পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- * জীবনীগুচ্ছ—প্রথম ও দ্বিতীয় ভাগ। মূল্য যথাক্রমে আট জানা ও এক টাকা । আচাৰ্য্য হেমচন্দ্র সরকার প্রণীত ও শ্ৰীমতী শকুন্তল৷ দেবী সম্পাদিত । ২১১ কর্ণওয়ালিস্ ষ্ট্রট, কলিকাতা, সাধারণ ব্রাহ্মসমাজ পুস্তকালয়ে প্রাপ্তব্য । আমাদের দেশের ছেলেমেয়েরা কেবল বিদেশী বিখ্যাত লোকদের জীবনচরিত হইতে শিক্ষা লাভ করিতে পারে, দেশী লোকদের জীবনচরিত হইতে কিছু শিপিতে পারে না, ইহা যেমন সত্য নহে, তেমনি ইহাও সত্য নছে যে, কেবল দেশী লোকদের জীবনীইতাহাদের পঠনীয় ও তাছা হইতেই তাহার শিক্ষা পাইতে পারে। দেশী ও বিদেশী সকল রকম জীবনী হইতেই জ্ঞান লাভ, নৈতিক উপদেশ ও তানন্দ পাওয়া যায় স্বগীয় হেমচন্দ্র সরকার ‘জীবনীগুচ্ছের দুই ভাগে চল্লিশ জন বিদেশী পুরুষ ও মহিলায় জীবনী" গল্পের মত করিয়া বলিয়াছেন। বহি দু-খানি ছেলেমেয়েদের হাতে দিলে তাহারা পড়িয়া প্রীত ও উপকৃত হইবে। বহি সুপানি সচিত্র । ছাপ ও কাগজ ভাল । পুরস্কার দিবীর উপযোগী । নানা প্রবন্ধ-২য় ভাগ । আচাণ্য হেমচন্দ্র সরকার প্রসূত ও শ্ৰীমতী শকুন্তলা দেবী কর্তৃক সম্পাদিত । মূল্য লেপা নাই। সাধারণ ব্রাহ্মসমাজ কাৰ্য্যালয়ে পাওয়া যায়। ইহাও বালকবালিকাদের উপযোগী ভাল বষ্ট । ছাপা ও ভাল । মের প্রদেশ–আচার্য হেমচন্দ্র সরকার প্রণত ও শ্ৰীমতী শকুন্তলা দেবী সম্পাদিত। মূল্য লেখা নাই। প্রাপ্তিস্থান সাধারণ ব্রাহ্মসমাজ কাৰ্য্যালয়, কলিকাতা । ছবি আছে । ছাপা ও কাগজ ভাল । উত্তর মেরু ও দক্ষিণ মেরুর এবং তথাকার মামুষদের বিবরণ, কি প্রকারে ঐ সব ভূপও আবিষ্কৃত হইল, ইত্যাদি বড়ই কৌতুকাবহ ব্যাপার। বালকবালিকার আগ্রহের সহিত পড়িবে। আচাৰ্য্য হেমচন্দ্রের এই সমুদয় বহি নিৰ্ভয়ে বালকবালিকাদের হাতে দেওয়া যায় । এ-গুলিতে জ্যাঠামি নাই, অথচ এগুলি উপদেশপূর্ণ নীরস বক্তৃতাও নহে । জীবনতরঙ্গ—আচাৰ্য্য হেমচন্দ্র সরকার প্রণীত ও শ্ৰীমতী শকুন্তলা দেবী সম্পাদিত । কাপড়ে বাধান। ৩৪৮ পৃষ্ঠা। মূল্য লেখা নাই । সাধারণ ব্রাহ্মসমাজ কাৰ্যালয়ে পাওয়া যায়। কাগজ 闵 ఎ98ఏ স্বৰ্গীয় আচার্য হেমচন্দ্র সরকায় আত্মজীবনী যতটুকু লিখিয়াছিলেন তাহা আছে এবং বাক, পুস্তকের অধিকাংশ, তাহার দৈনন্দিন লিপি অর্থাৎ ডায়ের । তাহার পালিত বিদুষী কন্যা পিতৃভক্তিমতী শকুন্তলা ইহা এবং অন্যান্ত বহিগুলি প্রকাশিত করিয়াছেন । এই "জীবনতরঙ্গ” প্রাপ্তবয়স্ক ধৰ্ম্মানুরাগী ব্যক্তিদের ভাল লাগিবে। উহারা ইহা পড়িয়া উপকৃত হইবেন । কবি ও কাব্যের কথা—স্বৰ্গীয়া লাবণ্যপ্রভ সরকার প্রণত ও শ্ৰীমতী শকুন্তলা দেবী সম্পাদিত । মূল্য লেখা নাই। সাধারণ বাথসমাজ কাৰ্য্যালয়ে প্রাপ্তব্য । ছাপা ও কাগজ ভাল । স্বগীয়া লাবণ্যপ্রভ সরকার বিদুমী ও মুলেখিকা ছিলেন । তাহার লিখিত কৃত্তিবাস, কাশীরাম দাস, দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং উfহার স্বামী স্বগীয় হেমচন্দ্র সরকারের লেখা রবার্ট ব্রাউলিং ও আলফ্রেড টেনিসনের সাহিত্যিক পরিচয় এই যাহখানিতে আছে। ইহা অল্পবয়স্ক ও আবিষ্ণবয়স্থ স্কুলকলেজের ছাত্র-ছাত্রীর পড়িবার উপযোগী ভাল বহি ত বটেই, র্যাহার ছাত্রাবস্থা অতিক্ৰম করিয়াছেন ইহা ঠাহীদেরও অধ্যয়নের উপযুক্ত। পৌরাণিক কাহিনী—তৃতীয় ভাগ (গ্রীক পুরাণ স্বৰ্গীয়া লাবণ্যপ্ৰভা সরকার প্রণীত ও শ্ৰীমতী শকুন্তলা দেবী সম্পাদিত । মুল্য BB BBS BBBBS BBSBBB BBBB BBB S SBB BBS ছাপা ও কাগজ উৎকৃষ্ট । গ্রক পুরাণের চৌদটি মনোহর আখ্যায়িক ইহাতে সন্নিবিষ্ট হইয়াছে । গল্পগুলি সরল সরস ভাষায় বর্ণিত হইয়াড়ে । বঙ্গীয় শব্দকোয—শ্ৰীহরিচরণ বন্দ্যোপাধ্যায় কত্ত্বক সম্বলিত ও প্রকাশিত । প্রথম ভাগ, একাদশ খণ্ড । শান্তিনিকেতলে গ্রন্থকারের নিকট প্রাপ্তব্য। প্রত্যেক খণ্ডের মূল্য ॥৩, ডাকমাশুল /• । প্রথম ভাগ, একাদশ খণ্ডে “আওয়াজ" হক্টতে “আগ্রহায়ণ” শব্দগুলির অর্থ প্রভূতি আছে । এই অভিধানের পরিচয় গত কোন কোন সন্ধ্যায় দেওয়া হইয়াছে । 5 |