পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR.の ইহা তাহার পক্ষে স্বাভাবিক হইলেও ইহাতে আমাদের

থবোধ ও আশঙ্কা হইতেছে ।

পণ্ডিত লালনাথের অভিযোগ সত্য বলিয়। মনে করিয়া গান্ধীজী এই সঙ্কল্প করিয়াছেন । কিন্তু রাজপুতানা হরিজন-বোর্ডের সম্পাদক শ্ৰীযুক্ত রামনারায়ণ চৌধুরী তদন্তের ফলে এই নিশ্চিত সিদ্ধাস্ত করিয়াছেন, মে, ঐ অভিযোগ মিথ্যা । কলিকাতার মেয়র নির্বাচন শ্ৰীযুক্ত নলিনীরঞ্জন সরকারের কলিকাতার মেয়র নিৰ্ব্বাচিত হওয়ার দ্বার মেয়রনিৰ্ব্বাচনঘটিত অশোভন দ্বন্দ্ব ও প্রহসনের যবনিকাপাতে আমরা সন্তুষ্ট হইয়াছি । মেয়র অসীম ক্ষমতাশালী একাধিপিতি ( dictator ) নাহেন । সুতরাং তিনি ইচ্ছা করিলেও বেশী কিছু করিতে পারেন না । তাহার উপর নলিনীরঞ্জন বাবু কৃতিত্ব দেখাইবার জন্ত এক বৎসরের পরিবর্তে কেবল নয় মাস সময় পাইবেন । তথাপি তাহার মত কম্মিষ্ঠ ও আর্থিক আরব্যয়সম্পজব্যাপার পরিচালনে সুদক্ষ ব্যক্তি হয়ত নয় মাসেও কিছু সুশৃঙ্খলা স্থাপন করিতে এবং কলিকাতা মিউনিসিপালিটীর আদর্শক কিয়ৎপরিমাণে আরও অধিক বাস্তবে পরিণত করিতে পরিবেন । তাত পারিলে র্তাহার নির্বাচন ঠিক হইয়াছে প্রমাণিত হইবে । তবে যদি আইন মেয়রকে কোন কার্যকরী ক্ষমত ন দিয়া থাকে, তাহা হইলে কোন মেয়রের কাছেই কিছু প্রত্যাশ করা উচিত নয় । বিচারপতি মন্মথনাথ মুখোপাধ্যায়ের অস্থায়ী পদোন্নতি বিচারপতি মন্মথনাথ মুখোপাধ্যায় যে অল্প সময়ের জন্তও কলিকাতা হাইকোটের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়াছেন, ইহা কিঞ্চিৎ সন্তোষের বিষয় । কিন্তু তাহার মত সুযোগ্য ব্যক্তি যে স্থায়ী প্রধান বিচারপতি হইতে পারিলেন না, ইহ! তদপেক্ষা অসস্তোষের বিষয় । প্রাচীন ভারতে বাসস্থান নিৰ্ম্মাণ পদ্ধতি এই মাসের প্রবাসীতে প্রাচীন ভারতে বাসস্থান নিন্মণি বিষয়ে অধ্যাপক প্রসন্নকুমার আচাৰ্য্য যে প্রবন্ধ লিথিয়াছেন, তাহা পড়িলে বুঝা যায়, পুরাকালে এদেশে রাজরিাজড় ও সাধারণ লোকদের প্রাত্যহিক জীবনে কিন্ধ্রপ্ত-বৈচিত্র্য ছিল এবং তা বাসগৃহ তাহার কিরূপী উপযোগী ছিল । এই রূপ সভ্যতার একটি লক্ষণ । * অবস্থার উন্নতি একস্ত আবগুক । ఏ98ఫి প্রাচীন ভারতীয় স্থপতির বিজ্ঞানাচুমোদিত ভাবে কত দিকে দৃষ্টি রাখিতেন, তাহারও কিছু পরিচয় এই প্রবন্ধে আছে । কিন্তু প্রাচীন ভারতীয় স্থাপত্যের বিশেষ পরিচয় পাইতে হইলে দুই-চারিট ‘নব্য-প্রাচীন” দরজা জানাল ও কীৰ্ত্তিমুখ দেখা যথেষ্ট নহে । আচাৰ্য্য মহাশয়ের টীক ভূমিকা ও ইংরেজী অনুবাদ সম্বলিত ‘‘মানসারে’র পাচ ভলুমে সমাপ্ত মুল্যবান সচিত্র গ্রন্থ অধ্যয়ন করা আবশুক । তাহ অক্সফোর্ড য়ুনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত হইয়াছে । অ{সামে ও বঙ্গে জলপ্লাবন আসামে ও বঙ্গে অনেক জেলায় বদ্যা হওয়ায় বহু লক্ষ লোক বিপন্ন ও নিরাশ্রয় হইয়াছে । অনেক শত লোকের প্রাণ গিয়াছে । গবাদি পশু এবং অন্ত সম্পত্তির লাশও প্রভূত হইয়াছে । যে-সকল সভা সমিতি বিপন্নদের ছপ মোচন করিতে প্রবৃত্ত হইয়াছেন, তাহারা সৰ্ব্বসাধারণের নিকট হইতে সৰ্ব্ববিধ সাহায্য পাইলে তাহীদের চেষ্ট কিয়ৎপরিমাণে সফল হইবে । আমরা শোকৰ্ত্ত ও বিপল্লদের দ্য ব্যথিত । বিদেশভ্রমণ দ্বার। শক্ষার্থী বিদেশভ্রমণ দ্বার শিক্ষালাভার্থ একদল ভারতীয় ছাত্র পূৰ্ব্বে বিদেশ যাত্র করিয়াছিল । তাহার পর এক দল ভারতীয় ছাত্রী গিয়াছে । গত ১১ই জুন দ্বিতীয় দল ছাত্র ইউরোপ গিয়াছে । এই সমুদয় ছাত্রছাত্রীদের মধ্যে বাঙালী কেহ নাই । সম্ভবতঃ আর্থিক অভাব ইহার একটি কারণ । যে-সকল বাঙালী ছাত্র-ছাত্রীর টাকায় কুলাইবে, র্তাহীদের কিন্তু বিদেশ দেখিয় আসা উচিত । হিন্দু বিধবাদের প্রতি সমাজের কর্তব্য বোম্বাইয়ের অন্ততম হিন্দু নেতা শ্ৰীযুক্ত মুকুন্দ রাও জয়কির সম্প্রতি বলিয়াছেন, যে, তিনি যতদূর তথ্য সংগ্ৰহ করিতে পারিয়াছেন, তাহাতে দেখা যায় যে, “ভারতে প্রত্যহ গড়ে ত্ৰিশ জন হিন্দু বিধবা মুসলমান ধৰ্ম্মে দক্ষিত হইতেছে । গত পলয় দিনে বোম্বাই প্রদেশের ১১ জন হিন্দু মহিলার অপহরণ সংবাদ পাওয়া গিয়াছে। এই অবস্থায় বিধবাদের জন্ত বহু আশ্রম প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক হইয়া পড়িয়াছে।” হিন্দু বিধবারা ধৰ্ম্মান্তর গ্রহণ করুন বা না-করুন, তাহাদের আশ্রম স্থাপন, শিক্ষার দ্বারা তাহাদিগকে স্বাবলম্বী করা, এ সবই আংশিক উপায় বটে ; কিন্তু প্রধান উপায় তাহাদিগের সূৎপাত্রের সহিত