্বন্ধে নহে । আমরা উপরে যে সংখ্যা দিলাম, তাহ। ভারত ও প্রাদেশিক গবন্মেণ্ট-সমূহের সব চাকরীর সমষ্টি । শুধু ভাবত-গবন্মেন্টের হস্তস্থিত চাকরী-সকলের আলাদা ংখ্যা পাই নাই । ভারত-গবন্মেণ্ট যেরূপ নুতন ব্যবস্থা করিয়াছেন, প্রাদেশিক সব গবন্মেণ্টও নিশ্চয়ই অচিরে সেই রূপ কিছু করিবেন । সুতরাং আমরা সেন্সস রিপোট' হইতে উপরে যে সংখ্যা দিয়াছি, তাহাকে ভিত্তি করিয়াই কিছু আলোচনা করি । ৫৭৭৫৫৯টি চাকরীর সিকি মুসলমানের পাইলে ১৪৪৩৮৯টি চাকরী তাহার' সমুদয় ব্রিটিশ-ভারতে পাইবেন । সেন্সস রিপোটো পুলিসের লোকদের পরিবারের গড় বৃহত্ব ৩৭ জন এবং অন্ত চাকর্যেদের ৩৯ জন দেওয়া হইয়াছে, গড় ৩৮। প্রত্যেক মুসলমান সরকারী চাকর্যের পরিবারে, চাকর্যেকেও ধরিয়া, ৪+১ ৫ জন মানুষ আছে ধরা যাউক । তাহা হইলে ১৪৪৩৮৯টি চাকরীতে আবালবৃদ্ধবনিত ৭২১৯৪৫ জন মুসলমান সাক্ষাৎভাবে প্রতিপালিত ও লাভবান হইবে । ব্রিটিশ-ভারতে মোট মুসলমান লোকসংখ্যা ১,৭০,২০,৪৪৩ ৷ ইহা হইতে ৯৭,২১,৯৪৫ জন বাদ দিলে যে শু,৬২,৯৮,৪৯৮ মুসলমান বাকী থাকে, তাহার গবন্মেন্টের